ETV Bharat / bharat

আজ ফের বৈঠকে ভারত-চিন - জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

ইতিমধ্যে লাদাখের তিনটি এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই পক্ষই ৷ এরপর আজকের বৈঠকেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা প্রশমিত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ।

India China news
ফাইল ছবি
author img

By

Published : Jul 10, 2020, 5:53 AM IST

দিল্লি, 10 জুলাই : লাদাখের সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ ফের মুখোমুখি ভারত ও চিন ৷ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মধ্যে বৈঠকের একসপ্তাহের মধ্যেই ফের একবার বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন ৷ ইতিমধ্যে লাদাখের তিনটি এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই পক্ষই ৷ এরপর আজকের বৈঠকেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা প্রশমিত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ৷ সূত্রের খবর, সীমান্তের বেশ কিছু এলাকা থেকে আপাতত জওয়ানদের টহল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷

আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয়ের উপর জোর দিতে চাইছে দিল্লি ? সংঘাতের এলাকাগুলির উপর বাড়তি নজর দেওয়া, বাফার জ়োন হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে আপাতত উভয়পক্ষের জওয়ানদের টহল বন্ধ রাখা, উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকা থেকে ভিতরের দিকে সেনা সরিয়ে নেওয়া ৷ আজকের বৈঠকে এই বিষয়গুলির উপরেই বেশি জোর দেওয়া হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ৷

এর আগে 5 জুলাই বৈঠকে বসেছিলেন ডোভাল-ওয়াং ই ৷ সেদিনের বৈঠকে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে সীমান্তে শান্তি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে ছাউনিগুলি তৈরি করা হয়েছিল, সেগুলিকে সরিয়ে নেওয়া, রিজ লাইন পুনর্গঠন করার দিকে জোর দেওয়া হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ৷

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরকারের এক আধিকারিক জানিয়েছেন, "আমরা আশাবাদী হলেও সতর্কভাবেই আমাদের এগোতে হবে ৷ সবদিকগুলি পর্যালোচনা করে দেখতে হবে ৷"

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গালওয়ান, গোগরা ও হট স্প্রিংস এলাকা থেকে প্রাথমিকভাবে বাড়তি সেনা সরিয়ে নেওয়া হয়েছে ৷ প্যাংগং লেক এলাকা থেকেও বাড়তি সেনা সরানোর কাজ চলছে ৷ দেশের এক শীর্ষ আমলার কথায়, "আমাদের পালটা কিছু চুক্তি করার ছিল না, তাই বিষয়টি আরও কঠিন ছিল ৷ কিন্তু আমরা আমাদের অবস্থানে অনড় ছিলাম ৷ আর ভালো খবর হল চিনও এক্ষেত্রে সহমত হয়েছিল ৷"

সূত্রের খবর প্যানগং লেকের উত্তর দিকের পাড় ও সল্ট ওয়াটার গ্লেসিয়ার লেক বরাবর চিনা সেনা তাদের বাঙ্কার ও নজরদারির জন্য বিশেষ পোস্ট বানিয়েছিল ৷ সেই এলাকা থেকে এখনও পর্যন্ত সেনা সরাতে তৎপর হতে দেখা যায়নি চিনকে ৷ এদিকে প্যাংগং লেক বরাবর এলাকায় কোনও নির্দিষ্ট সীমান্ত রেখা না থাকায় ভারতীয় জওয়ানরা ফিংগার 8 পর্যন্ত টহলদারি করত ৷ বর্তমান পরিস্থিতিতে তা বন্ধ রয়েছে ৷ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের ফিংগার 8 পর্যন্ত টহল দেওয়া শুরু করবে ভারতীয় সেনা ৷

প্রথম পর্যায়ের বৈঠক শেষে খবর পাওয়া গেছিল , পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছনে সরে গেছে চিনের সেনাবাহিনী ৷ এদিকে কর্পস কমান্ডারস্তরে বৈঠকের পর তাঁবু, গাড়ি এবং বাহিনী সরিয়ে নিয়েছিল চিন । তবে গালওয়ান নদীর পার্শ্ববর্তী দুর্গম এলাকায় এখনও অস্ত্রবাহী গাড়ি মোতায়েন রেখেছিল চিন । ভারতীয় সেনা সেদিকে নজর রেখেছে ।

