ETV Bharat / bharat

INX দুর্নীতি মামলায় কোন পথে গ্রেপ্তার পি চিদম্বরম - Timeline

গ্রেপ্তার করা হল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে । কিন্তু কোন পথে তাঁকে গ্রেপ্তার করা হল ?

পি চিদম্বরম
author img

By

Published : Aug 21, 2019, 11:21 PM IST

Updated : Aug 21, 2019, 11:39 PM IST

দিল্লি, 21 অগাস্ট : INX মিডিয়া মামালায় পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছে CBI । অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে CBI । 2017 সালের মে মাসে একটি FIR দায়ের করা হয় । অভিযোগে বলা হয় ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার বিনিয়োগ পাওয়ার জন্য INX মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিল । তাতেই বেনিয়ম করা হয়েছে বলে অভিযোগ । যে সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় সেইসময়ে অর্থমন্ত্রীর আসনে ছিলেন পি চিদম্বরম । 2018 সালে একই অভিযোগ তুলে FIR দায়ের করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED) ।

একনজরে এই মামলা । কোনও পথে গ্রেপ্তার হলেন চিদম্বরম...

  • 2017 সাল :
  • মে 15 : CBI এই মামলায় FIR দায়ের করে ।
  • জুন 16 : ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে ।
  • অগাস্ট 10 : কার্তি চিদম্বরম সহ অন্য চারজনের বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিশ খারিজ করে মাদ্রাজ় হাইকোর্ট । আদালত জানায়, লুক আউট নোটিশ জারি করা ঠিক হয়নি ।
  • অগাস্ট 14 : সুপ্রিম কোর্ট মাদ্রাজ় হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় ।
  • অগাস্ট 18 : সুপ্রিম কোর্ট কার্তি চিদম্বরমকে 23 অগাস্টের মধ্যে CBI দপ্তরে হাজিরা দিতে বলে ।
  • সেপ্টেম্বর 11 : সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য জমা দেয় CBI । তাতে ছিল বেআইনি আর্থিক লেনদেন ও কার্তি চিদম্বরমের বিরুদ্ধে 25 টা বেআইনি সম্পত্তির উল্লেখ ।
  • সেপ্টেম্বর 22 : CBI সুপ্রিমকোর্টে জানায় কার্তি চিদম্বরমের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল । কারণ তাঁর বিদেশে থাকা কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছিলেন ।
  • অক্টোবর 9 : এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কার্তি চিদম্বরম । মেয়েকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভরতি করাতে ইংল্যান্ড যেতে চেয়েছিলেন তিনি । সুপ্রিম কোর্টে তিনি জানান, ইংল্যান্ডে গেলেও সেখানকার কোনও ব্যাঙ্কে তিনি যাবেন না । পি চিদম্বরম সুপ্রিম কোর্টে বলেন, কেন্দ্রীয় সরকার তাঁর ও তাঁর ছেলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে ।
  • নভেম্বর 20 : সুপ্রিমকোর্ট কার্তি চিদম্বরমের ইংল্যান্ড সফরে অনুমতি দেয় ।
  • ডিসেম্বর 8 : এয়ারটেল ম্যাক্সিস মামলায় CBI-র সমনের বিরুদ্ধ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কার্তি চিদম্বরম ।
  • 2018 সাল :
  • জানুয়ারি 31 : কার্তি চিদম্বরম ও চারজনের বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মাদ্রাজ় হাইকোর্টের উপরই দেয় সুপ্রিম কোর্ট ।
  • ফেব্রুয়ারি 16 : গ্রেপ্তার করা হয় কার্তি চিদম্বরমের সংস্থার চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এস ভাস্কারা রামনকে ।
  • ফেব্রুয়ারি 28 : চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কার্তি চিদম্বরমকে । তাঁকে দিল্লি নিয়ে আসা হয় । আদালত তাঁকে 1 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় ।
  • মার্চ 23 : 23 দিন জেলে থাকার পর কার্তি চিদম্বরম জামিনে মুক্ত হন ।
  • জুলাই 25 : দিল্লি হাইকোর্ট পি চিদম্বরমের গ্রেপ্তারির উপর আগাম রক্ষাকবচ দেয় ।
  • অক্টোবর 11 : স্পেন, ইংল্যান্ড ও দেশের বিভিন্ন জায়গা থেকে কার্তি চিদম্বরমের 54 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ।
  • 2019 সাল :
  • জুলাই 11 : এই মামলায় গ্রেপ্তার হওয়া ইন্দ্রাণী মুখার্জি রাজসাক্ষী হওয়ার কথা জানান । তিনি জানান, তাঁকে আদালতে পেশ করা হোক । বিচারকের সামনে বয়ান দেওয়ার শর্ত তিনি মেনে নেন ।
  • অগাস্ট 1 : দিল্লি জোর বাগের বাড়ি ছাড়ার নির্দেশ দেয় ED । কারণ ওই বাড়িটি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থাটি ।
  • অগাস্ট 20 : পি চিদম্বরমের গ্রেপ্তারির উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নেয় দিল্লি হাইকোর্ট । দিল্লি হাইকোর্টের নির্দেশ আসতেই পি চিদম্বরমের বাড়িতে পৌঁছায় CBI ও ED-র আধিকারিকরা । সেখানে তাঁকে পাওয়া যায়নি । রাতেই পি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে CBI ।
  • অগাস্ট 21 : রাত 8 টা নাগাদ কংগ্রেস সদর দপ্তরে পৌঁছান পি চিদম্বরম । সেখানে অভিষেক মনুসিংভি, গুলাম নবি আজ়াদ, কপিল সিব্বলের সঙ্গে তিনি সাংবাদিক বৈঠক করেন । সাংবাদিক বৈঠকের ছবি টিভিতে দেখেই সেখানে যান CBI ও ED-র আধিকারিকরা । যদিও চিদম্বরমের নাগাল পায়নি তাঁরা । কারণ তার আগেই কংগ্রেসের সদর দপ্তর ছাড়েন পি চিদম্বরম । এরপর CBI ও ED-র আধিকারিকরা পি চিদম্বরমের বাড়িতে আসেন । পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকেন । প্রায় ঘণ্টাখানেক নাটক চলার পর পি চিদম্বরমকে গ্রেপ্তার করে দিল্লির CBI দপ্তরে নিয়ে যাওয়া হয় । আগামীকাল তাঁকে কোর্টে তোলা হবে ।

