দিল্লি, 24 এপ্রিল : কোরোনা সংক্রমণের সময় দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সকল সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বর্ধিত মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।
তিনি টুইটে লেখেন, "অমানবিক ও অসংবেদনশীল সিদ্ধান্ত ।" সঙ্গে মনে করিয়ে দেন, বুলেট ট্রেন প্রকল্প ও কেন্দ্রের ভিস্তা বিউটিফিকেশন প্রকল্প স্থগিত রেখে সরকার কোটি কোটি টাকা সঞ্চয় করতে পারে ।
আজ সন্ধেয় তিনি টুইটারে লেখেন, "কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী ও জওয়ান যাঁরা মানুষের জন্য কোরোনার বিরুদ্ধে লড়ছেন, তাঁদের DA বন্ধ করা সরকারের একটি অমানবিক ও অসংবেদনশীল সিদ্ধান্ত । এর বদলে কোটি কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্প ও কেন্দ্রীয় ভিস্তা বিউটিফিকেশন প্রকল্প স্থগিত রাখা উচিত ছিল ।"
গতকাল প্রত্যেক সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার । গতকাল একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের তরফে বলা হয়, এর ফলে 2020-21 ও 2021-22 অর্থবর্ষে 37 হাজার 350 কোটি টাকা সঞ্চয় হবে । একই পদক্ষেপের ফলে রাজ্যগুলিতে 82 হাজার 566 কোটি টাকা সঞ্চয় করা যাবে । যার ফলে মিলিত সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে 1.20 লাখ কোটি টাকা ।