ETV Bharat / bharat

মালদ্বীপের আবেদনে সাড়া, রুবেলার প্রতিষেধক পাঠাল ভারত - মউ

মালদ্বীপ সরকারের আবেদনে সাড়া দিয়ে ভারত হাম এবং রুবেলা প্রতিষেধক হিসেবে 30 হাজার ডোজ় সাহায্য পাঠাল । ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এই 30 হাজার ভ্যাকসিন পাঠানো হয়েছে । মালদ্বীর সরকারের আবেদনের মাত্র তিন দিনের মধ্যে এই সাহায্য সে দেশের রাজধানীতে পাঠায় ভারত সরকার ।

India-maldive
ভারত-মালদ্বীপ
author img

By

Published : Jan 24, 2020, 2:31 PM IST

Updated : Jan 24, 2020, 4:21 PM IST

মালদ্বীপ সরকারের আবেদনে সাড়া দিয়ে ভারত হাম এবং রুবেলা প্রতিষেধক হিসেবে 30 হাজার ডোজ় সাহায্য পাঠাল। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এই 30 হাজার ভ্যাকসিন পাঠানো হয়েছে । মালদ্বীপ সরকারের আবেদনের মাত্র তিন দিনের মধ্যে এই সাহায্য সে দেশের রাজধানীতে পাঠায় ভারত সরকার । মালদ্বীপে ক্রমেই ভয়াবহ আকার নিয়েছে হাম এবং রুবেলা । দ্রুত তা মহামারির আকার নিচ্ছে । গত সপ্তাহে চারজনের শরীরের রুবেলার জীবানু পাওয়া গিয়েছে । পরিস্থিতির গুরুত্ব বিচার করে মালদ্বীপ প্রশাসন ডেনমার্ক এবং UNICEF-এর কাছে সাহায্য প্রার্থনা করেছিল । যাই হোক, ভারতের কাছে সাহায্য চাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে সরকার ।

মালদ্বীপের অনুরোধে সাড়া দিয়ে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিল দিল্লি । রাজধানী মালেতে গত বুধবার এই প্রতিষেধকগুলি সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের হাতে তুলে দেন মালদ্বীপে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর । ভারতের এই সাহায্য নিঃসন্দেহে দুই দেশের কূটনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে । দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম হাতিয়ার স্বাস্থ্য পরিষেবা । এমন একটি অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দিল্লি অতি সক্রিয়তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য । প্রতিবেশি বন্ধু দেশ হিসেবে ভারতের এই ভূমিকা এবং প্রথম দেশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অবশ্যই অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । প্রতিষেধক তুলে দেওয়ার পর ভারতের রাষ্ট্রদূতের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সাহায্যের জন্য যে কোনও সাহায্য করতে প্রস্তুত দিল্লি । 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদ্বীপ সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা সংক্রান্ত একটি মউ স্বাক্ষরিক হয় । সেই মউ অনুসারে ঠিক হয়েছিল, মালদ্বীপের চিকিৎসা পরিষেবা উন্নয়নের জন্য সব রকম সাহায্য করবে দিল্লি । প্রয়োজনে চিকিত্সকদের

প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে । হাসপাতাল তৈরি, ওষুধ-প্রতিষেধক দিয়ে ভারত যথাসম্ভব মালদ্বীপের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় । ভারতের আর্থিক সহায়তায় সে দেশে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে । আবার টাটা মেমোরিয়াল ক্যানসার সেন্টার 100 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল তৈরির কাজ শুরু করেছে । এ ভাবে একাধিক ক্ষেত্রে মালদ্বীপকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত । বহু বছর ধরেই ভারত-মালদ্বীপের মধ্যে সম্পর্ক । মাঝে কিছুটা সময় অল্প ভাঁটা পড়লেও প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির সময় থেকে ফের তা নতুন ভাবে গড়ে উঠতে শুরু করেছে । এটা প্রথমবার নয়, যখন মানবিকতার নিরিখে ভারত মালদ্বীপের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল । এর আগে 2015 সালেও এই ছবি দেখা গিয়েছিল । সে সময় রাজধানী মালেতে জল সরবরাহের প্রধান কেন্দ্র RO প্ল্যান্ট বিকল হয়ে গিয়েছিল । এক ভয়ঙ্কর জল সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল । সে সময় সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দিল্লি ৷

জরুরিভিত্তিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দিল্লি । সুনামির ধাক্কা যখন মালদ্বীপের উপর এসে পড়েছিল, তখনই ভারত সবার আগে পাশে দাঁড়িয়েছিল । আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মালদ্বীপ প্রশাসনের দিকে । 1988 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির আমলে সামরিক দিক থেকেই ভারত পাশে দাঁড়িয়েছিল মালদ্বীপের । উন্নত-প্রযুক্তির যুদ্ধ বিমান দিয়ে সাহায্যও করেছিল ।

