দিল্লি, 19 ফেব্রুয়ারি : ইউহানে আটকে রয়েছে আরও 100-রও বেশি ভারতীয় । তাদের দেশে ফিরিয়ে আনতে আগামীকাল সেনার পণ্যবাহী বিমান C-17 পাঠানো হচ্ছে। একইসঙ্গে চিনের কোরোনায় আক্রান্তদের জন্য চিকিৎসার সরঞ্জাম পাঠানো হচ্ছে ।
ভারতীয় বায়ুসেনার সবথেকে বড় মিলিটারি বিমান C-17 । যে কোনও আবহাওয়ায় বিশাল মাত্রায় যুদ্ধের সরঞ্জাম, সেনাবাহিনী এবং সাহায্যের সামগ্রী নিয়ে যে কোনও দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই বিমান । PTI সূত্রে খবর, চিনের হাতে তুলে দেওয়ার জন্য বিশাল পরিমাণ চিকিৎসার সরঞ্জাম এই বিমানে নিয়ে যাওয়া হবে ।
640 জন ভারতীয়কে ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার দুটি বিমানে ইউহান থেকে ফিরিয়ে আনা হয়েছে । কিন্তু অনুমান করা হচ্ছে, এখনও 100-র বেশি ভারতীয় সেখানে রয়েছে । যাদের মধ্যে অনেকেই ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে । শুধু ভারত নয়, নিজেদের নাগরিকদের চিন থেকে ফিরিয়ে এনেছে অনেক দেশই । একইসঙ্গে চিনে নাগরিকদের যাতায়াত এবং পণ্যের আমদানি-রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে কয়েকটি দেশ ।
ইউহানে যে সমস্ত ভারতীয় আটকে রয়েছে তাদের সঙ্গে দূতাবাস যোগাযোগ করেছে ৷ জানা গেছে, যারা ফিরতে ইচ্ছুক তাদের কালই ফিরিয়ে আনা হবে ৷
চাইনিজ় অ্যাম্বাসাডর সান উইডং একটি সাংবাদিক বৈঠকে বলেন, "ইউহানে ভারতীয়দের মধ্যে কোরোনা সংক্রমণ হয়নি । চিন কর্তৃপক্ষ তাদের যত্ন নিচ্ছে ।" একইসঙ্গে চিনের সঙ্গে সংহতি বজায় রাখা ও পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করার জন্য তৎপরতা দেখানোয় ভারতের প্রশংসা করেন সান ।
চলতি মাসের প্রথম সপ্তাহে চিনের মানুষকে সাহায্য করার জন্য ওষুধের পাশাপাশি চিকিৎসার সরঞ্জাম পাঠানোর কথা ঘোষণা করেছিল ভারত । এই মাসের প্রথম দিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চিঠিতে চিনের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী মোদি ।