দিল্লি , 11 জুন : দেশে ক্রমশ জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের সংখ্যা ৷ প্রতিদিনই সংক্রমণের নিরিখে সর্বোচ্চ পরিসংখ্যান ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিত হয়েছেন 9 হাজার 996 জন । এই নিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2 লাখ 86 হাজার 579 জন । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে , গতকাল একদিনে আক্রান্ত হয়েছিলেন 9985 জন ।
-
52,13,140 samples tested till 11th June, 9 AM. 1,51,808 samples tested in last 24 hours: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/OBtOBol3l1
— ANI (@ANI) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">52,13,140 samples tested till 11th June, 9 AM. 1,51,808 samples tested in last 24 hours: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/OBtOBol3l1
— ANI (@ANI) June 11, 202052,13,140 samples tested till 11th June, 9 AM. 1,51,808 samples tested in last 24 hours: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/OBtOBol3l1
— ANI (@ANI) June 11, 2020
মঙ্গলবারের নিরিখে গতকাল মৃত্যুর সংখ্যা কমলেও আজ আবার বাড়ল মৃত্যুর সংখ্যা । গত 24 ঘণ্টায় মারা গেছেন 357 জন । গতকাল সেই সংখ্যাটা ছিল 279 । কোরোনার মারণ থাবায় এই পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 8 হাজার 102 জনের ।
দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 1 লাখ 37 হাজার 848 । সুস্থ হয়ে উঠেছেন 1 লাখ 41 হাজার 29 জন । ICMR-এর তথ্য অনুযায়ী , আজ সকাল টা পর্যন্ত মোট 52 লাখ 13 হাজার 140 গুলি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । গত 24 ঘণ্টায় 1 লাখ 51 হাজার 808 গুলি স্যাম্পেল টেস্টের জন্য পাঠানো হয়েছে ৷
-
India reports the highest single-day spike of 9996 new #COVID19 cases & 357 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 286579, including 137448 active cases, 141029 cured/discharged/migrated and 8102 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/L985uo6o9V
— ANI (@ANI) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India reports the highest single-day spike of 9996 new #COVID19 cases & 357 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 286579, including 137448 active cases, 141029 cured/discharged/migrated and 8102 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/L985uo6o9V
— ANI (@ANI) June 11, 2020India reports the highest single-day spike of 9996 new #COVID19 cases & 357 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 286579, including 137448 active cases, 141029 cured/discharged/migrated and 8102 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/L985uo6o9V
— ANI (@ANI) June 11, 2020
দেশে সবথেকে বেশি কোরোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে । সংখ্যাটা 94 হাজার 41 জন । গত সোমবারই কোরোনা আক্রান্তের নিরিখে চিনকে পিছনে ফেলে দিয়েছিল মহারাষ্ট্র । এরপর গতকাল কোরোনা আক্রান্তের নিরিখে মুম্বই ছাপিয়ে গেছিল উহানকে ।