ETV Bharat / bharat

আটক চিনা সৈন্যকে PLA-র হাতে তুলে দিল ভারত - ladakh face off 2020

সোমবার পূর্ব লাদাখে ডেমচক সেক্টর থেকে ওয়াংকে আটক করেছিল সেনা । কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তিনি ভারতে চলে এসেছিলেন । গত রাতে তাঁকে ফিরিয়ে দেয় ভারতীয় সেনা ।

lac
lac
author img

By

Published : Oct 21, 2020, 2:28 PM IST

দিল্লি, 21 অক্টোবর : সংঘর্ষ আবহেই চিনা সৈন্যকে ফিরিয়ে দিল ভারত । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতের দিকে চলে এসেছিলেন তিনি । গত রাতে তাঁকে পিপল'স লিবারেশন আর্মির হাতে তুলে দেয় সেনা ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, তিনি লিবারেশন আর্মির কর্পোরাল । ভারতীয় সেনার 'নায়েক' পদের মতোই চিনের সেনার এই পদ । ওয়াং ইয়া লং নামের ওই ব্যক্তিকে চুশুল-মলদো সীমান্তে গতরাতে ফিরিয়ে দেওয়া হয় ।

সোমবার পূর্ব লাদাখে ডেমচক সেক্টর থেকে ওয়াংকে আটক করেছিল সেনা । কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তিনি ভারতে চলে এসেছিলেন ।

পাবলিক লিবারেশন আর্মির তরফে সোমবার রাতে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে জানানো হয়, 18 অক্টোবর সন্ধ্যায় একজন প্রতিপালককে সাহায্য করছিলেন কর্পোরাল ওয়াং । সেই সময় ভারত-চিন সীমান্তে হারিয়ে যান তিনি ।

সোমবার ভারতের তরফে বিবৃতি দেওয়া হয় । জানানো হয় নিখোঁজ ওই সেনাকে পাওয়া গিয়েছে । তাঁকে খুব শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে । ভারতীয় সেনার অধীনে থাকাকালীন ওই ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে । একইভাবে অক্সিজেন, খাবার, গরম জামা-কাপড়ও দেওয়া হয়েছে । গত রাতে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় ।

মে মাস থেকেই ভারত-চিন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত । গালওয়ান উপত্যকায় জুন মাসে দুই দেশের সংঘর্ষে 20জন ভারতীয় সেনার মৃত্যু হয় । এরপর আরও উত্তপ্ত হয় পরিস্থিতি । দু'দেশের তরফেই লাদাখ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে । ভারতের তরফে চিনের সেনার মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় । দু'দেশের মধ্যে সমঝোতার চেষ্টা চলে । প্রশাসনিক, কূটনৈতিক এবং সামরিক স্তরে একাধিক বৈঠক হয় । যদিও এখনও সীমান্তে সংঘর্ষ পরিস্থিতি বহাল ।

দিল্লি, 21 অক্টোবর : সংঘর্ষ আবহেই চিনা সৈন্যকে ফিরিয়ে দিল ভারত । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতের দিকে চলে এসেছিলেন তিনি । গত রাতে তাঁকে পিপল'স লিবারেশন আর্মির হাতে তুলে দেয় সেনা ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, তিনি লিবারেশন আর্মির কর্পোরাল । ভারতীয় সেনার 'নায়েক' পদের মতোই চিনের সেনার এই পদ । ওয়াং ইয়া লং নামের ওই ব্যক্তিকে চুশুল-মলদো সীমান্তে গতরাতে ফিরিয়ে দেওয়া হয় ।

সোমবার পূর্ব লাদাখে ডেমচক সেক্টর থেকে ওয়াংকে আটক করেছিল সেনা । কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তিনি ভারতে চলে এসেছিলেন ।

পাবলিক লিবারেশন আর্মির তরফে সোমবার রাতে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে জানানো হয়, 18 অক্টোবর সন্ধ্যায় একজন প্রতিপালককে সাহায্য করছিলেন কর্পোরাল ওয়াং । সেই সময় ভারত-চিন সীমান্তে হারিয়ে যান তিনি ।

সোমবার ভারতের তরফে বিবৃতি দেওয়া হয় । জানানো হয় নিখোঁজ ওই সেনাকে পাওয়া গিয়েছে । তাঁকে খুব শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে । ভারতীয় সেনার অধীনে থাকাকালীন ওই ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে । একইভাবে অক্সিজেন, খাবার, গরম জামা-কাপড়ও দেওয়া হয়েছে । গত রাতে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় ।

মে মাস থেকেই ভারত-চিন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত । গালওয়ান উপত্যকায় জুন মাসে দুই দেশের সংঘর্ষে 20জন ভারতীয় সেনার মৃত্যু হয় । এরপর আরও উত্তপ্ত হয় পরিস্থিতি । দু'দেশের তরফেই লাদাখ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে । ভারতের তরফে চিনের সেনার মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় । দু'দেশের মধ্যে সমঝোতার চেষ্টা চলে । প্রশাসনিক, কূটনৈতিক এবং সামরিক স্তরে একাধিক বৈঠক হয় । যদিও এখনও সীমান্তে সংঘর্ষ পরিস্থিতি বহাল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.