হায়দরাবাদ, ১ এপ্রিল : কুয়েতে বচসার জেরে কুপিয়ে খুন করা হল তেলাঙ্গানার এক যুবককে। তাঁর বাড়ি তেলাঙ্গানার জাগতিয়াল জেলায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। অভিযুক্তও একজন ভারতীয় বলে জানা গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কুয়েতের ইশবিলিয়া এলাকায় একটি ঘরে ওই তিন যুবকের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা বাধে। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, তখনই ছুরি দিয়ে বাকি দু'জনকে আঘাত করেন এক যুবক। তাঁদের চিৎকার শুনে নিরাপত্তারক্ষী ও একজন প্যারামেডিকাল কর্মী ঘটনাস্থানে যান।
ঘটনাস্থানে পৌঁছে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে ফারওয়ানিয়া হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।