দিল্লি, 11 মে : আজ সন্ধ্যা 6 টা থেকে শুরু হয় রেলের বুকিং প্রক্রিয়া । বুকিং করা যাচ্ছে IRCTC- র ওয়েবসাইট থেকে । সন্ধ্যায় বুকিং চালু হতেই, দশ মিনিটে শেষ হয়ে গেল আগামীকালেরহাওড়া-দিল্লি সব টিকিট । তবে 13, 14, 15, 16 ও 17 তারিখের টিকিট এখনও পাওয়া যাচ্ছে ।
এদিকে আজ সকাল থেকেই রেলের টিকিট বুকিং চাল হওয়ার কথা থাকলেই প্রযুক্তিগত গোলযোগের কারণে তা সম্ভব হয়নি । ভারতীয় রেলের তরফে এই অনিচ্ছাকৃত গোলযোগের জন্য ক্ষমাও চাওয়া হয় ।
গতকালই কেন্দ্রের তরফে 15 জোড়া বিশেষ ট্রেন চালু করার কথা ঘোষণা করা হয় । এই ট্রেনগুলিকে বিশেষ ট্রেন হিসেবে নিউ দিল্লি স্টেশন থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেনদরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মডগাও, মুম্বই সেন্ট্রাল, আমেদাবাদ ও জম্মু তাউই স্টেশন দিয়ে যাবে । আগামীকাল বিকেল চারটে থেকে বুকিং শুরু হবে । শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইটে (https://www.irctc.co.in/) এই বুকিং করা যাবে ।