ETV Bharat / bharat

চিনের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে দ্রুত উন্নয়নশীল দেশ ভারত

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, আর্থিক দিক থেকে বিশ্বে দ্রুত উন্নয়নশীল দেশ ভারত ৷ 2020 অর্থবর্ষের মধ্যে উন্নয়নের হার 7.3 শতাংশকে স্পর্শ করবে ৷

ছবি
author img

By

Published : Oct 15, 2019, 10:49 PM IST

Updated : Oct 16, 2019, 3:24 AM IST

নিউইয়র্ক, 15 অক্টোবর : নোট বাতিলের কট্টর সমালোচক ছিলেন তিনি ৷ নোবেলজয়ের পর সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন ভারতের অর্থিক গতিপ্রকৃতি নিয়ে ৷ কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমীক্ষা রিপোর্ট নিঃসন্দেহে হাসি ফোটাবে নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে ৷ যে রিপোর্টে মোটা হরফে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে আর্থিক দিক থেকে বিশ্বে দ্রুত উন্নয়নশীল দেশ ভারত ৷ চিনের সঙ্গে টক্কর দিয়ে এই উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন মোদি-নির্মলা সীতারমনরা ৷

বিতর্কটা শুরু হয়েছিল সপ্তাহ খানেক আগে ৷ যখন এক রিপোর্টে ভারতের আর্থিক সমৃদ্ধির মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল ৷ পাশাপাশি চূড়ান্ত দারিদ্রতা, বেকারত্ব দেশকে আষ্টেপিষ্টে বাঁধতে চলেছে বলেও অর্থনীতিবিদরা সতর্ক করেছিলেন ৷ যখন নোটবাতিল করে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই অর্মত্য সেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের সমালোচনার তির ছুটে এসেছিল তাঁর দিকে ৷ সন্দেহ নেই আজ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের রিপোর্ট দেশের অর্থনীতির এক অন্য দিককে তুলে ধরল ৷

কী রয়েছে রিপোর্টে :

সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2020 অর্থবর্ষের মধ্যে উন্নয়নের হার 7.3 শতাংশকে স্পর্শ করবে ৷ এ বছর জুলাই থেকে এপ্রিল মাসে উন্নয়নের গতি তীব্র হারে বাড়বে বলে উল্লেখ করা হয়েছে ৷ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়েছে, এবছর যেখানে 3 শতাংশ হারে উন্নয়নের গতি ছিল আগামী বছর তা বেশ কিছুটা বাড়বে ৷

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ষান্মাসিকে অর্থনীতির পাশাপাশি স্বাস্থ্য এবং নন-ব্যাঙ্কিং সেক্টরগুলিও লাভের মুখ দেখবে ৷ একইসঙ্গে দাবি করা হয়েছে, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রেও বিপুল সাফল্যের সম্ভাবনা রয়েছে এই সময় ৷

ভারতে যেখানে বিপুল সম্ভাবনা দেখা গেছে, সেখানে চিনের দৃশ্য অনেকটাই আলাদা ৷ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত নিবন্ধে দাবি করা হয়েছে, আগামী বছর বিপুল হারে কমতে চলেছে চিনের আর্থিক উন্নয়নের গতি ৷ হিসেবটা 5.8 শতাংশের কাছাকাছি থাকবে ৷

নিউইয়র্ক, 15 অক্টোবর : নোট বাতিলের কট্টর সমালোচক ছিলেন তিনি ৷ নোবেলজয়ের পর সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন ভারতের অর্থিক গতিপ্রকৃতি নিয়ে ৷ কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সমীক্ষা রিপোর্ট নিঃসন্দেহে হাসি ফোটাবে নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে ৷ যে রিপোর্টে মোটা হরফে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে আর্থিক দিক থেকে বিশ্বে দ্রুত উন্নয়নশীল দেশ ভারত ৷ চিনের সঙ্গে টক্কর দিয়ে এই উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন মোদি-নির্মলা সীতারমনরা ৷

বিতর্কটা শুরু হয়েছিল সপ্তাহ খানেক আগে ৷ যখন এক রিপোর্টে ভারতের আর্থিক সমৃদ্ধির মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল ৷ পাশাপাশি চূড়ান্ত দারিদ্রতা, বেকারত্ব দেশকে আষ্টেপিষ্টে বাঁধতে চলেছে বলেও অর্থনীতিবিদরা সতর্ক করেছিলেন ৷ যখন নোটবাতিল করে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই অর্মত্য সেন, বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের সমালোচনার তির ছুটে এসেছিল তাঁর দিকে ৷ সন্দেহ নেই আজ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের রিপোর্ট দেশের অর্থনীতির এক অন্য দিককে তুলে ধরল ৷

কী রয়েছে রিপোর্টে :

সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2020 অর্থবর্ষের মধ্যে উন্নয়নের হার 7.3 শতাংশকে স্পর্শ করবে ৷ এ বছর জুলাই থেকে এপ্রিল মাসে উন্নয়নের গতি তীব্র হারে বাড়বে বলে উল্লেখ করা হয়েছে ৷ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়েছে, এবছর যেখানে 3 শতাংশ হারে উন্নয়নের গতি ছিল আগামী বছর তা বেশ কিছুটা বাড়বে ৷

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ষান্মাসিকে অর্থনীতির পাশাপাশি স্বাস্থ্য এবং নন-ব্যাঙ্কিং সেক্টরগুলিও লাভের মুখ দেখবে ৷ একইসঙ্গে দাবি করা হয়েছে, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রেও বিপুল সাফল্যের সম্ভাবনা রয়েছে এই সময় ৷

ভারতে যেখানে বিপুল সম্ভাবনা দেখা গেছে, সেখানে চিনের দৃশ্য অনেকটাই আলাদা ৷ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত নিবন্ধে দাবি করা হয়েছে, আগামী বছর বিপুল হারে কমতে চলেছে চিনের আর্থিক উন্নয়নের গতি ৷ হিসেবটা 5.8 শতাংশের কাছাকাছি থাকবে ৷

Kolkata, Oct 15 (ANI): Sourav Ganguly, who is all set to become the President of the Board of Control for Cricket in India (BCCI), on October 15 said, "I get an opportunity when it's a tough situation and it gives me a tremendous amount of confidence. BCCI have faith in me and in my abilities. I will work with the best I have known." Ganguly, however, will be able to serve as BCCI President only until September 2020. He has been holding posts in the Cricket Association of Bengal (CAB) for the past five years where he currently serves as President. An administrator can only serve six years on the trot.

Last Updated : Oct 16, 2019, 3:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.