দিল্লি, 16 জুন : দেশে ক্রমশ বাড়ছে কোরোনা সংক্রমণ । এর সঙ্গে বেড়েছে কোরোনা পরীক্ষার হারও । এখন দেশে প্রতিদিন তিন লাখ কোরোনা পরীক্ষা সম্ভব বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ।
স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানান, "কোরোনা সংক্রমিতের চিহ্নিতকরণে পরীক্ষার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । বর্তমানে দেশে প্রতিদিন তিন লাখ পরীক্ষা করার ক্ষমতা রয়েছে । যদিও এখনও তা সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়নি। "
গত 24 ঘন্টায় মোট 1 লাখ 54 হাজার 935টি নমুনা পরীক্ষা করা হয়েছে । যা মিলিয়ে সারা দেশে এখনও পর্যন্ত মোট 59 লাখ 21 হাজার 69টি নমুনা পরীক্ষা করা হয়েছে । স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ু, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলাঙ্গানা, কর্নাটক ও মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে যথাসাধ্য কম খরচে গুরুতর কোরোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে । এই বিষয়ে তারা জানিয়েছে, "কোরোনা আক্রান্ত রোগীদের কম খরচে, দ্রুত এবং উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রাজ্যগুলিকে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত হতে অনুরোধ করা হয়েছে। "
পরীক্ষার সংখ্যার পাশাপাশি ল্যাবের সংখ্যাও বেড়েছে । বর্তমানে দেশের মোট 907টি ল্যাবরেটরিতে কোরোনা সংক্রমণ নির্ধারণের জন্য নমুনা পরীক্ষা করা হচ্ছে। দিল্লির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 11টি জেলায় নির্দিষ্ট ল্যাব থাকবে নমুনা পরীক্ষার জন্য । বর্তমানে দিল্লিতে মোট 42টি ল্যাব রয়েছে যেখানে প্রতিদিন 1 লাখ 7 হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব ।
সোমবার স্বাস্থ্যমন্ত্রকের এক নির্দেশিকায় কনটেনমেন্ট জ়োন এবং হাসপাতালে কড়া নজরদারিতে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেওয়া হয়। দেশে বর্তমানে অ্যান্টিজেন টেস্ট কিট উৎপাদনের ক্ষমতা প্রতিমাসে প্রায় 10 মিলিয়ন।