পটনা, 27 মে : স্টেশনে মৃত মা । চাদর টেনে বার বার তাঁকে ডেকে চলেছে দুধের শিশু । বিহারের মুজফ্ফরপুর স্টেশনের এই ভিডিয়ো ইতিমধ্য়েই সাড়া ফেলেছে । অনেকেই প্রশাসনের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতেই নতুন তথ্য় উঠে এল । আজ প্রেস ইনফরমেশন বিওরো (PIB), বিহারের তরফে টুইট করে জানানো হয়, খিদে বা তৃষ্ণার জেরে ওই যুবতির মৃত্য়ু হয়নি । তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । যে খবর ছড়ানো হয়েছে তা ভুল ও বিভ্রান্তিজনক ।
আজ বিহারের মুজফ্ফরপুর স্টেশনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । দেখা যাচ্ছে, উসকো-খুসকো চুলের এক দুধের শিশু তার স্টেশনে শুয়ে থাকা মায়ের চাদর টেনে চলেছে । মা, মা বলে ডাকছে । তার বিশ্বাস মা ঘুম থেকে উঠবে । কিন্তু তার মা আসলে মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে সহযাত্রী ও স্টেশন চত্বরের একাংশের তরফে জানা যায়, শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি। বিহারের মুজফ্ফরপুর স্টেশনে নামার পর গরম, খিদে আর তৃষ্ণার জেরে প্রাণ হারিয়েছেন । তারপর থেকে স্টেশনেই পড়ে রয়েছেন । পরে এক নাবালক এসে ওই শিশুকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় । এরপরই অনেকে বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের অব্যবস্থা নিয়ে সরব হন । স্থানীয় প্রশাসন ও সরকারের কড়া সমালোচনা করেন ।
কিন্তু এই খবর সম্পূর্ণ মিথ্য়া বলে জানিয়ে দিল PIB বিহার । আজ এক টুইট বার্তায় PIB-র তরফে বলা হয়, "এই খবর ভুল ও বিভ্রান্তিজনক । ভিডিয়োতে দেখানোর চেষ্টা করা হচ্ছে, মুজফ্ফর স্টেশনে খিদে ও তেষ্টায় মৃত্য়ু হয়েছে যুবতির । কিন্তু তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । সেকথা তাঁর পরিবারের তরফে জানা গেছে।"
-
#दावा: वायरल वीडियो में मुजफ्फरपुर स्टेशन पर एक महिला की भूख-प्यास से हुई मौत को दिखाया जा रहा है#factcheck: गलत और भ्रामक है। महिला के पहले से ही बीमार होने की पुष्टि उसके परिवार ने की है। pic.twitter.com/XIsP9c8Esm
— PIB In Bihar 🇮🇳#stayhome#staysafe (@PIB_Patna) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#दावा: वायरल वीडियो में मुजफ्फरपुर स्टेशन पर एक महिला की भूख-प्यास से हुई मौत को दिखाया जा रहा है#factcheck: गलत और भ्रामक है। महिला के पहले से ही बीमार होने की पुष्टि उसके परिवार ने की है। pic.twitter.com/XIsP9c8Esm
— PIB In Bihar 🇮🇳#stayhome#staysafe (@PIB_Patna) May 27, 2020#दावा: वायरल वीडियो में मुजफ्फरपुर स्टेशन पर एक महिला की भूख-प्यास से हुई मौत को दिखाया जा रहा है#factcheck: गलत और भ्रामक है। महिला के पहले से ही बीमार होने की पुष्टि उसके परिवार ने की है। pic.twitter.com/XIsP9c8Esm
— PIB In Bihar 🇮🇳#stayhome#staysafe (@PIB_Patna) May 27, 2020
PIB বিহারের তরফে আরও জানানো হয়েছে, 23 মে আহমেদাবাদের কাটিহার থেকে ট্রেনে চড়েছিলেন যুবতি । 25 মে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারই মুজফ্ফরপুর স্টেশনে মৃতদেহ নামিয়েছিল ।