দিল্লি, 21 অগাস্ট : INX মিডিয়া মামালায় পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছে CBI । অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে CBI । 2017 সালের মে মাসে একটি FIR দায়ের করা হয় । অভিযোগে বলা হয় ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার বিনিয়োগ পাওয়ার জন্য INX মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিল । তাতেই বেনিয়ম করা হয়েছে বলে অভিযোগ । যে সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় সেইসময়ে অর্থমন্ত্রীর আসনে ছিলেন পি চিদম্বরম । 2018 সালে একই অভিযোগ তুলে FIR দায়ের করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED) ।

একনজরে এই মামলা । কোনও পথে গ্রেপ্তার হলেন চিদম্বরম...

  • 2017 সাল :
  • মে 15 : CBI এই মামলায় FIR দায়ের করে ।
  • জুন 16 : ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে ।
  • অগাস্ট 10 : কার্তি চিদম্বরম সহ অন্য চারজনের বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিশ খারিজ করে মাদ্রাজ় হাইকোর্ট । আদালত জানায়, লুক আউট নোটিশ জারি করা ঠিক হয়নি ।
  • অগাস্ট 14 : সুপ্রিম কোর্ট মাদ্রাজ় হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় ।
  • অগাস্ট 18 : সুপ্রিম কোর্ট কার্তি চিদম্বরমকে 23 অগাস্টের মধ্যে CBI দপ্তরে হাজিরা দিতে বলে ।
  • সেপ্টেম্বর 11 : সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য জমা দেয় CBI । তাতে ছিল বেআইনি আর্থিক লেনদেন ও কার্তি চিদম্বরমের বিরুদ্ধে 25 টা বেআইনি সম্পত্তির উল্লেখ ।
  • সেপ্টেম্বর 22 : CBI সুপ্রিমকোর্টে জানায় কার্তি চিদম্বরমের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল । কারণ তাঁর বিদেশে থাকা কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছিলেন ।
  • অক্টোবর 9 : এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কার্তি চিদম্বরম । মেয়েকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভরতি করাতে ইংল্যান্ড যেতে চেয়েছিলেন তিনি । সুপ্রিম কোর্টে তিনি জানান, ইংল্যান্ডে গেলেও সেখানকার কোনও ব্যাঙ্কে তিনি যাবেন না । পি চিদম্বরম সুপ্রিম কোর্টে বলেন, কেন্দ্রীয় সরকার তাঁর ও তাঁর ছেলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে ।
  • নভেম্বর 20 : সুপ্রিমকোর্ট কার্তি চিদম্বরমের ইংল্যান্ড সফরে অনুমতি দেয় ।
  • ডিসেম্বর 8 : এয়ারটেল ম্যাক্সিস মামলায় CBI-র সমনের বিরুদ্ধ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কার্তি চিদম্বরম ।
  • 2018 সাল :
  • জানুয়ারি 31 : কার্তি চিদম্বরম ও চারজনের বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মাদ্রাজ় হাইকোর্টের উপরই দেয় সুপ্রিম কোর্ট ।
  • ফেব্রুয়ারি 16 : গ্রেপ্তার করা হয় কার্তি চিদম্বরমের সংস্থার চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এস ভাস্কারা রামনকে ।
  • ফেব্রুয়ারি 28 : চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কার্তি চিদম্বরমকে । তাঁকে দিল্লি নিয়ে আসা হয় । আদালত তাঁকে 1 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় ।
  • মার্চ 23 : 23 দিন জেলে থাকার পর কার্তি চিদম্বরম জামিনে মুক্ত হন ।
  • জুলাই 25 : দিল্লি হাইকোর্ট পি চিদম্বরমের গ্রেপ্তারির উপর আগাম রক্ষাকবচ দেয় ।
  • অক্টোবর 11 : স্পেন, ইংল্যান্ড ও দেশের বিভিন্ন জায়গা থেকে কার্তি চিদম্বরমের 54 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ।
  • 2019 সাল :
  • জুলাই 11 : এই মামলায় গ্রেপ্তার হওয়া ইন্দ্রাণী মুখার্জি রাজসাক্ষী হওয়ার কথা জানান । তিনি জানান, তাঁকে আদালতে পেশ করা হোক । বিচারকের সামনে বয়ান দেওয়ার শর্ত তিনি মেনে নেন ।
  • অগাস্ট 1 : দিল্লি জোর বাগের বাড়ি ছাড়ার নির্দেশ দেয় ED । কারণ ওই বাড়িটি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থাটি ।
  • অগাস্ট 20 : পি চিদম্বরমের গ্রেপ্তারির উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নেয় দিল্লি হাইকোর্ট । দিল্লি হাইকোর্টের নির্দেশ আসতেই পি চিদম্বরমের বাড়িতে পৌঁছায় CBI ও ED-র আধিকারিকরা । সেখানে তাঁকে পাওয়া যায়নি । রাতেই পি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে CBI ।
