প্যারিস, 8 অক্টোবর : তিনদিনের সফরে ফ্রান্স পৌঁছালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ চুক্তি অনুযায়ী আজ প্রথম একটি রাফাল যুদ্ধবিমান তাঁর হাতে তুলে দেওয়া হবে ৷ এছাড়াও আজ ফ্রান্সের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ রাজনাথ টুইটে লেখেন, "ভারতের কৌশলগত সঙ্গীর মধ্যে ফ্রান্স অন্যতম ৷ ফ্রান্সের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে ৷ আশা করব দুই দেশের এই সুসম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ৷ আমার ফ্রান্স সফরের মূল কারণ, দুই দেশের মধ্যে কৌশলী সম্পর্ককে আরও প্রসারিত করা ৷" এছাড়াও ভারতের 87তম বায়ুসেনা দিবসে IAF-কে শুভেচ্ছা জানান তিনি ৷
চুক্তি অনুযায়ী আজ ভারতের হাতে প্রথম আসতে চলেছে একটি রাফাল যুদ্ধবিমান ৷ রাজনাথের হাতে বিমানটি তুলে দেওয়া হবে ফ্রান্স সরকারের তরফে ৷ বর্ডিয়াক্সের কাছে মেরিগনাক বিমানঘাঁটিতে ফ্রান্সের উচ্চপর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হবে বিমানটি ৷ আজ দেশে 87তম বায়ুসেনা দিবস পালন করা হচ্ছে ৷ আর তার মাঝেই ভারতের হাতে আসতে চলেছে রাফাল বিমানটি ৷ রাজনাথ টুইটে লেখেন, "বায়ুসেনার সমস্ত আধিকারিকদের শুভেচ্ছা ৷ অনুকরণীয় সাহস, ধৈর্য, সংকল্প, জাতির জন্য পরিষেবা কী ভাবে বজায় রাখা যায় তাঁর উজ্জ্বল উদাহরণ IAF ৷ নীল পোশাক পরিহিত এইসব নারী ও পুরুষ গৌরবের সঙ্গে আকাশ ছোঁওয়ার ক্ষমতা রাখেন ৷"
যুদ্ধবিমানটি নেওয়ার আগে 'শাস্ত্র পুজো' করবেন রাজনাথ ৷ বিমানটি নেওয়ার পর তিনি বিমানের ককপিটে বসবেন ৷ এরপর RB-01 টেল নম্বরের ওই বিমানটি চালাবেন ফ্রান্সের বায়ুসেনার এক পাইলট ৷ 2016 সালে রাফাল চুক্তিতে বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়ার ভূমিকার কথা মাথায় রেখে টেল নম্বরটির নামকরণ হয়েছে ৷
বর্ডিয়াক্স ছাড়ার আগে রাজনাথ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরেঁর সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ ভারত-ফ্রান্স প্রতিরক্ষা বিষয়ক আলোচনা হতে পারে তাঁদের মধ্যে ৷ আগামীকাল ফ্রান্সের সশস্ত্রবাহিনীর মন্ত্রী ও ফ্রান্সের প্রতিরক্ষা বিভাগীয় প্রধানদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে রাজনাথের ৷ আশা করা হচ্ছে, রাজনাথ ভারতের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে ফ্রান্সের আধিকারিকদের সামিল হতে উদ্বুদ্ধ করতে পারেন ৷ 2020-এর 5 থেকে 8 ফেব্রুয়ারি লখনউয়ে অনুষ্ঠিত ডেফেক্সোতে সম্মেলনে তাঁদের যোগদানের জন্য আমন্ত্রণ পাঠাতে পারেন ৷ একটি টুইটে রাজনাথ জানান, তাঁর এই সফরের মধ্যে দিয়ে তিনি ভারত-ফ্রান্স সম্পর্ক এক নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী ৷
উল্লেখ্য, চুক্তি অনুযায়ী ফ্রান্সের থেকে 36টি যুদ্ধবিমান কিনবে ভারত ৷ 2016 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয় ৷ মোট খরচ পড়বে 59000 কোটি টাকা ৷ আগামী বছরের মে-তে প্রথম পর্যায়ের 4টি রাফাল জেট ভারতের হাতে আসবে ৷