ETV Bharat / bharat

কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি লেবার পার্টির, তুলোধনা বিদেশমন্ত্রকের - লেবার পার্টি

জম্মু ও কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করে প্রস্তাব পাশ লেবার পার্টি ৷ তারপরই তাদের তুলোধনা করল বিদেশমন্ত্রক ৷

রবীশ কুমার
author img

By

Published : Sep 26, 2019, 3:41 AM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর : কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রস্তাব পাশ করেছিল ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি ৷ এই প্রস্তাবের তীব্র নিন্দা করল বিদেশমন্ত্রক ৷ সাউথ ব্লক থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য এই কাজ করা হয়েছে ৷

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তান জলঘোলা করার চেষ্টা করলেও ব্রিটেন সরকার জানিয়ে দেয়, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু ৷ তা নিয়ে নাক গলাবে লন্ডন ৷ কিন্তু, গতকাল সেদেশের বিরোধী লেবার পার্টির বার্ষিক সম্মেলনে কাশ্মীর নিয়ে একটি জরুরি প্রস্তাব পাশ হয় ৷ সেখানে দলের নেতা জেরেমি করবাইনের কাছে আর্জি জানানো হয়, কাশ্মীরে যেন একজন আন্তর্জাতিক পর্যবেক্ষক যান ৷ পাশাপাশি, 370 ধারা প্রত্যাহার নিয়ে কাশ্মীরবাসীদের নিজস্ব মতামত জানানোর অধিকার দাবি করা হয় ৷ তার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল দিল্লিকে ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এটিকে হাতিয়ার করার চেষ্টা করবে বলে ধারণা ছিল কূটনৈতিকদের একাংশ ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

তার আগেই অবশ্য তৎপর হয় বিদেশমন্ত্রক ৷ মুখপাত্র রবীশ কুমার গতকাল বলেন, "ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীর নিয়ে 25 সেপ্টেম্বর লেবার পার্টির সম্মেলনে যে আলোচনা হয়েছে, তা জেনেছে (ভারত) সরকার ৷ এই অনুষ্ঠানের ভিত্তিহীন অবস্থানের নিন্দা করছি আমরা ৷ " বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, "পরিষ্কারভাবে ভোট ব্যাঙ্কের স্বার্থের জন্য এই চেষ্টা ৷ এই ইশুতে লেবার পার্টি বা তার কোনও প্রতিনিধির সঙ্গে আলোচনা করার প্রশ্নই নেই ৷ "

এই সংক্রান্ত আরও খবর : সংবিধানে মেনেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত : রাশিয়া

দিল্লি, 26 সেপ্টেম্বর : কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রস্তাব পাশ করেছিল ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি ৷ এই প্রস্তাবের তীব্র নিন্দা করল বিদেশমন্ত্রক ৷ সাউথ ব্লক থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য এই কাজ করা হয়েছে ৷

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তান জলঘোলা করার চেষ্টা করলেও ব্রিটেন সরকার জানিয়ে দেয়, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু ৷ তা নিয়ে নাক গলাবে লন্ডন ৷ কিন্তু, গতকাল সেদেশের বিরোধী লেবার পার্টির বার্ষিক সম্মেলনে কাশ্মীর নিয়ে একটি জরুরি প্রস্তাব পাশ হয় ৷ সেখানে দলের নেতা জেরেমি করবাইনের কাছে আর্জি জানানো হয়, কাশ্মীরে যেন একজন আন্তর্জাতিক পর্যবেক্ষক যান ৷ পাশাপাশি, 370 ধারা প্রত্যাহার নিয়ে কাশ্মীরবাসীদের নিজস্ব মতামত জানানোর অধিকার দাবি করা হয় ৷ তার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল দিল্লিকে ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এটিকে হাতিয়ার করার চেষ্টা করবে বলে ধারণা ছিল কূটনৈতিকদের একাংশ ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

তার আগেই অবশ্য তৎপর হয় বিদেশমন্ত্রক ৷ মুখপাত্র রবীশ কুমার গতকাল বলেন, "ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীর নিয়ে 25 সেপ্টেম্বর লেবার পার্টির সম্মেলনে যে আলোচনা হয়েছে, তা জেনেছে (ভারত) সরকার ৷ এই অনুষ্ঠানের ভিত্তিহীন অবস্থানের নিন্দা করছি আমরা ৷ " বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, "পরিষ্কারভাবে ভোট ব্যাঙ্কের স্বার্থের জন্য এই চেষ্টা ৷ এই ইশুতে লেবার পার্টি বা তার কোনও প্রতিনিধির সঙ্গে আলোচনা করার প্রশ্নই নেই ৷ "

এই সংক্রান্ত আরও খবর : সংবিধানে মেনেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত : রাশিয়া

New York (USA), Sep 26 (ANI): Prime Minister Narendra Modi today held meeting with top American CEOs in New York to bolster ties with businesses and attract investment in India. The meeting was held after PM Modi's meeting with business tycoon Michael Bloomberg. CEOs appreciated Prime Minister's approach towards boosting business in India. "It was an excellent meeting with Prime Minister Narendra Modi. The PM laid out the growth opportunity in India. It was a very good meeting," said Deloitte Global CEO Punit Renjen. MetLife CEO Michel Khalaf said, "His willingness to listen to various perspectives and to take them into consideration as he formulates policies for his govt as he goes forward is very encouraging." Prime Minister also addressed the gathering at Bloomberg Business Forum 2019. Indian Prime Minister is on a week-long visit to the US.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.