ETV Bharat / bharat

SAARC অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক, জঙ্গিদমনে জোর ভারতের - এস জয়শংকর

সীমান্তে জঙ্গি কার্যকলাপ, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া ও বাণিজ্যে বাধা দেওয়া – এই তিনটি মূল সমস্যাকে আগে কাটিয়ে উঠতে হবে SAARC-এর সদস্য দেশগুলিকে । এমনই মনে করছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

এস জয়শংকর
এস জয়শংকর
author img

By

Published : Sep 24, 2020, 9:56 PM IST

দিল্লি, 24 সেপ্টেম্বর : SAARC অন্তর্ভুক্ত দেশগুলির বৈঠকে সীমান্তে জঙ্গি কার্যকলাপের ইশু তুলে ধরল ভারত । আজ SAARC অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা একটি বৈঠকে মিলিত হয়েছিলেন । ওই বৈঠকেই সীমান্তে জঙ্গি কার্যকলাপের ইশুতে জোর দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

টুইটারে তিনি জানান, “ভারতের কাছে প্রতিবেশী দেশগুলি যে গুরুত্বপূর্ণ, তা আজকের বৈঠকে আবারও স্পষ্ট করে দেওয়া হয়েছে । দক্ষিণ এশিয়াকে আরও সংযুক্ত, সংহত, সুরক্ষিত এবং সমৃদ্ধ করাই ভারতের লক্ষ্য।”

তাঁর মতে, সীমান্তে জঙ্গি কার্যকলাপ, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া ও বাণিজ্যে বাধা দেওয়া – এই তিনটি মূল সমস্যাকে আগে কাটিয়ে উঠতে হবে SAARC-এর সদস্য দেশগুলিকে । একমাত্র তবেই আমরা দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি, সমৃদ্ধি এবং সুরক্ষিত পরিবেশ দেখতে পাব ।

SAARC অন্তর্ভুক্ত প্রতিবেশী দেশগুলির পাশে যে ভারত সবসময় রয়েছে, তা আজকের বৈঠকে বারবার স্পষ্ট করে দেন জয়শংকর । চলতি বছরে মালদ্বীপের সঙ্গে 150 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বিনিময়, ভুটানের সঙ্গে 200 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বিনিময় ও শ্রীলঙ্কার 400 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বিনিময় করেছে ভারত ।

আরও পড়ুন : ECOSOC-এর নীতি নির্ধারণে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী : জয়শংকর

আজকের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীরা । এবারের SAARC কাউন্সিল অফ মিনিস্টারস-এর বৈঠকের আয়োজক ছিল নেপাল । প্রথাগতভাবে, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের সাইডলাইনে এই বৈঠক আয়োজিত হয়ে থাকে ।

উল্লেখ্য, পাকিস্তানের জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর জম্মু ও কাশ্মীরের উরিতে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণে 19 জন জওয়ান শহিদ হওয়ার কারণে SAARC-এর শীর্ষ সম্মেলন বিলম্বিত রয়েছে । 2016 সালে পাকিস্তান শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল । কিন্তু উরি হামলার পরে ভারত এই বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেয় । পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়াতে ভারতের সিদ্ধান্তকে সমর্থন করে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান-সহ অন্য দেশগুলিও শীর্ষ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ।

দিল্লি, 24 সেপ্টেম্বর : SAARC অন্তর্ভুক্ত দেশগুলির বৈঠকে সীমান্তে জঙ্গি কার্যকলাপের ইশু তুলে ধরল ভারত । আজ SAARC অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা একটি বৈঠকে মিলিত হয়েছিলেন । ওই বৈঠকেই সীমান্তে জঙ্গি কার্যকলাপের ইশুতে জোর দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।

টুইটারে তিনি জানান, “ভারতের কাছে প্রতিবেশী দেশগুলি যে গুরুত্বপূর্ণ, তা আজকের বৈঠকে আবারও স্পষ্ট করে দেওয়া হয়েছে । দক্ষিণ এশিয়াকে আরও সংযুক্ত, সংহত, সুরক্ষিত এবং সমৃদ্ধ করাই ভারতের লক্ষ্য।”

তাঁর মতে, সীমান্তে জঙ্গি কার্যকলাপ, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া ও বাণিজ্যে বাধা দেওয়া – এই তিনটি মূল সমস্যাকে আগে কাটিয়ে উঠতে হবে SAARC-এর সদস্য দেশগুলিকে । একমাত্র তবেই আমরা দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি, সমৃদ্ধি এবং সুরক্ষিত পরিবেশ দেখতে পাব ।

SAARC অন্তর্ভুক্ত প্রতিবেশী দেশগুলির পাশে যে ভারত সবসময় রয়েছে, তা আজকের বৈঠকে বারবার স্পষ্ট করে দেন জয়শংকর । চলতি বছরে মালদ্বীপের সঙ্গে 150 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বিনিময়, ভুটানের সঙ্গে 200 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বিনিময় ও শ্রীলঙ্কার 400 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা বিনিময় করেছে ভারত ।

আরও পড়ুন : ECOSOC-এর নীতি নির্ধারণে দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী : জয়শংকর

আজকের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীরা । এবারের SAARC কাউন্সিল অফ মিনিস্টারস-এর বৈঠকের আয়োজক ছিল নেপাল । প্রথাগতভাবে, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের সাইডলাইনে এই বৈঠক আয়োজিত হয়ে থাকে ।

উল্লেখ্য, পাকিস্তানের জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর জম্মু ও কাশ্মীরের উরিতে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণে 19 জন জওয়ান শহিদ হওয়ার কারণে SAARC-এর শীর্ষ সম্মেলন বিলম্বিত রয়েছে । 2016 সালে পাকিস্তান শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল । কিন্তু উরি হামলার পরে ভারত এই বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেয় । পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়াতে ভারতের সিদ্ধান্তকে সমর্থন করে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান-সহ অন্য দেশগুলিও শীর্ষ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.