ETV Bharat / bharat

"অন্যায় করছে উত্তরপ্রদেশ সরকার", কোটা থেকে ছাত্র ফেরানো নিয়ে বললেন নীতীশ - nitish kumar on up sending buses for students amid lockdown

কোটায় পড়তে গিয়ে এই মুহূর্তে উত্তরপ্রদেশের বহু ছাত্র আটকে পড়েছে। তাদের বাড়ি ফেরাতে 300টি বাসের ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ সরকার । ইতিমধ্য়ে কয়েকটি বাস কোটায় পৌঁছে গেছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 17, 2020, 9:15 PM IST

লখনউ, 17 এপ্রিল : রাজস্থানের কোটায় আটকে থাকা ছাত্রদের ফেরাতে উত্তরপ্রদেশ থেকে 300টি বাস পাঠানো হচ্ছে । এরপরই এই ইশুতে সরব হন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তিনি বলেন, "এই পরিস্থিতিতে যখন কোরোনা সংক্রমণ দিন দিন আরও বাড়ছে, লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে তখন এই ধরনের পদক্ষেপ অন্যায় । এটি লকডাউন বিরুদ্ধ কাজ ।"

রাজাস্থানের কোটায় একাধিক কোচিং ক্লাস রয়েছে । যেখানে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের পড়াশোনা হয় । প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা হয় । কিন্তু লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় আপাতত সেখানেই আটকে পড়েছে তারা । এই পরিস্থিতিতে, ছাত্রদের রাজস্থান থেকে ফেরাতে ঝাঁসি ও আগরা থেকে মোট 300টি বাস পাঠাচ্ছে উত্তরপ্রদেশ সরকার । এনিয়ে আজ উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার । তিনি বলেন, "উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ লকডাউনের যাবতীয় উদ্দেশ্যকে ব্যর্থ করবে । যেভাবে লকচাউনের মাঝে বাস পাঠানো হচ্ছে, তা অন্যায় ।"

ইতিমধ্যেই এনিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠিও পাঠিয়েছে বিহার সরকার । রাজ্যের মুখ্যসচিব দীপক কুমার বলেন, "এভাবে বাস পাঠানো মানে একটি 'প্যান্ডোরার বাক্স' খুলে দেওয়া । ছাত্রদের সুবিধা দেওয়া হলে ভিনরাজ্যের শ্রমিকরাও দাবি জানাবেন। বিক্ষোভ দেখাবেন । তখন তাঁদের কোন যুক্তিতে আটকানো হবে ? এত সংখ্যক ছাত্র ফিরে এলে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে ।"

প্রসঙ্গত ইতিমধ্যেই অনেক বাস কোটায় পৌঁছেছে । আগ্রার এক প্রশাসনিক আধিকারিক বলেন, "কোটায় আটকে থাকা ছাত্রদের ফেরাতে বাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা খাবার, জলের বোতল, মাস্ক, স্যানিটাইজ়ার সব পাঠাচ্ছি । প্রতিটি বাসে মোট 25 জন করে ফিরবে ।"

লখনউ, 17 এপ্রিল : রাজস্থানের কোটায় আটকে থাকা ছাত্রদের ফেরাতে উত্তরপ্রদেশ থেকে 300টি বাস পাঠানো হচ্ছে । এরপরই এই ইশুতে সরব হন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তিনি বলেন, "এই পরিস্থিতিতে যখন কোরোনা সংক্রমণ দিন দিন আরও বাড়ছে, লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে তখন এই ধরনের পদক্ষেপ অন্যায় । এটি লকডাউন বিরুদ্ধ কাজ ।"

রাজাস্থানের কোটায় একাধিক কোচিং ক্লাস রয়েছে । যেখানে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের পড়াশোনা হয় । প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা হয় । কিন্তু লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় আপাতত সেখানেই আটকে পড়েছে তারা । এই পরিস্থিতিতে, ছাত্রদের রাজস্থান থেকে ফেরাতে ঝাঁসি ও আগরা থেকে মোট 300টি বাস পাঠাচ্ছে উত্তরপ্রদেশ সরকার । এনিয়ে আজ উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার । তিনি বলেন, "উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ লকডাউনের যাবতীয় উদ্দেশ্যকে ব্যর্থ করবে । যেভাবে লকচাউনের মাঝে বাস পাঠানো হচ্ছে, তা অন্যায় ।"

ইতিমধ্যেই এনিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠিও পাঠিয়েছে বিহার সরকার । রাজ্যের মুখ্যসচিব দীপক কুমার বলেন, "এভাবে বাস পাঠানো মানে একটি 'প্যান্ডোরার বাক্স' খুলে দেওয়া । ছাত্রদের সুবিধা দেওয়া হলে ভিনরাজ্যের শ্রমিকরাও দাবি জানাবেন। বিক্ষোভ দেখাবেন । তখন তাঁদের কোন যুক্তিতে আটকানো হবে ? এত সংখ্যক ছাত্র ফিরে এলে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে ।"

প্রসঙ্গত ইতিমধ্যেই অনেক বাস কোটায় পৌঁছেছে । আগ্রার এক প্রশাসনিক আধিকারিক বলেন, "কোটায় আটকে থাকা ছাত্রদের ফেরাতে বাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা খাবার, জলের বোতল, মাস্ক, স্যানিটাইজ়ার সব পাঠাচ্ছি । প্রতিটি বাসে মোট 25 জন করে ফিরবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.