দিল্লি, 8 নভেম্বর : কালাপানি ইশুতে নেপালের সব অভিযোগ উড়িয়ে দিল ভারত ৷ বিদেশমন্ত্রক নেপালের দাবি উড়িয়ে আজ জানাল, এবিষয়ে সম্পূর্ণ ভুল বিবৃতি প্রকাশ করা হচ্ছে এবং নেপাল কালাপানি নিয়ে যে মন্তব্য করেছে তা সঠিক নয় ৷ রবিবার ভূ-স্বর্গের নতুন মানচিত্র প্রকাশ করেছিল দিল্লি ৷ সেই মানচিত্র ঘিরেই যাবতীয় বিতর্ক ৷
নয়া দুই কেন্দ্র শাসিত অঞ্চল চিহ্নিত করে মানচিত্র প্রকাশ করা হয়েছিল ৷ গত 5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর এই মানচিত্র প্রকাশ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ ৷ কাঠমান্ডুর দাবি, তাদের অধিকৃত এলাকাকে মানচিত্রে নিজেদের এলাকা বলে চিহ্নিত করেছে দিল্লি ৷ যেখানে ভারত সীমান্তের শেষ দেখানো হয়েছে, দুই দেশের বিরাজমান এলাকা কালাপানিকে ৷ এই কালাপানি নিয়েই বেশ কয়েকবছর ধরে বিতর্ক এবং এখানে গত 50 বছরের বেশি সময় ধরে সেনা মোতায়েন রেখেছে দিল্লি ৷ রবিবার মানচিত্র প্রকাশের পরই মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করে কাঠমান্ডু ৷ এক বিবৃতি দিয়ে নেপাল জানায়, কালাপানি তাদের অংশ ৷ নেপাল সরকার এখানকার নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ দুই বন্ধুভাবাপন্ন রাষ্ট্রের মধ্যে সীমান্ত সম্পর্কিত যেকোনও ইশু উপযুক্ত তথ্য প্রমাণের মাধ্যমে কূটনৈতিকভাবে সমাধান করা উচিত ৷ একই সঙ্গে নেপাল দাবি করেছিল, কোনও একতরফা সিদ্ধান্ত তারা মেনে নেবে না ৷
সেই বিবৃতির প্রেক্ষিতেই আজ দিল্লি তাদের মন্তব্য প্রকাশ করল এবং জানিয়ে দিল এমন কোনও অভিযোগ সঠিক নয় ৷ পাশাপাশি, নতুন মানচিত্রে নেপালের এলাকা নিজেদের বলে চালানোর কোনও অভিপ্রায় দিল্লির নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "আমরা দুই প্রতিবেশী ৷ আমাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ, দ্বিপাক্ষিক, কূটনৈতিক সম্পর্ক রয়েছে ৷" কালাপানি লিপুলেক সীমান্ত এলাকা ৷ এই ম্যাপটি জমি জরিপ সংক্রান্ত বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে ৷
বিদেশমন্ত্রকের তরফে আজ কোনও দেশের নাম না করে বা নির্দিষ্ট কোনও দেশকে আক্রমণ না করে মন্তব্য করা হয়েছে, বৃহত্তর স্বার্থের জন্য যেকোনও পদক্ষেপ করতে ভারত প্রস্তুত ৷ রবীশ কুমার বলেন, "একই সঙ্গে প্রতিবেশী দুই দেশ একইরকম সমস্যায় রয়েছে ৷ আমাদের দুই প্রতিবেশী দেশের দুই প্রতিবেশী নানা ক্ষেত্রে সমস্যা তৈরি করছে ৷"
রবিবার প্রকাশিত বিদেশমন্ত্রকের নতুন মানচিত্র ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কাঠমান্ডু ৷ নেপালি কংগ্রেসের নেতা গগন থাপা টুইট করে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ওলির হস্তক্ষেপ প্রার্থনা করেছেন ৷ যাতে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে উপযুক্ত পদক্ষেপ নেপাল প্রশাসন করে তার আবেদন জানানো হয়েছে ৷ প্রকাশিত এই ম্যাপটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নেপালের বিভিন্ন রাজনৈতিক দল ৷ পাশাপাশি, স্থানীয় সংবাদমাধ্যমও সুর চড়িয়েছে ৷ ব্যাক অফ ইন্ডিয়া এবং গো ব্যাক ইন্ডিয়া স্লোগানও উঠেছে ৷
নেপালের পরিচিত অর্থনীতিবিদ তথা লেখক সুজেভ শাকেয়ার মতো মানুষজনও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৷ টুইটারে সরব হয়েছেন ৷ ভারত সীমান্ত ক্ষেত্রে যা পদক্ষেপ করছে, তার নিন্দাও করেছেন তিনি ৷ এতকিছুর মধ্যে আজ যেভাবে বিদেশমন্ত্রক নিজেদের অবস্থান স্পষ্ট করে নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের বার্তা দিল, তা নিঃসন্দেহে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