  • অগাস্ট 21 : রাত 8 টা নাগাদ কংগ্রেস সদর দপ্তরে পৌঁছান পি চিদম্বরম । সেখানে অভিষেক মনুসিংভি, গুলাম নবি আজ়াদ, কপিল সিব্বলের সঙ্গে তিনি সাংবাদিক বৈঠক করেন । সাংবাদিক বৈঠকের ছবি টিভিতে দেখেই সেখানে যান CBI ও ED-র আধিকারিকরা । যদিও চিদম্বরমের নাগাল পায়নি তাঁরা । কারণ তার আগেই কংগ্রেসের সদর দপ্তর ছাড়েন পি চিদম্বরম । এরপর CBI ও ED-র আধিকারিকরা পি চিদম্বরমের বাড়িতে আসেন । পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকেন । প্রায় ঘণ্টাখানেক নাটক চলার পর পি চিদম্বরমকে গ্রেপ্তার করে দিল্লির CBI দপ্তরে নিয়ে যাওয়া হয় । আগামীকাল তাঁকে কোর্টে তোলা হবে ।
RESTRICTIONS SUMMARY - AP CLIENTS ONLY
SHOTLIST:
GPO (GOVERNMENT PRESS OFFICE) - AP CLIENTS ONLY
Jerusalem - 21 August 2019
1. Israeli Prime Minister Benjamin Netanyahu welcoming Yoo Myung-hee, Minister for Trade of South Korea
2. SOUNDBITE (English) Benjamin Netanyahu, Israeli Prime Minister :
"We've had free trade agreements with other parts of the world, with the United States, with Europe and elsewhere but this is the first free trade agreement we have with an Asian economy, and what an economy, a global leader, a vibrant, advanced economy. Israel is a vibrant, advanced economy and I think our partnership will do tremendous good for both our economies. I'm sure it will multiply our trade which is already standing at $2.5 billion. It will grow a lot. And secondly I think that this will also offer for Israeli consumers decreased prices, removal of customs, for example from Korean cars, everybody drives Korean cars, and I think also the ability to have technological exchanges will give us great advantage for the future. So I want to say how delighted we all are, the people of Israel are delighted with this increased cooperation between our two countries. Welcome."
They shake hands
SOUNDBITE (English) Yoo Myung-hee, Minister for Trade of South Korea: ++AUDIO AS INCOMING++
"Thank you. First of all your excellency thank you for your warm hospitality extended to me and also my delegation. As you mentioned this is a very significant and historic agreement. Both countries, South Korea and Israel, we have a lot of similarities and also we have complimentary economic structure. Based on this FTA (Free Trade Agreement) I'm sure that it will further promote our trade and investment as well as further promote our technology cooperation."
++ENDS ON SOUNDBITE++
STORYLINE:
Israel and South Korea announced on Wednesday they have concluded negotiations on a free trade agreement.
Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister for Trade of South Korea Yoo Myung-hee met in Jerusalem to sign the free trade deal.
Netanyahu expressed his delight over securing what will be Israel's first free trade agreement with an Asian economy.
Suggesting that relations would go further than simply economic ties, Netanyahu said the people of Israel were delighted by the prospect of increased cooperation between the two countries.
Myung-hee also spoke of the FTA (Free Trade Agreement) being an opportunity to further the trade and investment prospects of both countries.
According to Israel's economy ministry, in 2018, trade between the two countries amounted to approximately $2.5 billion, an almost 15% increase on 2017.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Aug 21, 2019, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.