ETV Bharat / bharat

ABVP ও RSS-এর গুন্ডারা হামলা চালিয়েছিল : ঐশী

হাসপাতাল থেকে ফিরলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷ গতকালের হামলার জন্য RSS ও ABVP-কে দায়ি করলেন তিনি ৷

JNU Attack
সাংবাদিক বৈঠকে ঐশী
author img

By

Published : Jan 6, 2020, 7:09 PM IST

Updated : Jan 6, 2020, 10:25 PM IST

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলার জন্য ABVP ও RSS-কে দায়ি করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷ গতকাল ঐশীও আক্রান্ত হয়েছিলেন ৷ ভরতি ছিলেন হাসপাতালে ৷ আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সাংবাদিকদের মুখোমুখি হন ৷ জানান, গতকাল লোহার রড ও হাতুড়ি নিয়ে এসেছিল দুষ্কৃতীরা ৷ তাঁর কথায়, " "ABVP ও RSS-এর গুন্ডারা গতরাতে সংগঠিতভাবে হামলা চালায় বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ JNU আমাদের নিজেদের বাড়ি ৷ RSS চাইলেও আমাদের JNU থেকে দূরে সরাতে পারবে না ৷ "

RSS ও ABVP-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ঐশী

গতকাল তাঁদের উপর আক্রমণ হলেও প্রতিহিংসার পথে যেতে চান না তাঁরা ৷ আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতি ৷ জানিয়েছেন ঐশী ৷ বলেন, "JNU-এর সংস্কৃতি রডের সংস্কৃতি নয় ৷ প্রতিটা রডের জবাব দেওয়া হবে ৷ তবে বিতর্ক আর আলোচনার মাধ্যমে ৷ JNU -র সংস্কৃতি এত সহজে নষ্ট করা যাবে না ৷ JNU তার গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখবে ৷ "

  • Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh: Yesterday's attack was an organised attack by goons of RSS and ABVP. Since past 4-5 days violence was being promoted in the campus by some RSS affiliated professors and ABVP. #Delhi pic.twitter.com/MY6kmB7DsU

    — ANI (@ANI) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ঐশী ৷ বলেন, " আমার উপর রডের হামলা শুধু আমার উপর হামলা নয় ৷ যে 8500 ছাত্র-ছাত্রী আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, সেই সমস্ত ছাত্র ছাত্রীদের উপর এই আঘাত ৷ গণতান্ত্রিকভাবে আমরা এই হামলার জবাব দেব ৷ " তাঁর বোনের উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ঐশী ৷

ঐশীর সাংবাদিক বৈঠকে উঠে আসে রোহিত ভেমুলাসহ একাধিক প্রসঙ্গও ৷ পাশাপাশি জামিয়া ও অন্য বিশ্ববিদ্যালয় থেকে যেসব পড়ুয়ারা JNU-এর সমর্থনে এসেছিলেন তাঁদেরও ধন্যবাদ জানান ঐশী

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলার জন্য ABVP ও RSS-কে দায়ি করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷ গতকাল ঐশীও আক্রান্ত হয়েছিলেন ৷ ভরতি ছিলেন হাসপাতালে ৷ আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সাংবাদিকদের মুখোমুখি হন ৷ জানান, গতকাল লোহার রড ও হাতুড়ি নিয়ে এসেছিল দুষ্কৃতীরা ৷ তাঁর কথায়, " "ABVP ও RSS-এর গুন্ডারা গতরাতে সংগঠিতভাবে হামলা চালায় বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ JNU আমাদের নিজেদের বাড়ি ৷ RSS চাইলেও আমাদের JNU থেকে দূরে সরাতে পারবে না ৷ "

RSS ও ABVP-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ঐশী

গতকাল তাঁদের উপর আক্রমণ হলেও প্রতিহিংসার পথে যেতে চান না তাঁরা ৷ আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতি ৷ জানিয়েছেন ঐশী ৷ বলেন, "JNU-এর সংস্কৃতি রডের সংস্কৃতি নয় ৷ প্রতিটা রডের জবাব দেওয়া হবে ৷ তবে বিতর্ক আর আলোচনার মাধ্যমে ৷ JNU -র সংস্কৃতি এত সহজে নষ্ট করা যাবে না ৷ JNU তার গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখবে ৷ "

  • Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh: Yesterday's attack was an organised attack by goons of RSS and ABVP. Since past 4-5 days violence was being promoted in the campus by some RSS affiliated professors and ABVP. #Delhi pic.twitter.com/MY6kmB7DsU

    — ANI (@ANI) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ঐশী ৷ বলেন, " আমার উপর রডের হামলা শুধু আমার উপর হামলা নয় ৷ যে 8500 ছাত্র-ছাত্রী আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, সেই সমস্ত ছাত্র ছাত্রীদের উপর এই আঘাত ৷ গণতান্ত্রিকভাবে আমরা এই হামলার জবাব দেব ৷ " তাঁর বোনের উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ঐশী ৷

ঐশীর সাংবাদিক বৈঠকে উঠে আসে রোহিত ভেমুলাসহ একাধিক প্রসঙ্গও ৷ পাশাপাশি জামিয়া ও অন্য বিশ্ববিদ্যালয় থেকে যেসব পড়ুয়ারা JNU-এর সমর্থনে এসেছিলেন তাঁদেরও ধন্যবাদ জানান ঐশী

Akola (Maharashtra), Jan 06 (ANI): Minister of State for HRD Sanjay Dhotre appealed the students bodies and other organisations to maintain peace over the violence in Jawaharlal Nehru University campus. He said, "I appeal to all student bodies and groups that peace should be maintained in the campus. Opposition should also think before speaking on such sensitive matters, allegations and counter allegations will not solve the issue."
Last Updated : Jan 6, 2020, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.