দিল্লি, 16 অক্টোবর : INX মিডিয়া মামলায় আরও বিপাকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ তিহার জেলে ঘণ্টা দুয়েক জেরার পর তাঁকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷
INX মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেপ্তারি ও তাঁর হেপাজতের আবেদন জানিয়ে আদালতে গেছিল ED ৷ তাদের দুটি বিকল্প দেয় দিল্লির বিশেষ আদালত ৷ একটি হল - আদালত চত্বরে চিদম্বরমকে 30 মিনিট জেরা করা যাবে ৷ তারপর প্রাক্তন অর্থমন্ত্রীর হেপাজতের আবেদন জানাতে হবে ৷ না হলে তিহার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে ৷ দ্বিতীয় বিকল্পটি বেছে নেয় ED ৷ তবে চিদম্বরমের গ্রেপ্তারির উপর কোনও রক্ষাকবচ দেয়নি আদালত ৷
এরপর আজ সকাল সাড়ে 8টায় তিহার জেলে যায় তিন সদস্যের একটি ED দল ৷ সেখানে ঘণ্টাদুয়েক ধরে চলে জেরা পর্ব ৷ পরে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তবে তিহার জেল থেকে চিদম্বরমকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আদালতে আবেদন জানাতে হবে ED-কে ৷ সেজন্য খুব শীঘ্রই আদালতে যাবে তদন্তকারী সংস্থা ৷ জেরার সময় জেল চত্বরে ছিলেন চিদম্বরমের স্ত্রী নলিনী ও ছেলে কার্তি ৷ পরে কার্তি বলেন, "বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ তিনি ভালো মনে রয়েছেন ৷ রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এসব প্রক্রিয়াগত খেলা চলছে ৷ এটা ফালতু তদন্ত ৷ "