ETV Bharat / bharat

প্রয়াত যশবন্ত সিং - প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জসওয়ান্ত সিং

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং । দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি ।

Jaswant Singh passes away
Jaswant Singh passes away
author img

By

Published : Sep 27, 2020, 8:53 AM IST

Updated : Sep 27, 2020, 10:14 AM IST

দিল্লি, 27 সেপ্টেম্বর : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং । বয়স হয়েছিল 82 । দীর্ঘ রোগভোগের পর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । 25 জুন থেকে হাসপাতালে ভরতি ছিলেন ।

টুইটারে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লেখেন, "দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন যশবন্ত সিংজি । প্রথমে সেনাবাহিনীতে থেকে পরে রাজনীতিতে যোগ দিয়ে । অটলজি সরকারে তিনি অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন ।"

  • Jaswant Singh Ji will be remembered for his unique perspective on matters of politics and society. He also contributed to the strengthening of the BJP. I will always remember our interactions. Condolences to his family and supporters. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও । তিনি লেখেন, রাজস্থানে BJP-কে শক্তিশালী করার পিছনে তাঁর অবদান ছিল ।

  • Shri Jaswant Singh ji would be remembered for his intellectual capabilities and stellar record in service to the nation. He also played a key role in strengthening the BJP in Rajasthan. Condolences to his family and supporters in this sad hour. Om Shanti.

    — Rajnath Singh (@rajnathsingh) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকাল 6টা 55মিনিটে দিল্লির সেনা হাসপাতালে (রিসার্চ অ্যান্ড রেফেরাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশবন্ত সিং । এখানেই জুন মাসে ভরতি করা হয়েছিল তাঁকে । সেনা হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "আজ সকাল 6টা 55-এ ভারতের প্রাক্তন মন্ত্রী মেজর যশবন্ত সিং (অবসরপ্রাপ্ত) -এর মৃত্যু হয়েছে । 2020-র 25 জুন ভরতি হন তিনি । সেপসিসের সঙ্গে মাল্টিঅরগান ডিসফাংশন সিনড্রোমের চিকিৎসা চলছিল তাঁর । আজ সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয় ।" কয়েক বছর আগে বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর । তারপর থেকেই ভুগছিলেন তিনি ।

অটলবিহারি বাজপেয়ির মন্ত্রিসভায় অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন শবন্ত সিং । তিনি 1950-60 সালে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন । পরে রাজনীতিতে যোগ দেন ।

দিল্লি, 27 সেপ্টেম্বর : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং । বয়স হয়েছিল 82 । দীর্ঘ রোগভোগের পর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । 25 জুন থেকে হাসপাতালে ভরতি ছিলেন ।

টুইটারে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লেখেন, "দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন যশবন্ত সিংজি । প্রথমে সেনাবাহিনীতে থেকে পরে রাজনীতিতে যোগ দিয়ে । অটলজি সরকারে তিনি অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন ।"

  • Jaswant Singh Ji will be remembered for his unique perspective on matters of politics and society. He also contributed to the strengthening of the BJP. I will always remember our interactions. Condolences to his family and supporters. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও । তিনি লেখেন, রাজস্থানে BJP-কে শক্তিশালী করার পিছনে তাঁর অবদান ছিল ।

  • Shri Jaswant Singh ji would be remembered for his intellectual capabilities and stellar record in service to the nation. He also played a key role in strengthening the BJP in Rajasthan. Condolences to his family and supporters in this sad hour. Om Shanti.

    — Rajnath Singh (@rajnathsingh) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকাল 6টা 55মিনিটে দিল্লির সেনা হাসপাতালে (রিসার্চ অ্যান্ড রেফেরাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশবন্ত সিং । এখানেই জুন মাসে ভরতি করা হয়েছিল তাঁকে । সেনা হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "আজ সকাল 6টা 55-এ ভারতের প্রাক্তন মন্ত্রী মেজর যশবন্ত সিং (অবসরপ্রাপ্ত) -এর মৃত্যু হয়েছে । 2020-র 25 জুন ভরতি হন তিনি । সেপসিসের সঙ্গে মাল্টিঅরগান ডিসফাংশন সিনড্রোমের চিকিৎসা চলছিল তাঁর । আজ সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয় ।" কয়েক বছর আগে বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর । তারপর থেকেই ভুগছিলেন তিনি ।

অটলবিহারি বাজপেয়ির মন্ত্রিসভায় অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন শবন্ত সিং । তিনি 1950-60 সালে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন । পরে রাজনীতিতে যোগ দেন ।

Last Updated : Sep 27, 2020, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.