ETV Bharat / bharat

কোরোনায় সুস্থতার হারে প্রথমে ভারত - Recovered COVID cases

হপকিন্স ইউনিভার্সিটি বিশ্বব্যাপী কোরোনার পরিসংখ্যান করে দেখেছে সুস্থতায় ভারত প্রথম । দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, সুস্থ হয়েছেন 37 লাখ 23 হাজার 206 জন । এবং তৃতীয় স্থানে রয়েছেন USA, সুস্থ হয়েছে 24 লাখ 51 হাজার 406 জন ।

Corona news
Corona news
author img

By

Published : Sep 14, 2020, 5:42 PM IST

দিল্লি, 14 সেপ্টেম্বর : কোরোনার আতঙ্ক দিন দিন বাড়ছে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার । ভারতে কোরোনায় সুস্থ হয়েছেন 37 লাখ 80 হাজার 107 জন । এর ফল স্বরূপ, সুস্থতার নিরীখে ব্রাজিলকে পিছনে ফেলে প্রথম স্থান করে নিয়েছে ভারত । বলছে হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান ।

তথ্যানুযায়ী, বিশ্বে কোরোনায় 1 কোটি 96 লাখ 25 হাজার 959 জন সুস্থ হয়েছেন । যেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 90 লাখ ছয় হাজার 33 জন । মোট মৃতের সংখ্যা নয় লাখ 24 হাজার 105 জন ।

হপকিন্স ইউনিভার্সিটি বিশ্বব্যাপী কোরোনার পরিসংখ্যান করে দেখেছে সুস্থতায় ভারত প্রথম । দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, সুস্থ হয়েছে 37 লাখ 23 হাজার 206 জন । এবং তৃতীয় স্থানে রয়েছে USA, সুস্থ হয়েছে 24 লাখ 51 হাজার 406 জন ।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভারত সুস্থতার হার 78 শতাংশ ছুঁয়েছে । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 77 হাজার 512 জন । এই নিয়ে মোট সুস্থ হয়েছে 37 লাখ 80 হাজার 107 জন । দিন দিন বাড়ছে সুস্থ ও আক্রান্ত সংখ্যার ব্যবধান । যার পরিমাণ প্রায় 28 লাখ (27,93,509) ।

বর্তমানে দেশে কোরোনার মোট চিকিৎসাধীন নয় লাখ 86 হাজার 598 জন । যেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 48 লাখ 46 হাজার 427 জন ।

দিল্লি, 14 সেপ্টেম্বর : কোরোনার আতঙ্ক দিন দিন বাড়ছে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার । ভারতে কোরোনায় সুস্থ হয়েছেন 37 লাখ 80 হাজার 107 জন । এর ফল স্বরূপ, সুস্থতার নিরীখে ব্রাজিলকে পিছনে ফেলে প্রথম স্থান করে নিয়েছে ভারত । বলছে হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান ।

তথ্যানুযায়ী, বিশ্বে কোরোনায় 1 কোটি 96 লাখ 25 হাজার 959 জন সুস্থ হয়েছেন । যেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 90 লাখ ছয় হাজার 33 জন । মোট মৃতের সংখ্যা নয় লাখ 24 হাজার 105 জন ।

হপকিন্স ইউনিভার্সিটি বিশ্বব্যাপী কোরোনার পরিসংখ্যান করে দেখেছে সুস্থতায় ভারত প্রথম । দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, সুস্থ হয়েছে 37 লাখ 23 হাজার 206 জন । এবং তৃতীয় স্থানে রয়েছে USA, সুস্থ হয়েছে 24 লাখ 51 হাজার 406 জন ।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভারত সুস্থতার হার 78 শতাংশ ছুঁয়েছে । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 77 হাজার 512 জন । এই নিয়ে মোট সুস্থ হয়েছে 37 লাখ 80 হাজার 107 জন । দিন দিন বাড়ছে সুস্থ ও আক্রান্ত সংখ্যার ব্যবধান । যার পরিমাণ প্রায় 28 লাখ (27,93,509) ।

বর্তমানে দেশে কোরোনার মোট চিকিৎসাধীন নয় লাখ 86 হাজার 598 জন । যেখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 48 লাখ 46 হাজার 427 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.