ETV Bharat / bharat

আজ থেকে সাময়িকভাবে বন্ধ জেট - amritsar

আজ রাত সাড়ে দশটার পরই সব উড়ান পরিষেবা বন্ধ করে দিতে চলেছে জেট এয়ারওয়েজ়।

জেট
author img

By

Published : Apr 17, 2019, 8:18 PM IST

দিল্লি, ১৭ এপ্রিল : বোর্ডের বৈঠকে গতকালই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে জেটের CEO বিবেক দুবের উপর কম্পানি বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার দেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত আজকেই বাস্তবায়িত করে দিল জেট এয়ারওয়েজ়। এক বছর আগেও জেটের 120টি বিমান চলত। আর আজ রাত সাড়ে দশটার পরই সব উড়ান পরিষেবা বন্ধ করে দিতে চলেছে জেট এয়ারওয়েজ়। জেট এয়ারওয়েজ়ের শেষ বিমানটি আজ রাতে আকাশে উড়বে অমৃতসর থেকে দিল্লির উদ্দেশে।

জেট এয়ারওয়েজ়কে ঘুরে দাঁড় করাতে ঋণদাতারা তহবিল জোগানের কথা দিয়েছিলেন। তবে পরিষেবা চালু রাখতে SBI নেতৃত্বাধীন ঋণদাতা গোষ্ঠীর কাছে ৪০০ কোটি টাকার আপৎকালীন অর্থের দাবি করেও তা পায়নি জেট। শুক্রবারই জানা গেছিল, প্রায় ফুরিয়েছে জ্বালানি ভরার ও পরিষেবা সচল রাখার টাকা। এমন অবস্থায় আপাতত বন্ধ করা হবে জেট এয়ারওয়েজ়। অবশ্য সূত্রের খবর, সাময়িক বলা হলেও, আদতে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ঋণ জর্জরিত এই বিমানসংস্থাকে।

দিল্লি, ১৭ এপ্রিল : বোর্ডের বৈঠকে গতকালই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে জেটের CEO বিবেক দুবের উপর কম্পানি বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার দেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত আজকেই বাস্তবায়িত করে দিল জেট এয়ারওয়েজ়। এক বছর আগেও জেটের 120টি বিমান চলত। আর আজ রাত সাড়ে দশটার পরই সব উড়ান পরিষেবা বন্ধ করে দিতে চলেছে জেট এয়ারওয়েজ়। জেট এয়ারওয়েজ়ের শেষ বিমানটি আজ রাতে আকাশে উড়বে অমৃতসর থেকে দিল্লির উদ্দেশে।

জেট এয়ারওয়েজ়কে ঘুরে দাঁড় করাতে ঋণদাতারা তহবিল জোগানের কথা দিয়েছিলেন। তবে পরিষেবা চালু রাখতে SBI নেতৃত্বাধীন ঋণদাতা গোষ্ঠীর কাছে ৪০০ কোটি টাকার আপৎকালীন অর্থের দাবি করেও তা পায়নি জেট। শুক্রবারই জানা গেছিল, প্রায় ফুরিয়েছে জ্বালানি ভরার ও পরিষেবা সচল রাখার টাকা। এমন অবস্থায় আপাতত বন্ধ করা হবে জেট এয়ারওয়েজ়। অবশ্য সূত্রের খবর, সাময়িক বলা হলেও, আদতে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ঋণ জর্জরিত এই বিমানসংস্থাকে।

New Delhi, Apr 13 (ANI): The first trailer of the final film in the 'Star Wars' sequel trilogy, 'Episode IX- The rise of Skywalker', is finally out and it is sure to send chills down your spine.The trailer was shared on Twitter from the official page of the franchise.The two-minute-long trailer opens with Rey in a desert when Luke Skywalker is heard saying "We've passed on all we know. A Thousand generations live in you now. But this is your fight."In the trailer, Rey can be seen hugging Princess Leia, Luke's twin sister, played by late Carrie Fisher. As per media reports, Leia's scene was taken from unused footage.Episode IX is the last in the third trilogy of the Star Wars franchise created by George Lucas which started in the year 1977 with 'Episode IV- A New Hope'.The film, which is being helmed by JJ Abrams, is expected to be released in December.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.