ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় ভারতের পরিস্থিতি সন্তোষজনক : কেন্দ্র

author img

By

Published : Apr 24, 2020, 1:21 PM IST

লকডাউনের 30দিনের মাথায় একটি সাংবাদিক বৈঠক করেন সি কে মিশ্র । কোরোনা সংক্রমণে ভারতে ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি । পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করেছে কেন্দ্র, এবং সেইক্ষেত্রে কেন্দ্র কতটা সক্ষম তা নিয়েও আলোচনা করেন তিনি ।

ck mishra
সিকে মিশ্র

দিল্লি, 24 এপ্রিল : লকডাউনের 30দিন সম্পূর্ণ করল ভারত । বর্তমান স্বাস্থ্য সংকটের মোকাবিলায় প্রধানমন্ত্রী একাধিক অন্তর্মন্ত্রক দল তৈরি করেছেন । অন্তর্মন্ত্রক দলের চেয়ারম্যান সি কে মিশ্র আজ জানান , ভারত আগের চেয়ে অনেক সন্তোষজনক পরিস্থিতিতে রয়েছে । কারণ প্যানডেমিক মোকাবিলায় সঠিক পদক্ষেপ করা হয়েছে ।

লকডাউনের 30দিনের মাথায় একটি সাংবাদিক বৈঠক করেন সি কে মিশ্র । কোরোনা সংক্রমণে ভারতে ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি । পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করেছে কেন্দ্র, এবং সেইক্ষেত্রে কেন্দ্র কতটা সক্ষম তা নিয়েও আলোচনা করেন তিনি । সিকে মিশ্র লকডাউনে দেশবাসীর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “এক মাস লকডাউনে ভারতের প্রত্যেক মানুষ কঠিন সময় কাটিয়েছেন । কিন্তু আমরা এখন ভাল পরিস্থিততে রয়েছি । আমরা সংক্রমণ কমাতে সক্ষম হয়েছি ।”

কোরোনা মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপগুলির বিষয়ে প্রশ্ন করা হয় সি কে মিশ্রকে । সংক্ষেপে সেই বিষয়ে আলোচনা করতে বলা হয় । অন্ধ্রপ্রদেশের 1996 সালের ব্যাচের IAS অফিসার লাভ আগরওয়ালও সেখানে উপস্থিত ছিলেন । সিকে মিশ্র জানান, কোভিড-19 মোকাবিলায় একাধিক পদ্ধতি অবলম্বন করেছে কেন্দ্র । ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে । একমাসে প্রচুর টেস্ট হয়েছে । 23 মার্চ আমরা মাত্র 14,950টি টেস্ট করতে পেরেছিলাম । কিন্তু 22 এপ্রিল পাঁচ লাখের বেশি RT PCR টেস্ট হয়েছে । লকডাউনে কোনও বিশেষ পরিমাণে পজ়িটিভ কেসের সংখ্যা বাড়েনি বলে দাবি করেন তিনি । বলেন, “24 মার্চে 606জন আক্রান্ত ছিলেন । 23 এপ্রিল পর্যন্ত অ্যাকটিভ পজ়িটিভের সংখ্যা 21,393 ।”

কোরোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় হাসপাতালের সংখ্যাও বেড়েছে বলে জানান সি কে মিশ্র । সরকারি নথি অনুযায়ী, 163 থেকে বেড়ে এখন হাসপাতালের সংখ্যা 736 । ভারতে এই মুহূর্তে আইসোলেশন বেডের সংখ্যা 1,94,026 ।

দিল্লি, 24 এপ্রিল : লকডাউনের 30দিন সম্পূর্ণ করল ভারত । বর্তমান স্বাস্থ্য সংকটের মোকাবিলায় প্রধানমন্ত্রী একাধিক অন্তর্মন্ত্রক দল তৈরি করেছেন । অন্তর্মন্ত্রক দলের চেয়ারম্যান সি কে মিশ্র আজ জানান , ভারত আগের চেয়ে অনেক সন্তোষজনক পরিস্থিতিতে রয়েছে । কারণ প্যানডেমিক মোকাবিলায় সঠিক পদক্ষেপ করা হয়েছে ।

লকডাউনের 30দিনের মাথায় একটি সাংবাদিক বৈঠক করেন সি কে মিশ্র । কোরোনা সংক্রমণে ভারতে ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি । পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করেছে কেন্দ্র, এবং সেইক্ষেত্রে কেন্দ্র কতটা সক্ষম তা নিয়েও আলোচনা করেন তিনি । সিকে মিশ্র লকডাউনে দেশবাসীর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “এক মাস লকডাউনে ভারতের প্রত্যেক মানুষ কঠিন সময় কাটিয়েছেন । কিন্তু আমরা এখন ভাল পরিস্থিততে রয়েছি । আমরা সংক্রমণ কমাতে সক্ষম হয়েছি ।”

কোরোনা মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপগুলির বিষয়ে প্রশ্ন করা হয় সি কে মিশ্রকে । সংক্ষেপে সেই বিষয়ে আলোচনা করতে বলা হয় । অন্ধ্রপ্রদেশের 1996 সালের ব্যাচের IAS অফিসার লাভ আগরওয়ালও সেখানে উপস্থিত ছিলেন । সিকে মিশ্র জানান, কোভিড-19 মোকাবিলায় একাধিক পদ্ধতি অবলম্বন করেছে কেন্দ্র । ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে । একমাসে প্রচুর টেস্ট হয়েছে । 23 মার্চ আমরা মাত্র 14,950টি টেস্ট করতে পেরেছিলাম । কিন্তু 22 এপ্রিল পাঁচ লাখের বেশি RT PCR টেস্ট হয়েছে । লকডাউনে কোনও বিশেষ পরিমাণে পজ়িটিভ কেসের সংখ্যা বাড়েনি বলে দাবি করেন তিনি । বলেন, “24 মার্চে 606জন আক্রান্ত ছিলেন । 23 এপ্রিল পর্যন্ত অ্যাকটিভ পজ়িটিভের সংখ্যা 21,393 ।”

কোরোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় হাসপাতালের সংখ্যাও বেড়েছে বলে জানান সি কে মিশ্র । সরকারি নথি অনুযায়ী, 163 থেকে বেড়ে এখন হাসপাতালের সংখ্যা 736 । ভারতে এই মুহূর্তে আইসোলেশন বেডের সংখ্যা 1,94,026 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.