ETV Bharat / bharat

এবার ED-র হাতে গ্রেপ্তার চিদম্বরম - INX মিডিয়া মামলায় চিদম্বরমকে গ্রেপ্তার

INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার ED-র ৷

চিদম্বরম
author img

By

Published : Oct 16, 2019, 12:34 PM IST

Updated : Oct 16, 2019, 1:38 PM IST

দিল্লি, 16 অক্টোবর : INX মিডিয়া মামলায় আরও বিপাকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ তিহার জেলে ঘণ্টা দুয়েক জেরার পর তাঁকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷

INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেপ্তারি ও তাঁর হেপাজতের আবেদন জানিয়ে আদালতে গেছিল ED ৷ তাদের দুটি বিকল্প দেয় দিল্লির বিশেষ আদালত ৷ একটি হল - আদালত চত্বরে চিদম্বরমকে 30 মিনিট জেরা করা যাবে ৷ তারপর প্রাক্তন অর্থমন্ত্রীর হেপাজতের আবেদন জানাতে হবে ৷ না হলে তিহার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে ৷ দ্বিতীয় বিকল্পটি বেছে নেয় ED ৷ তবে চিদম্বরমের গ্রেপ্তারির উপর কোনও রক্ষাকবচ দেয়নি আদালত ৷

এরপর আজ সকাল সাড়ে 8টায় তিহার জেলে যায় তিন সদস্যের একটি ED দল ৷ সেখানে ঘণ্টাদুয়েক ধরে চলে জেরা পর্ব ৷ পরে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তবে তিহার জেল থেকে চিদম্বরমকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আদালতে আবেদন জানাতে হবে ED-কে ৷ সেজন্য খুব শীঘ্রই আদালতে যাবে তদন্তকারী সংস্থা ৷ জেরার সময় জেল চত্বরে ছিলেন চিদম্বরমের স্ত্রী নলিনী ও ছেলে কার্তি ৷ পরে কার্তি বলেন, "বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ তিনি ভালো মনে রয়েছেন ৷ রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এসব প্রক্রিয়াগত খেলা চলছে ৷ এটা ফালতু তদন্ত ৷ "

দিল্লি, 16 অক্টোবর : INX মিডিয়া মামলায় আরও বিপাকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ তিহার জেলে ঘণ্টা দুয়েক জেরার পর তাঁকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷

INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেপ্তারি ও তাঁর হেপাজতের আবেদন জানিয়ে আদালতে গেছিল ED ৷ তাদের দুটি বিকল্প দেয় দিল্লির বিশেষ আদালত ৷ একটি হল - আদালত চত্বরে চিদম্বরমকে 30 মিনিট জেরা করা যাবে ৷ তারপর প্রাক্তন অর্থমন্ত্রীর হেপাজতের আবেদন জানাতে হবে ৷ না হলে তিহার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে ৷ দ্বিতীয় বিকল্পটি বেছে নেয় ED ৷ তবে চিদম্বরমের গ্রেপ্তারির উপর কোনও রক্ষাকবচ দেয়নি আদালত ৷

এরপর আজ সকাল সাড়ে 8টায় তিহার জেলে যায় তিন সদস্যের একটি ED দল ৷ সেখানে ঘণ্টাদুয়েক ধরে চলে জেরা পর্ব ৷ পরে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তবে তিহার জেল থেকে চিদম্বরমকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আদালতে আবেদন জানাতে হবে ED-কে ৷ সেজন্য খুব শীঘ্রই আদালতে যাবে তদন্তকারী সংস্থা ৷ জেরার সময় জেল চত্বরে ছিলেন চিদম্বরমের স্ত্রী নলিনী ও ছেলে কার্তি ৷ পরে কার্তি বলেন, "বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ তিনি ভালো মনে রয়েছেন ৷ রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এসব প্রক্রিয়াগত খেলা চলছে ৷ এটা ফালতু তদন্ত ৷ "

New Delhi, Oct 16 (ANI): The Enforcement Directorate (ED) officials reached Tihar Jail to interrogate Congress leader P Chidambaram on October 16. Yesterday, a special court had allowed three ED officials to interrogate P Chidambaram in INX media money laundering case. Currently, he is in judicial custody in Tihar Jail and case is probed by CBI. Meanwhile, his son Karti Chidambaram and wife Nalini Chidambaram also reached Tihar Jail. INX Media case refers to an ongoing high-profile money laundering investigation in India and involves allegation of irregularities in foreign exchange clearances given to INX Media group.
Last Updated : Oct 16, 2019, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.