দিল্লি, 14 এপ্রিল : মধ্যরাত থেকেই জেট এয়ারওয়েজ়ের ১১০০জন পাইলট ও ইঞ্জিনিয়র সরকারি ভাবে কাজ বন্ধের ঘোষণা করতে পারেন। সূত্রের খবর, মধ্যরাত থেকেই জেটের উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাবে। গত এক মাস ধরেই জেটের উড়ান সংখ্যা নিয়মিত ভাবে কমছে। পাশাপাশি বাকি রয়েছে কর্মীদের বেতন।
জেটের বিমানচালকদের সংস্থা ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড (NAG) এক বিবৃতিতে জানিয়ে দেয় SBI-র পক্ষ থেকে ঋণ দেওয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে বেতন নিয়েও কর্তৃপক্ষ কোনও কথা বলেনি। বর্তমানে জেট কর্তৃপক্ষের ব্যাঙ্কঋণ রয়েছে ৮৩ হাজার কোটি ৫২ লাখ টাকা। তেল কম্পানি ও সাপ্লায়ারদের হিসেবটা এর মধ্য অন্তর্ভুক্ত নয়। তাছাড়া বাতিল হওয়া ফ্লাইটের প্যাসেঞ্জারদের 3500 কোটি টাকা দিতে হবে জেটকে।
বহুদিন ধরেই আর্থিক সমস্যায় জেরবার জেট এয়ারওয়েজ়। আগামীকাল SBI নেতৃত্বে একটি বৈঠক হবে। সেখানে থাকবেন জেট এয়ারওয়েজ়ের কর্মকর্তারাও। জেটের পক্ষ থেকে অন্তর্বর্তী আর্থিক সহায়তার আবেদন করা হবে বলে খবর। এদিকে SBI জেটের জন্য নতুন বিনিয়োগকারীর আবেদন খতিয়ে দেখছে। পরিস্থিতির চাপে জেট এয়ারওয়েজ় এপ্রিল মাস পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক রুটে বিমান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে আর অর্থের অভাবে ভাড়া না মেটানোয় বসিয়ে দেওয়া হয়েছে একাধিক বিমান।