ETV Bharat / bharat

পুঞ্চে গুলি পাকিস্তান সেনার, শহিদ জওয়ান - j and k

পুঞ্চে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হলেন এক জওয়ান। মৃত জওয়ানের নাম হরি ওয়াকার।

jawan killed
author img

By

Published : Mar 24, 2019, 1:48 PM IST

পুঞ্চ(জম্মু ও কাশ্মীর), 24 মার্চ : পুঞ্চে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হলেন এক জওয়ান। মৃত জওয়ানের নাম হরি ওয়াকার। তিনি রাজস্থানের বাসিন্দা।

গতকাল বিকেলে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পুঞ্চে গুলি চালায় পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার গুলিতে গুরুতর জখম হন হরি ওয়াকার নামে এক ভারতীয় জওয়ান। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক।

পুঞ্চ(জম্মু ও কাশ্মীর), 24 মার্চ : পুঞ্চে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হলেন এক জওয়ান। মৃত জওয়ানের নাম হরি ওয়াকার। তিনি রাজস্থানের বাসিন্দা।

গতকাল বিকেলে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পুঞ্চে গুলি চালায় পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার গুলিতে গুরুতর জখম হন হরি ওয়াকার নামে এক ভারতীয় জওয়ান। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক।

Bhubaneswar (Odisha), Mar 24 (ANI): Duryodhan Majhi, sitting Member of Legislative Assembly (MLA) from Khariar, on Saturday returned to the Biju Janata Dal (BJD) ahead of the Lok Sabha elections. Speaking to ANI, Odisha Chief Minister and Biju Janata Dal (BJD) chief Naveen Patnaik said, "I am glad that Member of Legislative Assembly (MLA) Duryodhan Majhi has returned to the party. I welcome him. His returning will strengthen BJD." Majhi quit the Bharatiya Janata Party (BJP) after the party fielded wife of former BJP MLA Hitesh Bagarti, Rita, from the Khariar Assembly seat. Majhi had quit BJD in 2014 after he was denied a ticket. Odisha will be going to polls in four phases-on April 11, 18, 23 and 29. The state will be voting simultaneously for parliamentary and assembly constituencies. There are 21 Lok Sabha and 147 Assembly seats at stake in Odisha.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.