ETV Bharat / bharat

21 জুলাই শুরু অমরনাথ যাত্রা, বেঁধে দেওয়া হল পুণ্যার্থীদের বয়সসীমা

কোরোনা সংক্রমণের প্রভাব পড়ল অমরনাথ যাত্রাতেও ৷ সূচিতে পরিবর্তনের পাশাপাশি যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে ৷

amarnath yatra
অমরনাথ যাত্রা
author img

By

Published : Jun 7, 2020, 4:55 AM IST

অনন্তনাগ, 7 জুন : 23 জুন শুরু হয়ে 3 অগাস্ট শেষ হওয়ার কথা ছিল অমরনাথ যাত্রা ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে সেই সূচিতে বদল করা হয়েছে ৷ যাত্রা শুরু হবে 21 জুলাই ৷ শেষ হবে 3 অগাস্ট ৷ যাত্রায় যোগ দিতে পারবেন না 55 বছরের বেশি বয়সি কোনও পুণ্যার্থীও ৷ তবে ছাড় পাবেন সাধুরা ৷

সময়সূচির পাশাপাশি যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে ৷ পহলগাঁওয়ের বদলে বালতাল হয়ে অমরনাথ গুহায় পৌঁছাবেন পুণ্যার্থীরা ৷ গত সপ্তাহেই এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জি সি মুর্মু ৷

নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের বোর্ডের এক সদস্য বলেন, যাঁরা এই যাত্রায় অংশ নেবেন তাঁদের COVID-19 নেগেটিভের শংসাপত্র দেখাতে হবে ৷ যাত্রা শুরুর আগে তাঁদের পরীক্ষাও করা হবে ৷ এছাড়াও তিনি বলেন, 55 বছরের উপরে কাউকে যাত্রার অনুমতি দেওয়া হবে না ৷

এদিকে পুণ্যার্থীদের জন্য এবার গুহা থেকে সকাল ও সন্ধ্যার আরতি সরাসরি সম্প্রচারের চেষ্টা করছে শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড ৷ যদিও এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে ৷

অনন্তনাগ, 7 জুন : 23 জুন শুরু হয়ে 3 অগাস্ট শেষ হওয়ার কথা ছিল অমরনাথ যাত্রা ৷ কিন্তু কোরোনা সংক্রমণের জেরে সেই সূচিতে বদল করা হয়েছে ৷ যাত্রা শুরু হবে 21 জুলাই ৷ শেষ হবে 3 অগাস্ট ৷ যাত্রায় যোগ দিতে পারবেন না 55 বছরের বেশি বয়সি কোনও পুণ্যার্থীও ৷ তবে ছাড় পাবেন সাধুরা ৷

সময়সূচির পাশাপাশি যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে ৷ পহলগাঁওয়ের বদলে বালতাল হয়ে অমরনাথ গুহায় পৌঁছাবেন পুণ্যার্থীরা ৷ গত সপ্তাহেই এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জি সি মুর্মু ৷

নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের বোর্ডের এক সদস্য বলেন, যাঁরা এই যাত্রায় অংশ নেবেন তাঁদের COVID-19 নেগেটিভের শংসাপত্র দেখাতে হবে ৷ যাত্রা শুরুর আগে তাঁদের পরীক্ষাও করা হবে ৷ এছাড়াও তিনি বলেন, 55 বছরের উপরে কাউকে যাত্রার অনুমতি দেওয়া হবে না ৷

এদিকে পুণ্যার্থীদের জন্য এবার গুহা থেকে সকাল ও সন্ধ্যার আরতি সরাসরি সম্প্রচারের চেষ্টা করছে শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড ৷ যদিও এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.