রাঁচি, 23 ডিসেম্বর : আজ ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা ৷ সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা ৷ 30 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 5 দফায় হয় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ।
গণনা শুরু পর বারহাইত ও দুমকে দুটি কেন্দ্রেই এগিয়ে JMM নেতা হেমন্ত সোরেন ৷ প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, BJP-কে জোর টক্কর দিতে চলেছেন বিরোধীরা ৷ কর্নাটক, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডে সবচেয়ে বড় দল হিসেবে এগিয়ে BJP। তবে জোটের জোরে সরকার গড়তে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-কংগ্রেস জোট। এই প্রসঙ্গে RJD নেতা তেজস্বী যাদব বলেন, ''ঝাড়খণ্ডে মহাজোটই জিতবে। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হবেন ৷ ''
-
Tejashwi Yadav, RJD: There is going to be a clean sweep for Mahagathbandhan (grand alliance) in this election. We have fought elections under leadership of Hemant Soren. He is going to be the Chief Minister. #JharkhandAssemblyPolls pic.twitter.com/EyjkwkTJ8n
— ANI (@ANI) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tejashwi Yadav, RJD: There is going to be a clean sweep for Mahagathbandhan (grand alliance) in this election. We have fought elections under leadership of Hemant Soren. He is going to be the Chief Minister. #JharkhandAssemblyPolls pic.twitter.com/EyjkwkTJ8n
— ANI (@ANI) December 23, 2019Tejashwi Yadav, RJD: There is going to be a clean sweep for Mahagathbandhan (grand alliance) in this election. We have fought elections under leadership of Hemant Soren. He is going to be the Chief Minister. #JharkhandAssemblyPolls pic.twitter.com/EyjkwkTJ8n
— ANI (@ANI) December 23, 2019
2014 সালের বিধানসভা নির্বাচনে 37টি আসন পায় BJP । JSU (ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন)-র পায় 5টি আসন । অবশেষে JUS-র সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করে BJP । ঝাড়খণ্ড বিকাশ মোর্চা অর্থাৎ JVM (P)-র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাবুলাল মারান্ডি বলেন, মানুষের রায় মেনে নিতে হবে। আশানুরূপ ফল হয়নি বলেও মতপ্রকাশ করেন মারান্ডি ৷
-
Babulal Marandi is leading from Dhanwar seat by 2841 votes. #JharkhandElection2019 https://t.co/mJHsW1G2J8
— ANI (@ANI) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Babulal Marandi is leading from Dhanwar seat by 2841 votes. #JharkhandElection2019 https://t.co/mJHsW1G2J8
— ANI (@ANI) December 23, 2019Babulal Marandi is leading from Dhanwar seat by 2841 votes. #JharkhandElection2019 https://t.co/mJHsW1G2J8
— ANI (@ANI) December 23, 2019
নির্বাচনের পর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাবুলাল মারান্ডি-র দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (JVM) থেকেও 6 বিধায়ক BJP-তে নাম লেখান । দেশজুড়ে রাজ্য স্তরে তো বটেই এই নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন । চলতি বছরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট রয়েছে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (RJD)-র ৷ বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষায় এগিয়ে এই জোট ৷
2000 সালে গঠিত এই রাজ্য গত মাসেই 20 বছরে পা রাখল । এটি রাজ্যের চতুর্থ বিধানসভা নির্বাচন । এর মাঝে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ রাজ্য স্তরে তো বটেই এই নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ।
টুইট করে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।
-
Congratulations @HemantSorenJMM ji, @RJDforIndia, @INCJharkhand on winning. People of Jharkhand have entrusted U to fulfill their aspirations. My good wishes to all brothers/sisters in Jharkhand. Elections were held during #CAA_NRC_Protest. This is a verdict in favour of citizens
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations @HemantSorenJMM ji, @RJDforIndia, @INCJharkhand on winning. People of Jharkhand have entrusted U to fulfill their aspirations. My good wishes to all brothers/sisters in Jharkhand. Elections were held during #CAA_NRC_Protest. This is a verdict in favour of citizens
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2019Congratulations @HemantSorenJMM ji, @RJDforIndia, @INCJharkhand on winning. People of Jharkhand have entrusted U to fulfill their aspirations. My good wishes to all brothers/sisters in Jharkhand. Elections were held during #CAA_NRC_Protest. This is a verdict in favour of citizens
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2019
এখনও পর্যন্ত দলগুলি যত সংখ্যক আসনে এগিয়ে :
BJP | কংগ্রেস+JMM, RJD | AJSU | অন্যান্য |
26 | 43 (14+24+5) | 4 | 8 |