ETV Bharat / bharat

FATF বৈঠকে কোণঠাসা পাকিস্তান, অতিধূসর তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা

সন্ত্রাসদমনে প্রয়োজনীয় পদক্ষেপ না করায় FATF- র রোষের মুখে পড়েছে পাকিস্তান ৷ 27 টির মধ্যে মাত্র 6টি ক্ষেত্রে নিজের অবস্থান প্রমাণ করতে পেরেছে পাকিস্তান ৷ তাই অতিধূসর তালিকাভুক্ত করা হতে পারে এই দেশকে ৷

ছবি
author img

By

Published : Oct 15, 2019, 8:20 PM IST

Updated : Oct 16, 2019, 2:15 PM IST

প্যারিস, 15 অক্টোবর : ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-র বৈঠকে কার্যত কোণঠাসা পাকিস্তান ৷ কারণ হিসেবে উঠে আসছে সন্ত্রাসদমনে প্রয়োজনীয় পদক্ষেপ না করা ৷ তাই অতিধূসর তালিকাভুক্ত করা হতে পারে পাকিস্তানকে ৷ আগামী 18 অক্টোবর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে FATF ৷

সন্ত্রাসদমনে প্রয়োজনীয় পদক্ষেপ না করায় FATF- র রোষের মুখে পড়েছে পাকিস্তান ৷ 27 টির মধ্যে মাত্র 6টি ক্ষেত্রে নিজের অবস্থান প্রমাণ করতে পেরেছে পাকিস্তান ৷

সন্ত্রাসবাদে অর্থ জোগান রুখতে, অর্থনৈতিক তছরুপ ও বিশ্ব অর্থনীতিতে নানা সংকটজনক পরিস্থিতি খতিয়ে দেখতে ১৯৮৯ সালে FATF প্রতিষ্ঠিত হয় ৷ গতবছর জুনে প্যারিসের এই নজরদারি সংস্থাটি পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে ৷ একইসঙ্গে চলতি বছর অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সময় দেয় । পাশাপাশি সতর্কবার্তা ছিল, পাকিস্তান যদি প্রয়োজনীয় পদক্ষেপ করতে না পারে তাহলে ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে সে দেশকে কালো তালিকাভুক্ত করা হতে পারে ৷

কালো তালিকা এবং ধূসর তালিকার মাঝামাঝি অবস্থান অতিধূসর তালিকা । যার অর্থ দেশটির প্রতি একটি কড়া সতর্কবার্তা জারি করা, যাতে ওই দেশ নিজেদের অবস্থানের উন্নতির শেষ সুযোগ পায় ৷

পাকিস্তান যদি ধূসর তালিকাতেই থাকে বা অতিধূসর তালিকার অন্তর্ভুক্ত হয়ে যায় সেক্ষেত্রে IMF, বিশ্বব্যাঙ্ক বা ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহায়তা পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে । একেই পাকিস্তানে অর্থনীতির দশা বেহাল ৷ এরপর FATF একঘরে করে দিলে মারাত্মক চাপে পড়তে চলেছে এই দেশ ৷

প্যারিস, 15 অক্টোবর : ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-র বৈঠকে কার্যত কোণঠাসা পাকিস্তান ৷ কারণ হিসেবে উঠে আসছে সন্ত্রাসদমনে প্রয়োজনীয় পদক্ষেপ না করা ৷ তাই অতিধূসর তালিকাভুক্ত করা হতে পারে পাকিস্তানকে ৷ আগামী 18 অক্টোবর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে FATF ৷

সন্ত্রাসদমনে প্রয়োজনীয় পদক্ষেপ না করায় FATF- র রোষের মুখে পড়েছে পাকিস্তান ৷ 27 টির মধ্যে মাত্র 6টি ক্ষেত্রে নিজের অবস্থান প্রমাণ করতে পেরেছে পাকিস্তান ৷

সন্ত্রাসবাদে অর্থ জোগান রুখতে, অর্থনৈতিক তছরুপ ও বিশ্ব অর্থনীতিতে নানা সংকটজনক পরিস্থিতি খতিয়ে দেখতে ১৯৮৯ সালে FATF প্রতিষ্ঠিত হয় ৷ গতবছর জুনে প্যারিসের এই নজরদারি সংস্থাটি পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে ৷ একইসঙ্গে চলতি বছর অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সময় দেয় । পাশাপাশি সতর্কবার্তা ছিল, পাকিস্তান যদি প্রয়োজনীয় পদক্ষেপ করতে না পারে তাহলে ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে সে দেশকে কালো তালিকাভুক্ত করা হতে পারে ৷

কালো তালিকা এবং ধূসর তালিকার মাঝামাঝি অবস্থান অতিধূসর তালিকা । যার অর্থ দেশটির প্রতি একটি কড়া সতর্কবার্তা জারি করা, যাতে ওই দেশ নিজেদের অবস্থানের উন্নতির শেষ সুযোগ পায় ৷

পাকিস্তান যদি ধূসর তালিকাতেই থাকে বা অতিধূসর তালিকার অন্তর্ভুক্ত হয়ে যায় সেক্ষেত্রে IMF, বিশ্বব্যাঙ্ক বা ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহায়তা পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে । একেই পাকিস্তানে অর্থনীতির দশা বেহাল ৷ এরপর FATF একঘরে করে দিলে মারাত্মক চাপে পড়তে চলেছে এই দেশ ৷

Kurukshetra (Haryana), Oct 15 (ANI): Ahead of the assembly elections in Haryana, Prime Minister Narendra Modi on October 15 continued his public rallies in the state, and while addressing a public rally in Kurukshetra city, he took a pot shot at the Congress party over the Rafale planes by saying that the handing over of first Rafale fighter jet to India brought happiness to countrymen but Congress turned negative on it, "The main opposition party turns negative whenever the entire country is happy," PM said. "On Dussehra, 1st Rafale fighter jet was handed over to India in France. Didn't it bring happiness to you? We are proud and happy that our country is becoming stronger but I don't know why Congress turns negative whenever the entire country is happy," said PM Modi. Assembly elections will be held in Haryana and Maharashtra on October 21 and the results will be announced on October 24.

Last Updated : Oct 16, 2019, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.