ETV Bharat / bharat

ওমানের সুলতানের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোকপালনের নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের

author img

By

Published : Jan 13, 2020, 12:02 AM IST

শনিবার মারা যান ওমানের সুলতান কাবোস বিন আল সাইদ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷

India is going to observe one day mourning to show respect to Oman King tomorrow
ওমানের সুলতান কাবোস বিন আল সাইদ

দিল্লি, 12 জানুয়ারি : সোমবার ওমানের সুলতান কাবোস বিন আল সাইদের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে ৷ নির্দেশে বলা হয়েছে, আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ৷ কোনও সরকারি অনুষ্ঠান হবে না ৷


স্বরাষ্ট্রমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি এস কে শাহি একটি নির্দেশ জারি করে বলেন, "ওমানের সুলতান কাবোস বিন আল সাইদ মারা গেছেন ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ৷ "

শনিবার মারা গেছেন সুলতান কাবোস ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ 1970 সালে তিনি সুলতান পদাভিষিক্ত হন ৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ টুইটে লেখেন, "সুলতান কাবোস ছিলেন দূরদর্শী নেতা এবং কূটনীতিবিদ ৷ তিনি ওমানকে আজ আধুনিক ও উন্নত দেশে পরিণত করেছেন ৷ তিনি ছিলেন ভারত ও বিশ্বের জন্য শান্তির দিশারী ৷ " তিনি আরও একটি টুইট করে লেখেন, "সুলতান কাবোস ছিলেন ভারতের বন্ধু ৷ তাঁর কৌশল ও নেতৃত্ব ভারত ও ওমানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করেছিল ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ "

দিল্লি, 12 জানুয়ারি : সোমবার ওমানের সুলতান কাবোস বিন আল সাইদের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে ৷ নির্দেশে বলা হয়েছে, আগামীকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ৷ কোনও সরকারি অনুষ্ঠান হবে না ৷


স্বরাষ্ট্রমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি এস কে শাহি একটি নির্দেশ জারি করে বলেন, "ওমানের সুলতান কাবোস বিন আল সাইদ মারা গেছেন ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ৷ "

শনিবার মারা গেছেন সুলতান কাবোস ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ 1970 সালে তিনি সুলতান পদাভিষিক্ত হন ৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ টুইটে লেখেন, "সুলতান কাবোস ছিলেন দূরদর্শী নেতা এবং কূটনীতিবিদ ৷ তিনি ওমানকে আজ আধুনিক ও উন্নত দেশে পরিণত করেছেন ৷ তিনি ছিলেন ভারত ও বিশ্বের জন্য শান্তির দিশারী ৷ " তিনি আরও একটি টুইট করে লেখেন, "সুলতান কাবোস ছিলেন ভারতের বন্ধু ৷ তাঁর কৌশল ও নেতৃত্ব ভারত ও ওমানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করেছিল ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ "

New Delhi, Jan 12 (ANI): Chief Minister of Jharkhand, Hemant Soren reached at Jharkhand Bhawan in Delhi on Jan 12. He will meet several political leaders in Delhi to discuss development of Jharkhand. Speaking to media persons, he said, "Tomorrow we have political parties meeting and the meeting is important for us. To achieve the targets, opposition's support is also important."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.