দিল্লি, 10 জুলাই : লাদাখের সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ ফের মুখোমুখি ভারত ও চিন ৷ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মধ্যে বৈঠকের একসপ্তাহের মধ্যেই ফের একবার বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন ৷ ইতিমধ্যে লাদাখের তিনটি এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই পক্ষই ৷ এরপর আজকের বৈঠকেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা প্রশমিত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ৷ সূত্রের খবর, সীমান্তের বেশ কিছু এলাকা থেকে আপাতত জওয়ানদের টহল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷

আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয়ের উপর জোর দিতে চাইছে দিল্লি ? সংঘাতের এলাকাগুলির উপর বাড়তি নজর দেওয়া, বাফার জ়োন হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে আপাতত উভয়পক্ষের জওয়ানদের টহল বন্ধ রাখা, উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকা থেকে ভিতরের দিকে সেনা সরিয়ে নেওয়া ৷ আজকের বৈঠকে এই বিষয়গুলির উপরেই বেশি জোর দেওয়া হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ৷

এর আগে 5 জুলাই বৈঠকে বসেছিলেন ডোভাল-ওয়াং ই ৷ সেদিনের বৈঠকে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে সীমান্তে শান্তি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে ছাউনিগুলি তৈরি করা হয়েছিল, সেগুলিকে সরিয়ে নেওয়া, রিজ লাইন পুনর্গঠন করার দিকে জোর দেওয়া হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ৷

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরকারের এক আধিকারিক জানিয়েছেন, "আমরা আশাবাদী হলেও সতর্কভাবেই আমাদের এগোতে হবে ৷ সবদিকগুলি পর্যালোচনা করে দেখতে হবে ৷"

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গালওয়ান, গোগরা ও হট স্প্রিংস এলাকা থেকে প্রাথমিকভাবে বাড়তি সেনা সরিয়ে নেওয়া হয়েছে ৷ প্যাংগং লেক এলাকা থেকেও বাড়তি সেনা সরানোর কাজ চলছে ৷ দেশের এক শীর্ষ আমলার কথায়, "আমাদের পালটা কিছু চুক্তি করার ছিল না, তাই বিষয়টি আরও কঠিন ছিল ৷ কিন্তু আমরা আমাদের অবস্থানে অনড় ছিলাম ৷ আর ভালো খবর হল চিনও এক্ষেত্রে সহমত হয়েছিল ৷"

সূত্রের খবর প্যানগং লেকের উত্তর দিকের পাড় ও সল্ট ওয়াটার গ্লেসিয়ার লেক বরাবর চিনা সেনা তাদের বাঙ্কার ও নজরদারির জন্য বিশেষ পোস্ট বানিয়েছিল ৷ সেই এলাকা থেকে এখনও পর্যন্ত সেনা সরাতে তৎপর হতে দেখা যায়নি চিনকে ৷ এদিকে প্যাংগং লেক বরাবর এলাকায় কোনও নির্দিষ্ট সীমান্ত রেখা না থাকায় ভারতীয় জওয়ানরা ফিংগার 8 পর্যন্ত টহলদারি করত ৷ বর্তমান পরিস্থিতিতে তা বন্ধ রয়েছে ৷ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের ফিংগার 8 পর্যন্ত টহল দেওয়া শুরু করবে ভারতীয় সেনা ৷

প্রথম পর্যায়ের বৈঠক শেষে খবর পাওয়া গেছিল , পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছনে সরে গেছে চিনের সেনাবাহিনী ৷ এদিকে কর্পস কমান্ডারস্তরে বৈঠকের পর তাঁবু, গাড়ি এবং বাহিনী সরিয়ে নিয়েছিল চিন । তবে গালওয়ান নদীর পার্শ্ববর্তী দুর্গম এলাকায় এখনও অস্ত্রবাহী গাড়ি মোতায়েন রেখেছিল চিন । ভারতীয় সেনা সেদিকে নজর রেখেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.