ETV Bharat / bharat

জুলাইতেই NEET, IIT-JEE (মেইন)

এ-বার 15 লাখেরও বেশি পড়ুয়া NEET পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন ।

author img

By

Published : May 5, 2020, 3:35 PM IST

IIT JEE
ছবি

দিল্লি, 5 মে : ঘোষণা হল IIT-JEE (মেইন) পরীক্ষার সূচি । জুলাই মাসের 18, 20, 21, 22 ও 23 তারিখে পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে । পাশাপাশি IIT-JEE অ্যাডভান্সড পরীক্ষা হবে অগাস্ট মাসে । তবে পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি ।

ঘোষণা হয়েছে NEET পরীক্ষার দিনও । আগামী 26 জুলাই NEET পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তার জেরেই পিছিয়ে গিয়েছিল সমস্ত পরীক্ষা । লকডাউন আংশিকভাবে শিথিল হতেই এবার IIT-JEE (মেইন) ও NEET-এর পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল কেন্দ্র । তবে CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসূচি নিয়ে এখনও কিছু জানানো হয়নি । এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ।

  • IIT-JEE (Main) examination to be held on 18, 20, 21, 22, & 23 July. IIT-JEE Advance exam to held in August, date to be announced later. NEET exam to be held on 26th July: Ramesh Pokhriyal, Union Human Resource Development Minister pic.twitter.com/uG0P3FbD3b

    — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ-বার 15 লাখেরও বেশি পড়ুয়া NEET পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন । IIT বাদে বাকি ইঞ্জিনিয়রিং কলেজগুলির জন্য JEE (মেইন) পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন 9 লাখেরও বেশি পড়ুয়া ।

দিল্লি, 5 মে : ঘোষণা হল IIT-JEE (মেইন) পরীক্ষার সূচি । জুলাই মাসের 18, 20, 21, 22 ও 23 তারিখে পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে । পাশাপাশি IIT-JEE অ্যাডভান্সড পরীক্ষা হবে অগাস্ট মাসে । তবে পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি ।

ঘোষণা হয়েছে NEET পরীক্ষার দিনও । আগামী 26 জুলাই NEET পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তার জেরেই পিছিয়ে গিয়েছিল সমস্ত পরীক্ষা । লকডাউন আংশিকভাবে শিথিল হতেই এবার IIT-JEE (মেইন) ও NEET-এর পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল কেন্দ্র । তবে CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসূচি নিয়ে এখনও কিছু জানানো হয়নি । এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ।

  • IIT-JEE (Main) examination to be held on 18, 20, 21, 22, & 23 July. IIT-JEE Advance exam to held in August, date to be announced later. NEET exam to be held on 26th July: Ramesh Pokhriyal, Union Human Resource Development Minister pic.twitter.com/uG0P3FbD3b

    — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ-বার 15 লাখেরও বেশি পড়ুয়া NEET পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন । IIT বাদে বাকি ইঞ্জিনিয়রিং কলেজগুলির জন্য JEE (মেইন) পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন 9 লাখেরও বেশি পড়ুয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.