ETV Bharat / bharat

কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের দিকে অনেক এগিয়েছে ভারত : স্বাস্থ্যমন্ত্রী

কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রস্তুতি ও ফল সম্পর্কে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, "আমরা কোরোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ের দিকে অনেকটা এগিয়ে এসেছি ।"

হর্ষবর্ধন
হর্ষবর্ধন
author img

By

Published : Apr 30, 2020, 9:45 PM IST

দিল্লি, 30 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশের তুলনায় ভালো কাজ করছে ভারত । আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের এই লড়াইয়ে জয়লাভ করা উচিত । আজ এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।

নীতি আয়োগের আয়োজিত এক অনুষ্ঠানে COVID-19-এর বিষয়ে নাগরিক সমাজ সংস্থা ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে অনলাইনে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । তিনি বলেন, প্রয়োজনীয় সামগ্রী গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য এই সংস্থাগুলি অক্লান্ত পরিশ্রম করে চলেছে । ভারতের প্রস্তুতি ও ফল সম্পর্কে কথা বলতে গিয়ে হর্ষবর্ধন বলেন, "আমরা কোরোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ের দিকে অনেকটা এগিয়ে এসেছি ।"

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত সমস্ত প্যারামিটারেই ভালো কাজ করছে । তিনি দাবি করেন, "আমি নিশ্চিত যে আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই আমরা কোরোনার বিরুদ্ধে লড়াই জিততে সক্ষম হব ।"

বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (CSIR) ও বায়োটেকনোলজি বিভাগ এক হাজার জায়গাতে কোরোনা ভাইরাসের জিনগত সিকোয়েন্সিং করছে । হর্ষবর্ধন বলেন, "আমাদের ছয়জনের শরীরে ভ্যাকসিন দেওয়া হয়েছে । তাঁদের মধ্যে চারজন উল্লেখযোগ্যভাবে উন্নত পর্যায়ে রয়েছেন ।" তিনি আরও জানান, প্রতিদিন দেশে দেড় লাখ PPE কিট তৈরি করা হচ্ছে ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মে মাসে আমরা ভালো মানের অ্যান্টিবডি টেস্ট কিট ও কোরোনা ভাইরাস সনাক্তকরণের কিটও তৈরি করতে পারব ।" ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা লকডাউনে বাড়ি ফেরার জন্য দল বেঁধে রাস্তায় নেমেছিল । সেটা আটকাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কেন্দ্রকে । এবিষয়ে তিনি বলেন, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজ শহরে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সাহায্যের প্রয়োজন হবে । কারণ তারা ফিরে গেলে সমাজে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে ।

এখনও পর্যন্ত নয় লাখ মানুষকে কমিউনিটি নজরদারিতে রাখা হয়েছে । স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত তিন মাসে এটা একটা বিশাল অভিযান ছিল । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, আজ দেশে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,074 এবং এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 33,050 ।

দিল্লি, 30 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশের তুলনায় ভালো কাজ করছে ভারত । আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের এই লড়াইয়ে জয়লাভ করা উচিত । আজ এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।

নীতি আয়োগের আয়োজিত এক অনুষ্ঠানে COVID-19-এর বিষয়ে নাগরিক সমাজ সংস্থা ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে অনলাইনে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । তিনি বলেন, প্রয়োজনীয় সামগ্রী গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য এই সংস্থাগুলি অক্লান্ত পরিশ্রম করে চলেছে । ভারতের প্রস্তুতি ও ফল সম্পর্কে কথা বলতে গিয়ে হর্ষবর্ধন বলেন, "আমরা কোরোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ের দিকে অনেকটা এগিয়ে এসেছি ।"

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত সমস্ত প্যারামিটারেই ভালো কাজ করছে । তিনি দাবি করেন, "আমি নিশ্চিত যে আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই আমরা কোরোনার বিরুদ্ধে লড়াই জিততে সক্ষম হব ।"

বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (CSIR) ও বায়োটেকনোলজি বিভাগ এক হাজার জায়গাতে কোরোনা ভাইরাসের জিনগত সিকোয়েন্সিং করছে । হর্ষবর্ধন বলেন, "আমাদের ছয়জনের শরীরে ভ্যাকসিন দেওয়া হয়েছে । তাঁদের মধ্যে চারজন উল্লেখযোগ্যভাবে উন্নত পর্যায়ে রয়েছেন ।" তিনি আরও জানান, প্রতিদিন দেশে দেড় লাখ PPE কিট তৈরি করা হচ্ছে ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মে মাসে আমরা ভালো মানের অ্যান্টিবডি টেস্ট কিট ও কোরোনা ভাইরাস সনাক্তকরণের কিটও তৈরি করতে পারব ।" ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা লকডাউনে বাড়ি ফেরার জন্য দল বেঁধে রাস্তায় নেমেছিল । সেটা আটকাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কেন্দ্রকে । এবিষয়ে তিনি বলেন, ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের নিজ শহরে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সাহায্যের প্রয়োজন হবে । কারণ তারা ফিরে গেলে সমাজে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে ।

এখনও পর্যন্ত নয় লাখ মানুষকে কমিউনিটি নজরদারিতে রাখা হয়েছে । স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত তিন মাসে এটা একটা বিশাল অভিযান ছিল । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, আজ দেশে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,074 এবং এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 33,050 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.