ETV Bharat / bharat

নিঃশব্দে ভারত মহাসাগরে সুরক্ষার অন্যতম অস্ত্র INS চক্র - অস্ত্র

জলের তলায় দেশের সুরক্ষাক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র ৷

নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র
নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র
author img

By

Published : Jul 15, 2020, 7:01 AM IST

পরমাণু অস্ত্র বহনে সক্ষম, কাজে অত্যাধুনিক ভারতের নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র ৷ 2012 সালে অ্যাকুলা শ্রেণির এই নারপা সাবমেরিন রাশিয়ার কাছে থেকে 10 বছরের লিজ়ে নিয়েছিল ভারত ৷ ভারত মহাসাগরে দেশের সুরক্ষার অন্যতম অস্ত্র INS চক্র ৷

INS চক্র কী ?

রাশিয়ায় তৈরি এই সাবমেরিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পুর্নর্নিমিত হওয়ার পরই ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয় ৷

আর পাঁচটা ভারতীয় সাবমেরিনের মতো ঘনঘন চার্জের প্রয়োজন লাগে না চক্রের ৷

অ্যাকুলা ক্লাসের এই সাবমেরিন প্রচলিত অস্ত্র বহন করতে পারে ৷ জলযানটি চারটি 533 মিমি টর্পোডো টিউব ও চারটি 650 মিমি টর্পেডো টিউব দিয়ে সজ্জিত ৷ সাধারণত ভারত মহাসাগরে শত্রুপক্ষের জাহাজকে চিহ্নিত করে তা ধ্বংস করাই কাজ চক্রের ৷

জলের 600 মিটার গভীরে যেতে সক্ষম INS চক্র ৷ পরমাণু অস্ত্র বহনকারী এই ডুবোজাহাজের গতিবেগ 30 নট ৷ প্রচলিত সাবমেরিনের থেকে দ্বিগুণ গতিসম্পন্ন ৷

নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র
নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র

INS চক্র হল শব্দবিহীন সাবমেরিন ৷ যার নয়েজ লেভেল শূন্য ৷

অত্যাধুনিক এই সাবমেরিন অপারেটিংয়ের জন্য মোট 80 জন দক্ষ ক্রু মেম্বারের প্রয়োজন ৷ তার মধ্যে 40 জন থাকেন নৌ বাহিনীর অফিসার ৷ বাকি 40 জন নাবিক ৷

INS চক্রের পুরো ক্রু মেম্বারদের বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয় ৷ সাওনা, জিমন্যাসিয়াম ও চিত্ত বিনোদনের জন্য আলাাদভাবে বিশাল এরিয়া রয়েছে ৷

নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র
নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র

ভারতীয় নৌবাহিনীতে INS চক্রের ভূমিকা?

চক্রের মতো পরমাণু অস্ত্র বহনকারী সাবমেরিনগুলির প্রাথমিক কাজ হল শত্রুপক্ষের পরমাণু শক্তিধর মিজ়াইল সাবমেরিনগুলিকে খুঁজে বের করে ধ্বংস করা ৷ সাবমেরিনের জগতের অন্যতম ভয়ঙ্কর ডুবোজাহাজ শত্রুপক্ষের সাবমেরিন ও ক্রুজ মিসাইল সাবমেরিনগুলিকে আক্রমণ করতে পারে ৷

চক্রতে রয়েছে 190 MW OK-650M প্রেসারাইজ়ড ওয়াটার নিউক্লিয়ার রিয়্যাক্টর ৷

43,000 স্টিম টারবাইন

এর 2 অক্সিলিয়ারি ইলেকট্রিক ইঞ্জিনের ক্ষমতা 410 হর্সপাওয়ার ৷

2 অক্সিলিয়ারি ডিজ়েল ইঞ্জিনের ক্ষমতা 750 হর্সপাওয়ার ৷

পুরো ক্রু সমেত 100 দিন জলের নিচে থাকতে পারে INS চক্র ৷

পরমাণু অস্ত্র বহনে সক্ষম, কাজে অত্যাধুনিক ভারতের নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র ৷ 2012 সালে অ্যাকুলা শ্রেণির এই নারপা সাবমেরিন রাশিয়ার কাছে থেকে 10 বছরের লিজ়ে নিয়েছিল ভারত ৷ ভারত মহাসাগরে দেশের সুরক্ষার অন্যতম অস্ত্র INS চক্র ৷

INS চক্র কী ?

রাশিয়ায় তৈরি এই সাবমেরিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পুর্নর্নিমিত হওয়ার পরই ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয় ৷

আর পাঁচটা ভারতীয় সাবমেরিনের মতো ঘনঘন চার্জের প্রয়োজন লাগে না চক্রের ৷

অ্যাকুলা ক্লাসের এই সাবমেরিন প্রচলিত অস্ত্র বহন করতে পারে ৷ জলযানটি চারটি 533 মিমি টর্পোডো টিউব ও চারটি 650 মিমি টর্পেডো টিউব দিয়ে সজ্জিত ৷ সাধারণত ভারত মহাসাগরে শত্রুপক্ষের জাহাজকে চিহ্নিত করে তা ধ্বংস করাই কাজ চক্রের ৷

জলের 600 মিটার গভীরে যেতে সক্ষম INS চক্র ৷ পরমাণু অস্ত্র বহনকারী এই ডুবোজাহাজের গতিবেগ 30 নট ৷ প্রচলিত সাবমেরিনের থেকে দ্বিগুণ গতিসম্পন্ন ৷

নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র
নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র

INS চক্র হল শব্দবিহীন সাবমেরিন ৷ যার নয়েজ লেভেল শূন্য ৷

অত্যাধুনিক এই সাবমেরিন অপারেটিংয়ের জন্য মোট 80 জন দক্ষ ক্রু মেম্বারের প্রয়োজন ৷ তার মধ্যে 40 জন থাকেন নৌ বাহিনীর অফিসার ৷ বাকি 40 জন নাবিক ৷

INS চক্রের পুরো ক্রু মেম্বারদের বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয় ৷ সাওনা, জিমন্যাসিয়াম ও চিত্ত বিনোদনের জন্য আলাাদভাবে বিশাল এরিয়া রয়েছে ৷

নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র
নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র

ভারতীয় নৌবাহিনীতে INS চক্রের ভূমিকা?

চক্রের মতো পরমাণু অস্ত্র বহনকারী সাবমেরিনগুলির প্রাথমিক কাজ হল শত্রুপক্ষের পরমাণু শক্তিধর মিজ়াইল সাবমেরিনগুলিকে খুঁজে বের করে ধ্বংস করা ৷ সাবমেরিনের জগতের অন্যতম ভয়ঙ্কর ডুবোজাহাজ শত্রুপক্ষের সাবমেরিন ও ক্রুজ মিসাইল সাবমেরিনগুলিকে আক্রমণ করতে পারে ৷

চক্রতে রয়েছে 190 MW OK-650M প্রেসারাইজ়ড ওয়াটার নিউক্লিয়ার রিয়্যাক্টর ৷

43,000 স্টিম টারবাইন

এর 2 অক্সিলিয়ারি ইলেকট্রিক ইঞ্জিনের ক্ষমতা 410 হর্সপাওয়ার ৷

2 অক্সিলিয়ারি ডিজ়েল ইঞ্জিনের ক্ষমতা 750 হর্সপাওয়ার ৷

পুরো ক্রু সমেত 100 দিন জলের নিচে থাকতে পারে INS চক্র ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.