ETV Bharat / bharat

জঙ্গি নিধনে সেনার হাতে আসছে AK-203 কার্বাইন রোল - assault rifle

AK-203-র আধুনিকতম সংস্করণ কারবাইন রোল আনতে চলেছে ভারতীয় সেনা। কাশ্মীর উপত্যকায় যেসব জওয়ানদের মোতায়েন করা হয়, তাঁদের জন্যই অ্যাসল্ট রাইফেলের এই আধুনিকতম সংস্করণ বলে জানা গেছে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 7, 2019, 11:23 PM IST

দিল্লি, 7 এপ্রিল : জম্মু ও কাশ্মীরে জঙ্গি নিধনে AK-203-র আধুনিকতম সংস্করণ কারবাইন রোল আনতে চলছে ভারতীয় সেনা। উপত্যকায় যেসব জওয়ানদের মোতায়েন করা হয়, তাঁদের জন্যই অ্যাসল্ট রাইফেলের এই আধুনিকতম সংস্করণ বলে জানা গেছে।

আমেথির করওয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে AK-203 রাইফেলের আধুনিক সংস্করণ তৈরি হবে। গত 3 এপ্রিল এই প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে এই অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করবে ভারত।

কী এই কার্বাইন রোল ?

এগুলি রাইফেলের ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ রাইফেলের ব্যারেল যতটা সম্ভব ছোটো হবে। পাশাপাশি বাঁটও থাকে না। যার ফলে খুব সহজেই রাইফেলটি পোশাকের মধ্যে লুকিয়ে রাখা যায়।

সেনার এক আধিকারিক বলেন, "আমরা AK-203 রাইফেলের কার্বাইন রোল তৈরি করার চেষ্টায় রয়েছি। এখানে রাইফেলের বাঁটটি তুলে দেওয়া হবে। প্রয়োজনে রাইফেলটিকে আরও উন্নত করা হবে।"

দিল্লি, 7 এপ্রিল : জম্মু ও কাশ্মীরে জঙ্গি নিধনে AK-203-র আধুনিকতম সংস্করণ কারবাইন রোল আনতে চলছে ভারতীয় সেনা। উপত্যকায় যেসব জওয়ানদের মোতায়েন করা হয়, তাঁদের জন্যই অ্যাসল্ট রাইফেলের এই আধুনিকতম সংস্করণ বলে জানা গেছে।

আমেথির করওয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে AK-203 রাইফেলের আধুনিক সংস্করণ তৈরি হবে। গত 3 এপ্রিল এই প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে এই অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করবে ভারত।

কী এই কার্বাইন রোল ?

এগুলি রাইফেলের ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ রাইফেলের ব্যারেল যতটা সম্ভব ছোটো হবে। পাশাপাশি বাঁটও থাকে না। যার ফলে খুব সহজেই রাইফেলটি পোশাকের মধ্যে লুকিয়ে রাখা যায়।

সেনার এক আধিকারিক বলেন, "আমরা AK-203 রাইফেলের কার্বাইন রোল তৈরি করার চেষ্টায় রয়েছি। এখানে রাইফেলের বাঁটটি তুলে দেওয়া হবে। প্রয়োজনে রাইফেলটিকে আরও উন্নত করা হবে।"

Patna (Bihar), Apr 07 (ANI): Rajendra Institute of Medical Sciences (RIMS) in Ranchi denied entry of Rashtriya Janata Dal (RJD) leader Tejashwi Yadav when he went to meet RJD chief Lalu Prasad Yadav on Saturday. Speaking to ANI on the matter, Tejashwi Yadav said, "I was in Ranchi yesterday and wasn't allowed to meet my father. I kept waiting till the morning, I don't know the reason but as per the jail manual, family members can meet if superintendent wants. A son was not allowed to meet his ailing father."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.