ETV Bharat / bharat

তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত 79 - কোরোনা আপডেট

তিনদিনে তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 142জন । তাঁদের মধ্যে পাঁচজন ভিনরাজ্যের শ্রমিক রয়েছেন । এই তিনদিনের মধ্যে সোমবারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । গ্রেটার হায়দরাবাদেই এই 142জন আক্রান্ত ।

telangana
telangana
author img

By

Published : May 12, 2020, 10:50 AM IST

হায়দরাবাদ (তেলাঙ্গানা), 12 মে : তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 79 জন । রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1275 । গত তিনদিনে তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 142 জন । তাঁদের মধ্যে পাঁচজন ভিনরাজ্যের শ্রমিক । এই তিনদিনের মধ্যে সোমবারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । গ্রেটার হায়দরাবাদেই এই 142 জন আক্রান্ত ।

কিন্তু কী কারণে সংক্রমণে হঠাৎ বৃদ্ধি সে বিষয়ে রাজ্যের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি । জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ডিরেক্টর জানিয়েছেন, গতকাল 50 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এখনও পর্যন্ত মোট 801 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । 444 জন আক্রান্ত হায়দরাবাদের গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন ।

গত 7-10 দিনে তেলাঙ্গানায় সংক্রমণ তুলনামূলক কমেছিল । সরকারের বিশ্বাস ছিল, 8 মে পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হবেন না । কিন্তু কোরোনা সংক্রমণের এই হঠাৎ বৃদ্ধি চিন্তায় ফেলল KCR সরকারকে । গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম এলাকায় কোরোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি । সম্পূর্ণ রাজ্যে আক্রান্তের প্রায় 60 শতাংশ । হায়দরাবাদ শহর এবং এর আশপাশের কয়েকটি এলাকা এই পৌরনিগমের অধীনে পড়ে ।

14দিনে মোট 26টি জেলায় নতুন করে কোরোনা সংক্রমণ হয়নি । তিনটি জেলায় একজনও কোরোনা আক্রান্ত নেই । তেলাঙ্গানা সরকারের তরফে কেন্দ্রের কাছে 14টি জেলাকে রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োন করার এবং তিনটি জেলাকে গ্রিন জ়োন করার অনুরোধ করা হয়েছে । ফলে, তেলাঙ্গানায় তিনটে রেড জ়োন জেলা থাকবে- হায়দরাবাদ, রাঙ্গারেড্ডি এবং মেচাল।

হায়দরাবাদ (তেলাঙ্গানা), 12 মে : তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 79 জন । রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1275 । গত তিনদিনে তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 142 জন । তাঁদের মধ্যে পাঁচজন ভিনরাজ্যের শ্রমিক । এই তিনদিনের মধ্যে সোমবারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । গ্রেটার হায়দরাবাদেই এই 142 জন আক্রান্ত ।

কিন্তু কী কারণে সংক্রমণে হঠাৎ বৃদ্ধি সে বিষয়ে রাজ্যের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি । জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ডিরেক্টর জানিয়েছেন, গতকাল 50 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এখনও পর্যন্ত মোট 801 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । 444 জন আক্রান্ত হায়দরাবাদের গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন ।

গত 7-10 দিনে তেলাঙ্গানায় সংক্রমণ তুলনামূলক কমেছিল । সরকারের বিশ্বাস ছিল, 8 মে পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হবেন না । কিন্তু কোরোনা সংক্রমণের এই হঠাৎ বৃদ্ধি চিন্তায় ফেলল KCR সরকারকে । গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম এলাকায় কোরোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি । সম্পূর্ণ রাজ্যে আক্রান্তের প্রায় 60 শতাংশ । হায়দরাবাদ শহর এবং এর আশপাশের কয়েকটি এলাকা এই পৌরনিগমের অধীনে পড়ে ।

14দিনে মোট 26টি জেলায় নতুন করে কোরোনা সংক্রমণ হয়নি । তিনটি জেলায় একজনও কোরোনা আক্রান্ত নেই । তেলাঙ্গানা সরকারের তরফে কেন্দ্রের কাছে 14টি জেলাকে রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োন করার এবং তিনটি জেলাকে গ্রিন জ়োন করার অনুরোধ করা হয়েছে । ফলে, তেলাঙ্গানায় তিনটে রেড জ়োন জেলা থাকবে- হায়দরাবাদ, রাঙ্গারেড্ডি এবং মেচাল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.