ETV Bharat / bharat

বায়ুসেনা দিবসে প্রথম রাফাল পাচ্ছে ভারত - rajnath singh

চুক্তি অনুযায়ী আজ ভারতের হাতে প্রথম আসতে চলেছে একটি রাফাল যুদ্ধবিমান ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে বিমানটি তুলে দেওয়া হবে ফ্রান্স সরকারের তরফে ৷ বর্ডিয়াক্সের কাছে মেরিগনাক বিমানঘাঁটিতে ফ্রান্সের উচ্চ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হবে বিমানটি ৷

রাজনাথ সিং
author img

By

Published : Oct 8, 2019, 12:05 PM IST

প্যারিস, 8 অক্টোবর : তিনদিনের সফরে ফ্রান্স পৌঁছালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ চুক্তি অনুযায়ী আজ প্রথম একটি রাফাল যুদ্ধবিমান তাঁর হাতে তুলে দেওয়া হবে ৷ এছাড়াও আজ ফ্রান্সের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ রাজনাথ টুইটে লেখেন, "ভারতের কৌশলগত সঙ্গীর মধ্যে ফ্রান্স অন্যতম ৷ ফ্রান্সের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে ৷ আশা করব দুই দেশের এই সুসম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ৷ আমার ফ্রান্স সফরের মূল কারণ, দুই দেশের মধ্যে কৌশলী সম্পর্ককে আরও প্রসারিত করা ৷" এছাড়াও ভারতের 87তম বায়ুসেনা দিবসে IAF-কে শুভেচ্ছা জানান তিনি ৷

চুক্তি অনুযায়ী আজ ভারতের হাতে প্রথম আসতে চলেছে একটি রাফাল যুদ্ধবিমান ৷ রাজনাথের হাতে বিমানটি তুলে দেওয়া হবে ফ্রান্স সরকারের তরফে ৷ বর্ডিয়াক্সের কাছে মেরিগনাক বিমানঘাঁটিতে ফ্রান্সের উচ্চপর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হবে বিমানটি ৷ আজ দেশে 87তম বায়ুসেনা দিবস পালন করা হচ্ছে ৷ আর তার মাঝেই ভারতের হাতে আসতে চলেছে রাফাল বিমানটি ৷ রাজনাথ টুইটে লেখেন, "বায়ুসেনার সমস্ত আধিকারিকদের শুভেচ্ছা ৷ অনুকরণীয় সাহস, ধৈর্য, ​​সংকল্প, জাতির জন্য পরিষেবা কী ভাবে বজায় রাখা যায় তাঁর উজ্জ্বল উদাহরণ IAF ৷ নীল পোশাক পরিহিত এইসব নারী ও পুরুষ গৌরবের সঙ্গে আকাশ ছোঁওয়ার ক্ষমতা রাখেন ৷"

যুদ্ধবিমানটি নেওয়ার আগে 'শাস্ত্র পুজো' করবেন রাজনাথ ৷ বিমানটি নেওয়ার পর তিনি বিমানের ককপিটে বসবেন ৷ এরপর RB-01 টেল নম্বরের ওই বিমানটি চালাবেন ফ্রান্সের বায়ুসেনার এক পাইলট ৷ 2016 সালে রাফাল চুক্তিতে বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার ভূমিকার কথা মাথায় রেখে টেল নম্বরটির নামকরণ হয়েছে ৷

বর্ডিয়াক্স ছাড়ার আগে রাজনাথ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরেঁর সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ ভারত-ফ্রান্স প্রতিরক্ষা বিষয়ক আলোচনা হতে পারে তাঁদের মধ্যে ৷ আগামীকাল ফ্রান্সের সশস্ত্রবাহিনীর মন্ত্রী ও ফ্রান্সের প্রতিরক্ষা বিভাগীয় প্রধানদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে রাজনাথের ৷ আশা করা হচ্ছে, রাজনাথ ভারতের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে ফ্রান্সের আধিকারিকদের সামিল হতে উদ্বুদ্ধ করতে পারেন ৷ 2020-এর 5 থেকে 8 ফেব্রুয়ারি লখনউয়ে অনুষ্ঠিত ডেফেক্সোতে সম্মেলনে তাঁদের যোগদানের জন্য আমন্ত্রণ পাঠাতে পারেন ৷ একটি টুইটে রাজনাথ জানান, তাঁর এই সফরের মধ্যে দিয়ে তিনি ভারত-ফ্রান্স সম্পর্ক এক নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী ৷

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী ফ্রান্সের থেকে 36টি যুদ্ধবিমান কিনবে ভারত ৷ 2016 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয় ৷ মোট খরচ পড়বে 59000 কোটি টাকা ৷ আগামী বছরের মে-তে প্রথম পর্যায়ের 4টি রাফাল জেট ভারতের হাতে আসবে ৷

