দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলার জন্য ABVP ও RSS-কে দায়ি করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷ গতকাল ঐশীও আক্রান্ত হয়েছিলেন ৷ ভরতি ছিলেন হাসপাতালে ৷ আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সাংবাদিকদের মুখোমুখি হন ৷ জানান, গতকাল লোহার রড ও হাতুড়ি নিয়ে এসেছিল দুষ্কৃতীরা ৷ তাঁর কথায়, " "ABVP ও RSS-এর গুন্ডারা গতরাতে সংগঠিতভাবে হামলা চালায় বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ JNU আমাদের নিজেদের বাড়ি ৷ RSS চাইলেও আমাদের JNU থেকে দূরে সরাতে পারবে না ৷ "
গতকাল তাঁদের উপর আক্রমণ হলেও প্রতিহিংসার পথে যেতে চান না তাঁরা ৷ আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতি ৷ জানিয়েছেন ঐশী ৷ বলেন, "JNU-এর সংস্কৃতি রডের সংস্কৃতি নয় ৷ প্রতিটা রডের জবাব দেওয়া হবে ৷ তবে বিতর্ক আর আলোচনার মাধ্যমে ৷ JNU -র সংস্কৃতি এত সহজে নষ্ট করা যাবে না ৷ JNU তার গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখবে ৷ "
-
Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh: Yesterday's attack was an organised attack by goons of RSS and ABVP. Since past 4-5 days violence was being promoted in the campus by some RSS affiliated professors and ABVP. #Delhi pic.twitter.com/MY6kmB7DsU
— ANI (@ANI) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh: Yesterday's attack was an organised attack by goons of RSS and ABVP. Since past 4-5 days violence was being promoted in the campus by some RSS affiliated professors and ABVP. #Delhi pic.twitter.com/MY6kmB7DsU
— ANI (@ANI) January 6, 2020Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh: Yesterday's attack was an organised attack by goons of RSS and ABVP. Since past 4-5 days violence was being promoted in the campus by some RSS affiliated professors and ABVP. #Delhi pic.twitter.com/MY6kmB7DsU
— ANI (@ANI) January 6, 2020
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ঐশী ৷ বলেন, " আমার উপর রডের হামলা শুধু আমার উপর হামলা নয় ৷ যে 8500 ছাত্র-ছাত্রী আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, সেই সমস্ত ছাত্র ছাত্রীদের উপর এই আঘাত ৷ গণতান্ত্রিকভাবে আমরা এই হামলার জবাব দেব ৷ " তাঁর বোনের উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ঐশী ৷
ঐশীর সাংবাদিক বৈঠকে উঠে আসে রোহিত ভেমুলাসহ একাধিক প্রসঙ্গও ৷ পাশাপাশি জামিয়া ও অন্য বিশ্ববিদ্যালয় থেকে যেসব পড়ুয়ারা JNU-এর সমর্থনে এসেছিলেন তাঁদেরও ধন্যবাদ জানান ঐশী ৷