ভারতীয় নৌসেনার দ্বিতীয় স্করপেন গোত্রের ডুবোজাহাজ INS খান্ডারি (S৫১) । মুম্বইয়ের মাজাগাঁও বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে এই ডিজ়েল-ইলেকট্রিক আক্রমণকারী ডুবোজাহাজটিকে 2017 সালের ডিসেম্বর মাসে জলে নামানো হয় । তারপর থেকেই শুরু INS খান্ডেরি নামে এই আক্রমণকারী ডুবোজাহাজের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা ।
টর্পেডো এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম এই ডুবোজাহাজ । তৎকালীন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এবং নৌসেনার প্রধান অ্যাডমাইরাল সুনীল লানবার উপস্থিতিতে INS খান্ডেরি আনুষ্ঠানিকভাবে জলে নেমেছে ।
জলের তলায় নিঃশব্দে যাতায়াত করতে পারে এই ডুবোজাহাজ ৷ জলের তলায় বা ভাসমান অবস্থা উভয় জায়গাতেই টর্পেডো বা জাহজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম খান্ডেরি ৷ গুপ্তচরবৃত্তি, জলের তলায় মাইন পাতা বা বিধ্বংসী যু্দ্ধ করতে পারে এই ডুবো জাহাজ ৷
ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে মোট ছ’টি স্করপেন ক্লাস ডুবোজাহাজ তৈরি করছে ভারত । মোট খরচ 300 কোটি ডলার । 2017 সালের শেষের দিকে এই ডুবোজাহাজ সম্পূর্ণরূপে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হয় ৷