ETV Bharat / bharat

এই 10 রাজ্য কোরোনাকে হারালে জয় নিশ্চিত : প্রধানমন্ত্রী - 10টি রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ

10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্য়মে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে । ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । বৈঠকের পরবর্তী সময়ে মোদি জানান, 10 রাজ্যে সংক্রমণ বেশি । মোট সক্রিয় আক্রান্তের 80 শতাংশ এই 10 রাজ্যে । আজ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে । তার মধ্যে বেশিরভাগ আক্রান্ত 10 রাজ্যেই ।

modi
ফাইল ছবি
author img

By

Published : Aug 11, 2020, 6:05 PM IST

দিল্লি ও কলকাতা, 11 অগাস্ট : ভারতে সক্রিয় কোরোনা আক্রান্তের 80 শতাংশই রয়েছে 10টি রাজ্যে । দেশে সক্রিয় আক্রান্ত ছয় লাখের বেশি । কারণ, এই রাজ্যগুলিতে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে নয় । 10টি রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও । তবে সংশ্লিষ্ট এই রাজ্যে পরীক্ষার হার বেড়েছে বলে আজ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ভার্চুয়াল বৈঠক করেন ।

আনলকের তৃতীয় পর্যায়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ করছে কেন্দ্র । তবে, এই মুহূর্তে মোট 10টি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় । যা যথেষ্ট ভাবাচ্ছে কেন্দ্রকে । উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে । অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাত, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এই 10টি রাজ্য রয়েছে সর্বাধিক সংক্রমণের তালিকায় । কোরোনা ভাইরাসের বিরুদ্ধে জয় আসবে যদি এই 10টি রাজ্য ভাইরাসকে পরাজিত করতে পারে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এবিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী।

ভিডিয়ো কন্ফারেন্সে রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । উঠে আসে সুবিধা-অসুবিধার কথা । একাধিক রাজ্য কোরোনা মোকাবিলায় যথেষ্ট তহবিল নেই বলে জানায় । পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও একথা জানান । রাজ্যের বিপর্যয় ত্রাণ তহবিলের 35 শতাংশ কোভিড সংক্রান্ত ব্যয়ের জন্য ধার্য করা হয়েছে পঞ্জাবে । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা মেনে এই পদক্ষেপ করেছে পঞ্জাব সরকার । কিন্তু, এই পরিস্থিতিতে এই পরিমাণ অর্থ যথেষ্ট নয় বলে বৈঠকে অভিযোগ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী । অমরিন্দর সিং বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ীই 35 শতাংশ ধার্য করা হয়েছে । কিন্তু তা এই মুহূর্তে যথেষ্ট নয় । "

বৈঠক শেষে দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে একাধিক বার্তা দেন প্রধানমন্ত্রী । কেন এখনও দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় লাখের বেশি, সেই কারণও তুলে ধরেন । মূলত 10টি রাজ্যের সংক্রমণই সক্রিয় আক্রান্তে রাশ টানতে পারছে না বলে জানান মোদি । বলেন, "10 রাজ্যে সংক্রমণ বেশি । মোট সক্রিয় আক্রান্তের 80 শতাংশ রয়েছে এই 10 রাজ্যে । আজ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে । তার মধ্যে বেশিরভাগ আক্রান্ত 10 রাজ্যেই ।"

তবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা হয়েছিল বলে আজ ভারত অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিও চেষ্টা করছে । সংক্রমণের বিরুদ্ধে লড়ছে । তবে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করলে জয় আসবে বলে নিশ্চিত করেন তিনি । দেশে কোরোনা সংক্রমণে মৃত্যুর হার কম । এই কথা আগেও জানিয়েছিলেন মোদি । আজ আবার সেই কথাই উল্লেখ করেন । প্রধানমন্ত্রী বলেন, মৃত্যুর হার আগেও কম ছিল । আরও কম হচ্ছে । তবে, মৃত্যুর হার এক শতাংশেরও নিচে আনতে হবে ।

