ETV Bharat / bharat

ফেলে দেওয়া প্লাস্টিক থেকে ঘর সাজানোর সামগ্রী বানাচ্ছেন হিমাচলের কল্পনা - shimla

প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি করছেন ফুলদানি, পুতুলের মতো ঘর সাজানোর নানা সামগ্রী ৷ যে প্লাস্টিক পরিবেশের ক্ষতি করছে, দূষণ ছড়াচ্ছে সেই প্লাস্টিক দিয়ে নানা সামগ্রী বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন হিমাচল প্রদেশের মানালির কল্পনা ঠাকুর ৷

হিমাচলের কল্পনা
হিমাচলের কল্পনা
author img

By

Published : Jan 1, 2020, 8:43 AM IST

শিমলা, 31 ডিসেম্বর : রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিব্যাগ থেকে যদি ঘর সাজানোর জিনিস তৈরি করা যায় ? বাস্তবে তাই করছেন হিমাচল প্রদেশের মানালির কল্পনা ঠাকুর ৷ প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি করছেন ফুলদানি, পুতুলের মতো ঘর সাজানোর নানা সামগ্রী ৷ যে প্লাস্টিক পরিবেশের ক্ষতি করছে, দূষণ ছড়াচ্ছে সেই প্লাস্টিক দিয়ে নানা সামগ্রী বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন কল্পনা ৷

হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার এক গ্রামের বাসিন্দা কল্পনা ৷ কিন্তু, কয়েকবছর ধরে তিনি মানালিতে নিজের পরিবারের সঙ্গে বসবাস করছেন ৷

কল্পনা বলেন, "আমি জানি যে, আমাদের দ্বারা বিশাল পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হয় ৷ দিনের শেষে আমাদের ডাস্টবিনগুলো প্লাস্টিক বর্জ্যতে ভরে ওঠে ৷ এসবই আমাকে ভাবায় যে, আমাদের পরিবেশের ঠিক কতটা ক্ষতি করছে এই প্লাস্টিক ৷"

এক সময় তিনি নিজেও অনেক প্লাস্টিক ব্যবহার করতেন ৷ মানালিতে প্লাস্টিকের ব্যাগে নিষেধাজ্ঞার পর তিনিও অসুবিধায় পড়েছিলেন বলেই জানান কল্পনা ঠাকুর ৷ তবে, পরে তিনি এই সমস্ত প্লাস্টিক সামগ্রীগুলোকে পুনরায় ব্যবহারের জন্য নিত্য নতুন ঘর সাজানোর সামগ্রী বানাতে থাকেন ৷

প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে ঘর সাজানোর সামগ্রী বানাচ্ছেন হিমাচলের কল্পনা ঠাকুর

এভাবেই তাঁর প্লাস্টিক দিয়ে সামগ্রী বানানোর শুরু ৷ "এই শখ এখন ভালো লাগাতে পরিণত হয়েছে ৷ মানুষ আমার কাজের প্রশংসা করে ৷ আর এটাই প্লাস্টিক বর্জ্য নিয়ে কাজ করাতে আমাকে আরও অনুপ্রেরণা দেয় ৷"

অনেক সংগঠন এই কাজের জন্য তাঁকে সম্মান জানিয়েছে ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ নিয়ে সরকারের প্রচারের প্রশংসা করেছেন কল্পনা ৷ সঙ্গে মানুষকে যতটা সম্ভব কম প্লাস্টিক ব্যবহারের আবেদন করেছন ৷

শিমলা, 31 ডিসেম্বর : রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিব্যাগ থেকে যদি ঘর সাজানোর জিনিস তৈরি করা যায় ? বাস্তবে তাই করছেন হিমাচল প্রদেশের মানালির কল্পনা ঠাকুর ৷ প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি করছেন ফুলদানি, পুতুলের মতো ঘর সাজানোর নানা সামগ্রী ৷ যে প্লাস্টিক পরিবেশের ক্ষতি করছে, দূষণ ছড়াচ্ছে সেই প্লাস্টিক দিয়ে নানা সামগ্রী বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন কল্পনা ৷

হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার এক গ্রামের বাসিন্দা কল্পনা ৷ কিন্তু, কয়েকবছর ধরে তিনি মানালিতে নিজের পরিবারের সঙ্গে বসবাস করছেন ৷

কল্পনা বলেন, "আমি জানি যে, আমাদের দ্বারা বিশাল পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হয় ৷ দিনের শেষে আমাদের ডাস্টবিনগুলো প্লাস্টিক বর্জ্যতে ভরে ওঠে ৷ এসবই আমাকে ভাবায় যে, আমাদের পরিবেশের ঠিক কতটা ক্ষতি করছে এই প্লাস্টিক ৷"

এক সময় তিনি নিজেও অনেক প্লাস্টিক ব্যবহার করতেন ৷ মানালিতে প্লাস্টিকের ব্যাগে নিষেধাজ্ঞার পর তিনিও অসুবিধায় পড়েছিলেন বলেই জানান কল্পনা ঠাকুর ৷ তবে, পরে তিনি এই সমস্ত প্লাস্টিক সামগ্রীগুলোকে পুনরায় ব্যবহারের জন্য নিত্য নতুন ঘর সাজানোর সামগ্রী বানাতে থাকেন ৷

প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে ঘর সাজানোর সামগ্রী বানাচ্ছেন হিমাচলের কল্পনা ঠাকুর

এভাবেই তাঁর প্লাস্টিক দিয়ে সামগ্রী বানানোর শুরু ৷ "এই শখ এখন ভালো লাগাতে পরিণত হয়েছে ৷ মানুষ আমার কাজের প্রশংসা করে ৷ আর এটাই প্লাস্টিক বর্জ্য নিয়ে কাজ করাতে আমাকে আরও অনুপ্রেরণা দেয় ৷"

অনেক সংগঠন এই কাজের জন্য তাঁকে সম্মান জানিয়েছে ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ নিয়ে সরকারের প্রচারের প্রশংসা করেছেন কল্পনা ৷ সঙ্গে মানুষকে যতটা সম্ভব কম প্লাস্টিক ব্যবহারের আবেদন করেছন ৷

Intro:Body:

Jan 1 - Plastic Campaign Story - Himachal's Kalpana reuses plastic waste by making beautiful artefacts 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.