দিল্লি, 26 সেপ্টেম্বর : কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রস্তাব পাশ করেছিল ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি ৷ এই প্রস্তাবের তীব্র নিন্দা করল বিদেশমন্ত্রক ৷ সাউথ ব্লক থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য এই কাজ করা হয়েছে ৷
5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তান জলঘোলা করার চেষ্টা করলেও ব্রিটেন সরকার জানিয়ে দেয়, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু ৷ তা নিয়ে নাক গলাবে লন্ডন ৷ কিন্তু, গতকাল সেদেশের বিরোধী লেবার পার্টির বার্ষিক সম্মেলনে কাশ্মীর নিয়ে একটি জরুরি প্রস্তাব পাশ হয় ৷ সেখানে দলের নেতা জেরেমি করবাইনের কাছে আর্জি জানানো হয়, কাশ্মীরে যেন একজন আন্তর্জাতিক পর্যবেক্ষক যান ৷ পাশাপাশি, 370 ধারা প্রত্যাহার নিয়ে কাশ্মীরবাসীদের নিজস্ব মতামত জানানোর অধিকার দাবি করা হয় ৷ তার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল দিল্লিকে ৷ আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এটিকে হাতিয়ার করার চেষ্টা করবে বলে ধারণা ছিল কূটনৈতিকদের একাংশ ৷
এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা
তার আগেই অবশ্য তৎপর হয় বিদেশমন্ত্রক ৷ মুখপাত্র রবীশ কুমার গতকাল বলেন, "ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীর নিয়ে 25 সেপ্টেম্বর লেবার পার্টির সম্মেলনে যে আলোচনা হয়েছে, তা জেনেছে (ভারত) সরকার ৷ এই অনুষ্ঠানের ভিত্তিহীন অবস্থানের নিন্দা করছি আমরা ৷ " বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, "পরিষ্কারভাবে ভোট ব্যাঙ্কের স্বার্থের জন্য এই চেষ্টা ৷ এই ইশুতে লেবার পার্টি বা তার কোনও প্রতিনিধির সঙ্গে আলোচনা করার প্রশ্নই নেই ৷ "
এই সংক্রান্ত আরও খবর : সংবিধানে মেনেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত : রাশিয়া