মালদ্বীপ সরকারের আবেদনে সাড়া দিয়ে ভারত হাম এবং রুবেলা প্রতিষেধক হিসেবে 30 হাজার ডোজ় সাহায্য পাঠাল। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এই 30 হাজার ভ্যাকসিন পাঠানো হয়েছে । মালদ্বীপ সরকারের আবেদনের মাত্র তিন দিনের মধ্যে এই সাহায্য সে দেশের রাজধানীতে পাঠায় ভারত সরকার । মালদ্বীপে ক্রমেই ভয়াবহ আকার নিয়েছে হাম এবং রুবেলা । দ্রুত তা মহামারির আকার নিচ্ছে । গত সপ্তাহে চারজনের শরীরের রুবেলার জীবানু পাওয়া গিয়েছে । পরিস্থিতির গুরুত্ব বিচার করে মালদ্বীপ প্রশাসন ডেনমার্ক এবং UNICEF-এর কাছে সাহায্য প্রার্থনা করেছিল । যাই হোক, ভারতের কাছে সাহায্য চাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে সরকার ।

মালদ্বীপের অনুরোধে সাড়া দিয়ে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিল দিল্লি । রাজধানী মালেতে গত বুধবার এই প্রতিষেধকগুলি সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের হাতে তুলে দেন মালদ্বীপে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর । ভারতের এই সাহায্য নিঃসন্দেহে দুই দেশের কূটনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে । দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম হাতিয়ার স্বাস্থ্য পরিষেবা । এমন একটি অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দিল্লি অতি সক্রিয়তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য । প্রতিবেশি বন্ধু দেশ হিসেবে ভারতের এই ভূমিকা এবং প্রথম দেশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অবশ্যই অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । প্রতিষেধক তুলে দেওয়ার পর ভারতের রাষ্ট্রদূতের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সাহায্যের জন্য যে কোনও সাহায্য করতে প্রস্তুত দিল্লি । 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদ্বীপ সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা সংক্রান্ত একটি মউ স্বাক্ষরিক হয় । সেই মউ অনুসারে ঠিক হয়েছিল, মালদ্বীপের চিকিৎসা পরিষেবা উন্নয়নের জন্য সব রকম সাহায্য করবে দিল্লি । প্রয়োজনে চিকিত্সকদের

প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে । হাসপাতাল তৈরি, ওষুধ-প্রতিষেধক দিয়ে ভারত যথাসম্ভব মালদ্বীপের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় । ভারতের আর্থিক সহায়তায় সে দেশে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে । আবার টাটা মেমোরিয়াল ক্যানসার সেন্টার 100 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল তৈরির কাজ শুরু করেছে । এ ভাবে একাধিক ক্ষেত্রে মালদ্বীপকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত । বহু বছর ধরেই ভারত-মালদ্বীপের মধ্যে সম্পর্ক । মাঝে কিছুটা সময় অল্প ভাঁটা পড়লেও প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির সময় থেকে ফের তা নতুন ভাবে গড়ে উঠতে শুরু করেছে । এটা প্রথমবার নয়, যখন মানবিকতার নিরিখে ভারত মালদ্বীপের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল । এর আগে 2015 সালেও এই ছবি দেখা গিয়েছিল । সে সময় রাজধানী মালেতে জল সরবরাহের প্রধান কেন্দ্র RO প্ল্যান্ট বিকল হয়ে গিয়েছিল । এক ভয়ঙ্কর জল সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল । সে সময় সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দিল্লি ৷

জরুরিভিত্তিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দিল্লি । সুনামির ধাক্কা যখন মালদ্বীপের উপর এসে পড়েছিল, তখনই ভারত সবার আগে পাশে দাঁড়িয়েছিল । আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মালদ্বীপ প্রশাসনের দিকে । 1988 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির আমলে সামরিক দিক থেকেই ভারত পাশে দাঁড়িয়েছিল মালদ্বীপের । উন্নত-প্রযুক্তির যুদ্ধ বিমান দিয়ে সাহায্যও করেছিল ।

New Delhi, Jan 24(ANI): Following the footsteps of Facebook, Twitter has added new emoji reactions for Direct Messages, including text and media attachments. Clicking the reaction button that appears when you hover over the message on the web or double-tapping on mobile will show you a pop-up to select an emoji from, the official blog explains. You can undo a reaction and it will be removed from the message for all participants. Any time a new reaction is added to a message, all participants will receive a notification. Those on the older version of the app will see reactions displayed as text-based messages.
Last Updated : Jan 24, 2020, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.