ETV Bharat / bharat

দেশে আরও কমল দৈনিক সংক্রমণ - কোরোনা আপডেট

গত 24 ঘণ্টায় দেশে 32 হাজার 981 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 391 জনের ।

ছবি
ছবি
author img

By

Published : Dec 7, 2020, 12:23 PM IST

দিল্লি, 7 ডিসেম্বর : দেশে 40 হাজারের নিচেই রইল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে 32 হাজার 981 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 36 হাজার 11 জন ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96 লাখ 77 হাজার 203 । প্রায় সপ্তাহ খানেক ধরেই কোরোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী ।

রবিবার কোরোনায় মৃত্যু হয়েছে 391 জনের । দেশে এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 573 জনের তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গেছে ।

  • With 32,981 new #COVID19 infections, India's total cases rise to 96,77,203

    With 391 new deaths, toll mounts to 1,40,573. Total active cases at 3,96,729.

    Total discharged cases at 91,39,901 with 39,109 new discharges in the last 24 hours. pic.twitter.com/V5nQC9tYwz

    — ANI (@ANI) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 24 ঘণ্টায় 39 হাজার 109 জন সুস্থ হয়ে উঠেছে । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 91 লাখ 39 হাজার 901 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 96 হাজার 729 ।

মোট কোরোনা আক্রান্তের নিরিখে দেশে সর্ব প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ । মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 18 লাখ 52 হাজার 266 জন । সুস্থ হয়ে উঠেছে 17 লাখ 23 হাজার 370 জন । কর্ণাটকে কোরোনায় মোট আক্রান্ত 8 লাখ 93 হাজার 6 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 55 হাজার 750 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 71 হাজার 972 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 59 হাজার 29 জন ।

দিল্লি, 7 ডিসেম্বর : দেশে 40 হাজারের নিচেই রইল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে 32 হাজার 981 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 36 হাজার 11 জন ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96 লাখ 77 হাজার 203 । প্রায় সপ্তাহ খানেক ধরেই কোরোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী ।

রবিবার কোরোনায় মৃত্যু হয়েছে 391 জনের । দেশে এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 573 জনের তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গেছে ।

  • With 32,981 new #COVID19 infections, India's total cases rise to 96,77,203

    With 391 new deaths, toll mounts to 1,40,573. Total active cases at 3,96,729.

    Total discharged cases at 91,39,901 with 39,109 new discharges in the last 24 hours. pic.twitter.com/V5nQC9tYwz

    — ANI (@ANI) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 24 ঘণ্টায় 39 হাজার 109 জন সুস্থ হয়ে উঠেছে । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 91 লাখ 39 হাজার 901 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 96 হাজার 729 ।

মোট কোরোনা আক্রান্তের নিরিখে দেশে সর্ব প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ । মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 18 লাখ 52 হাজার 266 জন । সুস্থ হয়ে উঠেছে 17 লাখ 23 হাজার 370 জন । কর্ণাটকে কোরোনায় মোট আক্রান্ত 8 লাখ 93 হাজার 6 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 55 হাজার 750 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 71 হাজার 972 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 59 হাজার 29 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.