ETV Bharat / bharat

এবার অন্য় বেঞ্চে, পিছিয়ে গেল প্রশান্ত ভূষণ মামলার শুনানি - সুপ্রিম কোর্ট

বিচারাধীন মামলা প্রসঙ্গে আইনজীবীদের সংবাদমাধ্যমে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অরুণ মিশ্র ৷

If you hurt someone, why not apology: sc on Prashant Bhushan case
আইনজীবী প্রশান্ত ভূষণ
author img

By

Published : Aug 25, 2020, 7:31 PM IST

দিল্লি, 25 অগাস্ট : পিছিয়ে গেল প্রশান্ত ভূষণের আদালত অবমাননা মামলার শুনানি ৷ পাশাপাশি তাঁর মামলাটি অন্য বেঞ্চে শুনানির জন্য সুপারিশ করেন বিচারপতি অরুণ মিশ্র ৷ এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, "আমি আর বেশি দিন দায়িত্বে নেই ৷ তাই মামলাটি অন্য বেঞ্চে শুনানি করা হোক ৷" প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠনের পর মামলাটি শুনানি হবে ৷ 10 সেপ্টম্বর মামলাটির শুনানির পরবর্তী দিন ধার্য করা হয় ৷
এদিন প্রশান্ত ভূষণ মামলার শুনানিতে বিচারপতি অরুণ মিশ্র বলেন, " আমরা সদর্থক সমালোচনা সহ্য করি ৷ সদর্থক সমালোচনা স্বাগতও জানাই ৷" পাশাপাশি অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালও শীর্ষ আদালতে প্রশান্ত ভূষণ মামলা বন্ধ করে দেওয়ার আর্জি জানান ৷ এই মামলায় প্রশান্ত ভূষণকে সতর্ক করে ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি ৷ এপ্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন, "তাঁকে সর্তক করে ছেড়ে দেওয়া হোক ৷ ভষিষ্যতে যাতে এধরণের কোনও কাজ না করে সেবষিয়েও তাঁকে সতর্ক করে দেওয়া হোক ৷ তাঁকে কোনও শাস্তি দেওয়ার প্রয়োজন নেই ৷"
উল্লেখ্য, গত 27 ও 29 জুন পরপর দুটি টুইটি করেন প্রশান্ত ভূষণ ৷ একটি টুইটে দেশের শীর্ষ আদালতকে আক্রমণ করেন ৷ অপর টুইটে তিনি প্রধান বিচারপতি এস এ বোবদে-কে আক্রমণ করেন ৷ মামলার শুনানিতে প্রশান্ত ভূষণকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ কিন্তু, তিনি ক্ষমা চাননি ৷ এপ্রসঙ্গে এদিন দেশের শীর্ষ আদালত বলে, "যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা চাইতে আপত্তি কেন?" পাশাপাশি শীর্ষ আদালতের তরফে বলা হয়, "প্রশান্ত ভূষণকে তাঁর টুইট প্রসঙ্গে ক্ষমা চাইতে বলা হয়েছিল ৷ এ প্রসঙ্গে তিনি যা উত্তর দিয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক ৷ এটা একেবারেই অনুচিত ৷ প্রশান্ত ভূষণের মতো 30 বছরের ওপর অভিজ্ঞতা সম্পন্ন একজন আইজীবীর এটা কখনওই করা উচিত নয় ৷"

দিল্লি, 25 অগাস্ট : পিছিয়ে গেল প্রশান্ত ভূষণের আদালত অবমাননা মামলার শুনানি ৷ পাশাপাশি তাঁর মামলাটি অন্য বেঞ্চে শুনানির জন্য সুপারিশ করেন বিচারপতি অরুণ মিশ্র ৷ এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, "আমি আর বেশি দিন দায়িত্বে নেই ৷ তাই মামলাটি অন্য বেঞ্চে শুনানি করা হোক ৷" প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠনের পর মামলাটি শুনানি হবে ৷ 10 সেপ্টম্বর মামলাটির শুনানির পরবর্তী দিন ধার্য করা হয় ৷
এদিন প্রশান্ত ভূষণ মামলার শুনানিতে বিচারপতি অরুণ মিশ্র বলেন, " আমরা সদর্থক সমালোচনা সহ্য করি ৷ সদর্থক সমালোচনা স্বাগতও জানাই ৷" পাশাপাশি অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালও শীর্ষ আদালতে প্রশান্ত ভূষণ মামলা বন্ধ করে দেওয়ার আর্জি জানান ৷ এই মামলায় প্রশান্ত ভূষণকে সতর্ক করে ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি ৷ এপ্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন, "তাঁকে সর্তক করে ছেড়ে দেওয়া হোক ৷ ভষিষ্যতে যাতে এধরণের কোনও কাজ না করে সেবষিয়েও তাঁকে সতর্ক করে দেওয়া হোক ৷ তাঁকে কোনও শাস্তি দেওয়ার প্রয়োজন নেই ৷"
উল্লেখ্য, গত 27 ও 29 জুন পরপর দুটি টুইটি করেন প্রশান্ত ভূষণ ৷ একটি টুইটে দেশের শীর্ষ আদালতকে আক্রমণ করেন ৷ অপর টুইটে তিনি প্রধান বিচারপতি এস এ বোবদে-কে আক্রমণ করেন ৷ মামলার শুনানিতে প্রশান্ত ভূষণকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ কিন্তু, তিনি ক্ষমা চাননি ৷ এপ্রসঙ্গে এদিন দেশের শীর্ষ আদালত বলে, "যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা চাইতে আপত্তি কেন?" পাশাপাশি শীর্ষ আদালতের তরফে বলা হয়, "প্রশান্ত ভূষণকে তাঁর টুইট প্রসঙ্গে ক্ষমা চাইতে বলা হয়েছিল ৷ এ প্রসঙ্গে তিনি যা উত্তর দিয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক ৷ এটা একেবারেই অনুচিত ৷ প্রশান্ত ভূষণের মতো 30 বছরের ওপর অভিজ্ঞতা সম্পন্ন একজন আইজীবীর এটা কখনওই করা উচিত নয় ৷"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.