ETV Bharat / bharat

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সীমান্তে শহিদ 2 জওয়ানের

author img

By

Published : Oct 2, 2020, 7:57 PM IST

বৃহস্পতিবার সকালে নওগাম সেক্টরে আচমকাই গুলি ছোড়ে পাকিস্তানের সেনা । পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরাও । পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন দুই জওয়ান ।

Jammu Kashmir
Jammu Kashmir

শ্রীনগর, 2 অক্টোবর : পাকিস্তানি সেনার গুলিতে শহিদ দুই জওয়ানের শেষকৃত্য সম্পন্ন । বৃহস্পতিবার পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন কুলদীপ সিং (37) ও শুভম শর্মা (22) । আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয় । সেনার এক আধিকারিক বলেন, "শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার সময় মানসিক ও শারীরিকভাবে দারুণ শক্তি দেখিয়েছেন তাঁরা । পূর্ণ সম্মানের সঙ্গে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । "

বৃহস্পতিবার সকালে নওগাম সেক্টরে আচমকাই গুলি ছোড়ে পাকিস্তানের সেনারা । পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরাও । পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন দুই জওয়ান । শুক্রবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয় । পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয় ।

2002 সালের 26 অগাস্ট সেনায় যোগ দিয়েছিলেন কুলদীপ সিং । বাড়ি পঞ্জাবের রাজু দেয়াখারি গ্রামে । বাড়িতে স্ত্রী, এক কন্যা সন্তান ও পুত্র সন্তান রয়েছে ।

2016 সালের 17 সেপ্টেম্বর সেনায় যোগ দিয়েছিলেন শুভম শর্মা । জম্মুর শাখিয়ান চকের বাসিন্দা তিনি ।

শ্রীনগর, 2 অক্টোবর : পাকিস্তানি সেনার গুলিতে শহিদ দুই জওয়ানের শেষকৃত্য সম্পন্ন । বৃহস্পতিবার পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন কুলদীপ সিং (37) ও শুভম শর্মা (22) । আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয় । সেনার এক আধিকারিক বলেন, "শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার সময় মানসিক ও শারীরিকভাবে দারুণ শক্তি দেখিয়েছেন তাঁরা । পূর্ণ সম্মানের সঙ্গে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । "

বৃহস্পতিবার সকালে নওগাম সেক্টরে আচমকাই গুলি ছোড়ে পাকিস্তানের সেনারা । পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরাও । পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন দুই জওয়ান । শুক্রবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয় । পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয় ।

2002 সালের 26 অগাস্ট সেনায় যোগ দিয়েছিলেন কুলদীপ সিং । বাড়ি পঞ্জাবের রাজু দেয়াখারি গ্রামে । বাড়িতে স্ত্রী, এক কন্যা সন্তান ও পুত্র সন্তান রয়েছে ।

2016 সালের 17 সেপ্টেম্বর সেনায় যোগ দিয়েছিলেন শুভম শর্মা । জম্মুর শাখিয়ান চকের বাসিন্দা তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.