ETV Bharat / bharat

COVID-19 নিয়ে ভারতকে অনুরোধ চিনের - coronavirus news

কোরোনা ভাইরাসকে "চাইনিজ় ভাইরাস" বলে বিদ্রুপ করতে ছাড়েনি অ্যামেরিকা । ভারতের কাছে তা চায় না চিন।

s jayshankar
এস জয়শংকর
author img

By

Published : Mar 25, 2020, 2:15 PM IST

দিল্লি, ২৫ মার্চ : কোরোনার আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব । চিনে প্রথম এই ভাইরাসের হদিস পাওয়া যায় । এনিয়ে কমবেশি সমালোচিত জ়িনপিংয়ের দেশ। কোরোনায় আক্রান্তের পরিসংখ্যানসহ ভাইরাস মোকবিলায় তাদের পদক্ষেপের কথা বলার সময় বারবারই উঠে আসছে চিনের নাম। শুধু তাই নয়, কোরোনা ভাইরাসকে "চাইনিজ় ভাইরাস" বলে বিদ্রুপ করতেও ছাড়েনি অ্যামেরিকা । এই পরিস্থিতিতে কোরোনা ভাইরাসের কারণে গোটা দেশের নাম কলঙ্কিত হতে পারে বলে মনে করছে চিন। তাই এপ্রসঙ্গে কথা বলার সময় যাতে তাদের নাম না নেওয়া হয় সেজন্য ভারতকে অনুরোধ করল চিন।

গতকাল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে ফোনে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই । সেসময় জয়শংকরের কাছে তিনি আশাপ্রকাশ করেন, কোরোনা ভাইরাসকে "চাইনা ভাইরাস" বলার মতো সংকীর্ণ মানসিকতা নিশ্চয়ই ভারত দেখাবে না।

ডিসেম্বরে মধ্য চিনের ইউহান শহরে প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া যায়। পরে চিনের তরফে বলা হয়, এটা ঠিক যে এই ভাইরাস প্রথম এখানে পাওয়া গেছে । কিন্তু তার মানে এটা নয় যে, এই ভাইরাসের উৎপত্তিস্থল চিন । এরপর থেকেই এই ভাইরাসকে যাতে "চায়না ভাইরাস" না বলা হয় বিভিন্ন দেশের কাছে সেই আবেদন জানায় চিনের কূটনৈতিক মহল । ভারতের বিদেশমন্ত্রীর কাছে সেই আবেদন জানান চিনের বিদেশমন্ত্রী। এব্যাপারে চিনের বিদেশমন্ত্রীকে আশ্বস্ত করেন এস জয়শংকর।

এদিকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেঙ্গ শুয়াং বলেন, "আমরা বারবার বলে আসছি অ্যামেরিকার কয়েকজন কোরোনা ভাইরাসকে আমাদের দেশের নামের সঙ্গে জুড়ে দিয়ে কলঙ্কিত করছে । এর তীব্র বিরোধিতা করছে চিন । WHO এবং আন্তর্জাতিক মহল কোনও ভাইরাসকে কোনও নির্দিষ্ট দেশ বা এলাকার নামের সঙ্গে জুড়ে দেওয়ার বিরোধী।"

দিল্লি, ২৫ মার্চ : কোরোনার আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব । চিনে প্রথম এই ভাইরাসের হদিস পাওয়া যায় । এনিয়ে কমবেশি সমালোচিত জ়িনপিংয়ের দেশ। কোরোনায় আক্রান্তের পরিসংখ্যানসহ ভাইরাস মোকবিলায় তাদের পদক্ষেপের কথা বলার সময় বারবারই উঠে আসছে চিনের নাম। শুধু তাই নয়, কোরোনা ভাইরাসকে "চাইনিজ় ভাইরাস" বলে বিদ্রুপ করতেও ছাড়েনি অ্যামেরিকা । এই পরিস্থিতিতে কোরোনা ভাইরাসের কারণে গোটা দেশের নাম কলঙ্কিত হতে পারে বলে মনে করছে চিন। তাই এপ্রসঙ্গে কথা বলার সময় যাতে তাদের নাম না নেওয়া হয় সেজন্য ভারতকে অনুরোধ করল চিন।

গতকাল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে ফোনে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই । সেসময় জয়শংকরের কাছে তিনি আশাপ্রকাশ করেন, কোরোনা ভাইরাসকে "চাইনা ভাইরাস" বলার মতো সংকীর্ণ মানসিকতা নিশ্চয়ই ভারত দেখাবে না।

ডিসেম্বরে মধ্য চিনের ইউহান শহরে প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া যায়। পরে চিনের তরফে বলা হয়, এটা ঠিক যে এই ভাইরাস প্রথম এখানে পাওয়া গেছে । কিন্তু তার মানে এটা নয় যে, এই ভাইরাসের উৎপত্তিস্থল চিন । এরপর থেকেই এই ভাইরাসকে যাতে "চায়না ভাইরাস" না বলা হয় বিভিন্ন দেশের কাছে সেই আবেদন জানায় চিনের কূটনৈতিক মহল । ভারতের বিদেশমন্ত্রীর কাছে সেই আবেদন জানান চিনের বিদেশমন্ত্রী। এব্যাপারে চিনের বিদেশমন্ত্রীকে আশ্বস্ত করেন এস জয়শংকর।

এদিকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেঙ্গ শুয়াং বলেন, "আমরা বারবার বলে আসছি অ্যামেরিকার কয়েকজন কোরোনা ভাইরাসকে আমাদের দেশের নামের সঙ্গে জুড়ে দিয়ে কলঙ্কিত করছে । এর তীব্র বিরোধিতা করছে চিন । WHO এবং আন্তর্জাতিক মহল কোনও ভাইরাসকে কোনও নির্দিষ্ট দেশ বা এলাকার নামের সঙ্গে জুড়ে দেওয়ার বিরোধী।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.