ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে 17 টি আসনে চলছে ভোটগ্রহণ - jharkhand election

তৃতীয় দফায় ঝাড়খণ্ডের 81 টি বিধানসভা আসনের মধ্যে আজ  17 টি আসনে ভোটগ্রহণ চলছে । সকাল 7 টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে ।

image
ছবি
author img

By

Published : Dec 12, 2019, 10:15 AM IST

Updated : Dec 12, 2019, 5:25 PM IST

রাঁচি, 12 ডিসেম্বর : ঝাড়খণ্ডের তৃতীয় দফার বিধানসভা নির্বাচন । সকাল 7 টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে । 81 টি বিধানসভা আসনের মধ্যে আজ 17 টি আসনে ভোটগ্রহণ চলছে । মোট 309 জন প্রার্থী লড়ছেন । এর মধ্যে 32 জন মহিলা প্রতিদ্বন্দ্বী রয়েছেন । দুটি SC ও একটি ST সংরক্ষিত আসন রয়েছে । এই দফার হেভিওয়েটা প্রার্থীরা হলেন সি পি সিং,রামচন্দ্র শাহি, নীরা যাদব । এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

  • বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 61.19 শতাংশ ।
  • দুপুর 3টা পর্যন্ত ভোট পড়েছে 53.45 শতাংশ ।
  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 43.29 শতাংশ ।
  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 28.90 শতাংশ ।
  • সকাল 9 টা পর্যন্ত ভোট পড়েছে 13.05 শতাংশ ।
  • হাজারিবাগের ভোটকেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ জয়ন্ত সিনহা ।
  • বোকরাওর বুথে চলছে ভোটগ্রহণ ।
    • The third phase of Jharkhand polls will take place today.

      Urging all those whose seats go to the polls today to vote in large numbers. I particularly urge my young friends to vote.

      — Narendra Modi (@narendramodi) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ছাতরার 82 নম্বর বুথে চলছে ভোটগ্রহণ ।
  • যুব সমাজকে ভোটদানের আহ্বান জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
  • সেন্ট অ্যান স্কুলের বুথে চলছে ভোটগ্রহণ ।
  • হাজারিবাগের একটি পোলিং বুথে চলছে প্রস্তুতি ।
  • রাঁচির সেন্ট অ্যান স্কুলের পোলিং বুথে চলছে তৃতীয় দফার প্রস্তুতি ।

রাঁচি, 12 ডিসেম্বর : ঝাড়খণ্ডের তৃতীয় দফার বিধানসভা নির্বাচন । সকাল 7 টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে । 81 টি বিধানসভা আসনের মধ্যে আজ 17 টি আসনে ভোটগ্রহণ চলছে । মোট 309 জন প্রার্থী লড়ছেন । এর মধ্যে 32 জন মহিলা প্রতিদ্বন্দ্বী রয়েছেন । দুটি SC ও একটি ST সংরক্ষিত আসন রয়েছে । এই দফার হেভিওয়েটা প্রার্থীরা হলেন সি পি সিং,রামচন্দ্র শাহি, নীরা যাদব । এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

  • বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 61.19 শতাংশ ।
  • দুপুর 3টা পর্যন্ত ভোট পড়েছে 53.45 শতাংশ ।
  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 43.29 শতাংশ ।
  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 28.90 শতাংশ ।
  • সকাল 9 টা পর্যন্ত ভোট পড়েছে 13.05 শতাংশ ।
  • হাজারিবাগের ভোটকেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ জয়ন্ত সিনহা ।
  • বোকরাওর বুথে চলছে ভোটগ্রহণ ।
    • The third phase of Jharkhand polls will take place today.

      Urging all those whose seats go to the polls today to vote in large numbers. I particularly urge my young friends to vote.

      — Narendra Modi (@narendramodi) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ছাতরার 82 নম্বর বুথে চলছে ভোটগ্রহণ ।
  • যুব সমাজকে ভোটদানের আহ্বান জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
  • সেন্ট অ্যান স্কুলের বুথে চলছে ভোটগ্রহণ ।
  • হাজারিবাগের একটি পোলিং বুথে চলছে প্রস্তুতি ।
  • রাঁচির সেন্ট অ্যান স্কুলের পোলিং বুথে চলছে তৃতীয় দফার প্রস্তুতি ।
Mumbai, Dec 12 (ANI): Bollywood actress Sonali Bendre and Taapsee Pannu were spotted outside Mehboob Studio in Mumbai on December 11. They went there to attend radio chat show of fashion diva Kareena Kapoor. Sonali opted for a bohemian look and looked graceful in her short hairstyle. Taapsee was wearing white pleated skirt paired with a tube top. Kareena Kapoor was looking fabulous in purple long dress paired with neon pink heels.
Last Updated : Dec 12, 2019, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.