ETV Bharat / bharat

জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত

জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবের প্রস্তাবিত ভারত সফর আপাতত স্থগিত রাখা হল । অদূর ভবিষ্যতে দুই দেশ পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এই বৈঠক করবে ।

Shinzo Abe
শিনজো আবে
author img

By

Published : Dec 13, 2019, 3:24 PM IST

দিল্লি ও টোকিও, 13 ডিসেম্বর : জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবের প্রস্তাবিত ভারত সফর আপাতত স্থগিত রাখা হল । অদূর ভবিষ্যতে দুই দেশ পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এই বৈঠক করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবের এই বৈঠক স্থগিত করার সিদ্ধান্তের কথা দিল্লি ও টোকিও উভয়ে জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এক টুইট বার্তায় এর সত্যতা স্বীকার করে বলেছেন, নিকট ভবিষ্যতে পরস্পর আলোচনার ভিত্তিতে এই সফর হবে ।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন , নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গুয়াহাটিতে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে আজ সংবাদমাধ্যমের খবর ছিল যে গুয়াহাটিতে নিরাপত্তা কারণে শিনজ়ো আবে ভারত সফর বাতিল করার বিষয়ে বিবেচনা করছেন ।


নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে অসমে গত দু'দিন ধরে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ চলছে । হাজার হাজার মানুষ এই বিলটি বাতিল করার দাবিতে কারফিউয়ের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমেছে। গুলিবিদ্ধ হয়ে দু'জন মারা গেছেন ।

দিল্লি ও টোকিও, 13 ডিসেম্বর : জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবের প্রস্তাবিত ভারত সফর আপাতত স্থগিত রাখা হল । অদূর ভবিষ্যতে দুই দেশ পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এই বৈঠক করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবের এই বৈঠক স্থগিত করার সিদ্ধান্তের কথা দিল্লি ও টোকিও উভয়ে জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এক টুইট বার্তায় এর সত্যতা স্বীকার করে বলেছেন, নিকট ভবিষ্যতে পরস্পর আলোচনার ভিত্তিতে এই সফর হবে ।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন , নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গুয়াহাটিতে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে আজ সংবাদমাধ্যমের খবর ছিল যে গুয়াহাটিতে নিরাপত্তা কারণে শিনজ়ো আবে ভারত সফর বাতিল করার বিষয়ে বিবেচনা করছেন ।


নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে অসমে গত দু'দিন ধরে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ চলছে । হাজার হাজার মানুষ এই বিলটি বাতিল করার দাবিতে কারফিউয়ের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমেছে। গুলিবিদ্ধ হয়ে দু'জন মারা গেছেন ।

New Delhi, Dec 13 (ANI): External Affairs Minister (EAM) S Jaishankar met Maldives Foreign Minister Abdulla Shahid in New Delhi on December 13. Delegation level talks were held between the two countries. The two leaders will also participate in the 6th Joint Commission Meeting later on December 13. Maldivian Foreign Minister is in India on a five-day visit.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.