ETV Bharat / bharat

মধ্যরাত থেকে উড়ান পরিষেবা বন্ধ জেটের ? - NAG

মধ্যরাত থেকেই জেটের উড়ান পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। গত এক মাস ধরেই জেটের উড়ান সংখ্যা নিয়মিত ভাবে কমছে। পাশাপাশি বাকি রয়েছে কর্মীদের বেতন।

জেট এয়ারওয়েজ়
author img

By

Published : Apr 14, 2019, 5:23 PM IST

Updated : Apr 14, 2019, 5:57 PM IST

দিল্লি, 14 এপ্রিল : মধ্যরাত থেকেই জেট এয়ারওয়েজ়ের ১১০০জন পাইলট ও ইঞ্জিনিয়র সরকারি ভাবে কাজ বন্ধের ঘোষণা করতে পারেন। সূত্রের খবর, মধ্যরাত থেকেই জেটের উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাবে। গত এক মাস ধরেই জেটের উড়ান সংখ্যা নিয়মিত ভাবে কমছে। পাশাপাশি বাকি রয়েছে কর্মীদের বেতন।

জেটের বিমানচালকদের সংস্থা ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড (‌NAG) এক বিবৃতিতে জানিয়ে দেয় ‌SBI-র পক্ষ থেকে ঋণ দেওয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে বেতন নিয়েও কর্তৃপক্ষ কোনও কথা বলেনি। বর্তমানে জেট কর্তৃপক্ষের ব্যাঙ্কঋণ রয়েছে ৮৩ হাজার কোটি ৫২ লাখ টাকা। তেল কম্পানি ও সাপ্লায়ারদের হিসেবটা এর মধ্য অন্তর্ভুক্ত নয়। তাছাড়া বাতিল হওয়া ফ্লাইটের প্যাসেঞ্জারদের 3500 কোটি টাকা দিতে হবে জেটকে।

বহুদিন ধরেই আর্থিক সমস্যায় জেরবার জেট এয়ারওয়েজ়। আগামীকাল SBI নেতৃত্বে একটি বৈঠক হবে। সেখানে থাকবেন জেট এয়ারওয়েজ়ের কর্মকর্তারাও। জেটের পক্ষ থেকে অন্তর্বর্তী আর্থিক সহায়তার আবেদন করা হবে বলে খবর। এদিকে SBI জেটের জন্য নতুন বিনিয়োগকারীর আবেদন খতিয়ে দেখছে। পরিস্থিতির চাপে জেট এয়ারওয়েজ় এপ্রিল মাস পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক রুটে বিমান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে আর অর্থের অভাবে ভাড়া না মেটানোয় বসিয়ে দেওয়া হয়েছে একাধিক বিমান।

দিল্লি, 14 এপ্রিল : মধ্যরাত থেকেই জেট এয়ারওয়েজ়ের ১১০০জন পাইলট ও ইঞ্জিনিয়র সরকারি ভাবে কাজ বন্ধের ঘোষণা করতে পারেন। সূত্রের খবর, মধ্যরাত থেকেই জেটের উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাবে। গত এক মাস ধরেই জেটের উড়ান সংখ্যা নিয়মিত ভাবে কমছে। পাশাপাশি বাকি রয়েছে কর্মীদের বেতন।

জেটের বিমানচালকদের সংস্থা ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড (‌NAG) এক বিবৃতিতে জানিয়ে দেয় ‌SBI-র পক্ষ থেকে ঋণ দেওয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে বেতন নিয়েও কর্তৃপক্ষ কোনও কথা বলেনি। বর্তমানে জেট কর্তৃপক্ষের ব্যাঙ্কঋণ রয়েছে ৮৩ হাজার কোটি ৫২ লাখ টাকা। তেল কম্পানি ও সাপ্লায়ারদের হিসেবটা এর মধ্য অন্তর্ভুক্ত নয়। তাছাড়া বাতিল হওয়া ফ্লাইটের প্যাসেঞ্জারদের 3500 কোটি টাকা দিতে হবে জেটকে।

বহুদিন ধরেই আর্থিক সমস্যায় জেরবার জেট এয়ারওয়েজ়। আগামীকাল SBI নেতৃত্বে একটি বৈঠক হবে। সেখানে থাকবেন জেট এয়ারওয়েজ়ের কর্মকর্তারাও। জেটের পক্ষ থেকে অন্তর্বর্তী আর্থিক সহায়তার আবেদন করা হবে বলে খবর। এদিকে SBI জেটের জন্য নতুন বিনিয়োগকারীর আবেদন খতিয়ে দেখছে। পরিস্থিতির চাপে জেট এয়ারওয়েজ় এপ্রিল মাস পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক রুটে বিমান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে আর অর্থের অভাবে ভাড়া না মেটানোয় বসিয়ে দেওয়া হয়েছে একাধিক বিমান।

Kathua (Jammu and Kashmir), Apr 14 (ANI): Prime Minister Narendra Modi on Sunday slammed National Conference (NC) and Peoples Democratic Party (PDP) in Jammu and Kashmir. He said that both the families destroyed lives of 3 generations of the state. The bright future of Jammu and Kashmir can be ensured only after their departure. "Abdullah family and Mufti family destroyed lives of 3 generations of Jammu and Kashmir. The bright future of Jammu and Kashmir can be ensured only after their departure. They can bring their entire clan into field, can abuse Modi as much as they want but they won't be able to divide this nation," said PM Modi.
Last Updated : Apr 14, 2019, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.