প্যারিস, 8 অক্টোবর : তিনদিনের সফরে ফ্রান্স পৌঁছালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ চুক্তি অনুযায়ী আজ প্রথম একটি রাফাল যুদ্ধবিমান তাঁর হাতে তুলে দেওয়া হবে ৷ এছাড়াও আজ ফ্রান্সের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ রাজনাথ টুইটে লেখেন, "ভারতের কৌশলগত সঙ্গীর মধ্যে ফ্রান্স অন্যতম ৷ ফ্রান্সের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে ৷ আশা করব দুই দেশের এই সুসম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ৷ আমার ফ্রান্স সফরের মূল কারণ, দুই দেশের মধ্যে কৌশলী সম্পর্ককে আরও প্রসারিত করা ৷" এছাড়াও ভারতের 87তম বায়ুসেনা দিবসে IAF-কে শুভেচ্ছা জানান তিনি ৷

চুক্তি অনুযায়ী আজ ভারতের হাতে প্রথম আসতে চলেছে একটি রাফাল যুদ্ধবিমান ৷ রাজনাথের হাতে বিমানটি তুলে দেওয়া হবে ফ্রান্স সরকারের তরফে ৷ বর্ডিয়াক্সের কাছে মেরিগনাক বিমানঘাঁটিতে ফ্রান্সের উচ্চপর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হবে বিমানটি ৷ আজ দেশে 87তম বায়ুসেনা দিবস পালন করা হচ্ছে ৷ আর তার মাঝেই ভারতের হাতে আসতে চলেছে রাফাল বিমানটি ৷ রাজনাথ টুইটে লেখেন, "বায়ুসেনার সমস্ত আধিকারিকদের শুভেচ্ছা ৷ অনুকরণীয় সাহস, ধৈর্য, ​​সংকল্প, জাতির জন্য পরিষেবা কী ভাবে বজায় রাখা যায় তাঁর উজ্জ্বল উদাহরণ IAF ৷ নীল পোশাক পরিহিত এইসব নারী ও পুরুষ গৌরবের সঙ্গে আকাশ ছোঁওয়ার ক্ষমতা রাখেন ৷"

যুদ্ধবিমানটি নেওয়ার আগে 'শাস্ত্র পুজো' করবেন রাজনাথ ৷ বিমানটি নেওয়ার পর তিনি বিমানের ককপিটে বসবেন ৷ এরপর RB-01 টেল নম্বরের ওই বিমানটি চালাবেন ফ্রান্সের বায়ুসেনার এক পাইলট ৷ 2016 সালে রাফাল চুক্তিতে বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার ভূমিকার কথা মাথায় রেখে টেল নম্বরটির নামকরণ হয়েছে ৷

বর্ডিয়াক্স ছাড়ার আগে রাজনাথ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরেঁর সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ ভারত-ফ্রান্স প্রতিরক্ষা বিষয়ক আলোচনা হতে পারে তাঁদের মধ্যে ৷ আগামীকাল ফ্রান্সের সশস্ত্রবাহিনীর মন্ত্রী ও ফ্রান্সের প্রতিরক্ষা বিভাগীয় প্রধানদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে রাজনাথের ৷ আশা করা হচ্ছে, রাজনাথ ভারতের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে ফ্রান্সের আধিকারিকদের সামিল হতে উদ্বুদ্ধ করতে পারেন ৷ 2020-এর 5 থেকে 8 ফেব্রুয়ারি লখনউয়ে অনুষ্ঠিত ডেফেক্সোতে সম্মেলনে তাঁদের যোগদানের জন্য আমন্ত্রণ পাঠাতে পারেন ৷ একটি টুইটে রাজনাথ জানান, তাঁর এই সফরের মধ্যে দিয়ে তিনি ভারত-ফ্রান্স সম্পর্ক এক নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী ৷

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী ফ্রান্সের থেকে 36টি যুদ্ধবিমান কিনবে ভারত ৷ 2016 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয় ৷ মোট খরচ পড়বে 59000 কোটি টাকা ৷ আগামী বছরের মে-তে প্রথম পর্যায়ের 4টি রাফাল জেট ভারতের হাতে আসবে ৷

Nagpur (Maharashtra), Oct 08 (ANI): The Rashtriya Swayamsevak Sangh (RSS) Chief Mohan Bhagwat attended foundation day event of right wing outfit in Maharashtra's Nagpur on October 08. Union Minister of Road Transport and Highways Nitin Gadkari and Retired General VK Singh also attended the event. Maharashtra Chief Minister Devendra Fadnavis also marked his presence on the occasion of Vijaya Dashami. HCL founder Shiv Nadar is the chief guest at the event. He is the founder and Chairman of HCL and the Shiv Nadar Foundation. It is the largest annual event of RSS which is celebrated with full fanfare. Today is also the foundation day of the right wing outfit.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.