ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে জয়ের পথে কংগ্রেস-JMM জোট, শুরু সরকার গড়ার তৎপরতা

author img

By

Published : Dec 23, 2019, 8:25 AM IST

Updated : Dec 23, 2019, 3:41 PM IST

আজ ভোটের ফল ঘোষণা ঝাড়খণ্ডে ৷

আজ ভোটের ফল ঘোষণা ঝাড়খণ্ডে ৷
সমীক্ষায় এগিয়ে কংগ্রেস-JMM, আজ ফল ঘোষণা ঝাড়খণ্ডে

রাঁচি, 23 ডিসেম্বর : আজ ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা ৷ সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা ৷ 30 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 5 দফায় হয় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ।

গণনা শুরু পর বারহাইত ও দুমকে দুটি কেন্দ্রেই এগিয়ে JMM নেতা হেমন্ত সোরেন ৷ প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, BJP-কে জোর টক্কর দিতে চলেছেন বিরোধীরা ৷ কর্নাটক, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডে সবচেয়ে বড় দল হিসেবে এগিয়ে BJP। তবে জোটের জোরে সরকার গড়তে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-কংগ্রেস জোট। এই প্রসঙ্গে RJD নেতা তেজস্বী যাদব বলেন, ''ঝাড়খণ্ডে মহাজোটই জিতবে। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হবেন ৷ ''

2014 সালের বিধানসভা নির্বাচনে 37টি আসন পায় BJP । JSU (ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন)-র পায় 5টি আসন । অবশেষে JUS-র সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করে BJP । ঝাড়খণ্ড বিকাশ মোর্চা অর্থাৎ JVM (P)-র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাবুলাল মারান্ডি বলেন, মানুষের রায় মেনে নিতে হবে। আশানুরূপ ফল হয়নি বলেও মতপ্রকাশ করেন মারান্ডি ৷

Babulal Marandi is leading from Dhanwar seat by 2841 votes. #JharkhandElection2019 https://t.co/mJHsW1G2J8

— ANI (@ANI) December 23, 2019

নির্বাচনের পর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাবুলাল মারান্ডি-র দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (JVM) থেকেও 6 বিধায়ক BJP-তে নাম লেখান । দেশজুড়ে রাজ্য স্তরে তো বটেই এই নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন । চলতি বছরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট রয়েছে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (RJD)-র ৷ বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষায় এগিয়ে এই জোট ৷

2000 সালে গঠিত এই রাজ্য গত মাসেই 20 বছরে পা রাখল । এটি রাজ্যের চতুর্থ বিধানসভা নির্বাচন । এর মাঝে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ রাজ্য স্তরে তো বটেই এই নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ।

টুইট করে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।

এখনও পর্যন্ত দলগুলি যত সংখ্যক আসনে এগিয়ে :

BJP কংগ্রেস+JMM, RJD AJSU অন্যান্য
26 43 (14+24+5) 4 8

রাঁচি, 23 ডিসেম্বর : আজ ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা ৷ সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা ৷ 30 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 5 দফায় হয় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ।

গণনা শুরু পর বারহাইত ও দুমকে দুটি কেন্দ্রেই এগিয়ে JMM নেতা হেমন্ত সোরেন ৷ প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, BJP-কে জোর টক্কর দিতে চলেছেন বিরোধীরা ৷ কর্নাটক, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডে সবচেয়ে বড় দল হিসেবে এগিয়ে BJP। তবে জোটের জোরে সরকার গড়তে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-কংগ্রেস জোট। এই প্রসঙ্গে RJD নেতা তেজস্বী যাদব বলেন, ''ঝাড়খণ্ডে মহাজোটই জিতবে। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হবেন ৷ ''

2014 সালের বিধানসভা নির্বাচনে 37টি আসন পায় BJP । JSU (ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন)-র পায় 5টি আসন । অবশেষে JUS-র সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করে BJP । ঝাড়খণ্ড বিকাশ মোর্চা অর্থাৎ JVM (P)-র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাবুলাল মারান্ডি বলেন, মানুষের রায় মেনে নিতে হবে। আশানুরূপ ফল হয়নি বলেও মতপ্রকাশ করেন মারান্ডি ৷

নির্বাচনের পর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাবুলাল মারান্ডি-র দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (JVM) থেকেও 6 বিধায়ক BJP-তে নাম লেখান । দেশজুড়ে রাজ্য স্তরে তো বটেই এই নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন । চলতি বছরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট রয়েছে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (RJD)-র ৷ বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষায় এগিয়ে এই জোট ৷

2000 সালে গঠিত এই রাজ্য গত মাসেই 20 বছরে পা রাখল । এটি রাজ্যের চতুর্থ বিধানসভা নির্বাচন । এর মাঝে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ রাজ্য স্তরে তো বটেই এই নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ।

টুইট করে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।

এখনও পর্যন্ত দলগুলি যত সংখ্যক আসনে এগিয়ে :

BJP কংগ্রেস+JMM, RJD AJSU অন্যান্য
26 43 (14+24+5) 4 8
Cuttack (Odisha), Dec 23 (ANI): India managed to seal the series after winning the exciting final against West Indies in Cuttack. Fans celebrated India's victory outside stadium. Virat Kohli led the team from the front to chase West Indies' total 315. Rohit Sharma won the man of the series.
Last Updated : Dec 23, 2019, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.