একইসঙ্গে সুস্থতার হারও বাড়ছে বলে আশ্বাস দেন । মোদি বলেন, "সুস্থতার হার বাড়ছে । আমরা সফল হচ্ছি । মানুষের মধ্যে ভরসা বাড়ছে । ভয় কমেছে । পরীক্ষা বাড়লে সাফল্য বাড়বে । "

তবে 10টি সর্বাধিক সংক্রমিত রাজ্যকে নিয়ে বেশ চিন্তায় কেন্দ্র । সংক্রমণে রাশ টানতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । এই মুহূর্তে আনলকের তৃতীয় পর্যায় চলছে । সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে রাজ্যগুলিকে । গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই । অগাস্টের নির্দিষ্ট কয়েকদিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । এই পদ্ধতি সংক্রমণে রাশ টানতে সক্ষম বলে মনে করছে রাজ্য বিশেষজ্ঞ মহল । তবে আজ প্রধানমন্ত্রীর সতর্কতা পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যগুলিকে আরও কিছুটা হুঁশিয়ার করল বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।

দিল্লি ও কলকাতা, 11 অগাস্ট : ভারতে সক্রিয় কোরোনা আক্রান্তের 80 শতাংশই রয়েছে 10টি রাজ্যে । দেশে সক্রিয় আক্রান্ত ছয় লাখের বেশি । কারণ, এই রাজ্যগুলিতে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে নয় । 10টি রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও । তবে সংশ্লিষ্ট এই রাজ্যে পরীক্ষার হার বেড়েছে বলে আজ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ভার্চুয়াল বৈঠক করেন ।

আনলকের তৃতীয় পর্যায়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ করছে কেন্দ্র । তবে, এই মুহূর্তে মোট 10টি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় । যা যথেষ্ট ভাবাচ্ছে কেন্দ্রকে । উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে । অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাত, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এই 10টি রাজ্য রয়েছে সর্বাধিক সংক্রমণের তালিকায় । কোরোনা ভাইরাসের বিরুদ্ধে জয় আসবে যদি এই 10টি রাজ্য ভাইরাসকে পরাজিত করতে পারে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এবিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী।

ভিডিয়ো কন্ফারেন্সে রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । উঠে আসে সুবিধা-অসুবিধার কথা । একাধিক রাজ্য কোরোনা মোকাবিলায় যথেষ্ট তহবিল নেই বলে জানায় । পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও একথা জানান । রাজ্যের বিপর্যয় ত্রাণ তহবিলের 35 শতাংশ কোভিড সংক্রান্ত ব্যয়ের জন্য ধার্য করা হয়েছে পঞ্জাবে । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা মেনে এই পদক্ষেপ করেছে পঞ্জাব সরকার । কিন্তু, এই পরিস্থিতিতে এই পরিমাণ অর্থ যথেষ্ট নয় বলে বৈঠকে অভিযোগ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী । অমরিন্দর সিং বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ীই 35 শতাংশ ধার্য করা হয়েছে । কিন্তু তা এই মুহূর্তে যথেষ্ট নয় । "

বৈঠক শেষে দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে একাধিক বার্তা দেন প্রধানমন্ত্রী । কেন এখনও দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় লাখের বেশি, সেই কারণও তুলে ধরেন । মূলত 10টি রাজ্যের সংক্রমণই সক্রিয় আক্রান্তে রাশ টানতে পারছে না বলে জানান মোদি । বলেন, "10 রাজ্যে সংক্রমণ বেশি । মোট সক্রিয় আক্রান্তের 80 শতাংশ রয়েছে এই 10 রাজ্যে । আজ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে । তার মধ্যে বেশিরভাগ আক্রান্ত 10 রাজ্যেই ।"

তবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা হয়েছিল বলে আজ ভারত অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিও চেষ্টা করছে । সংক্রমণের বিরুদ্ধে লড়ছে । তবে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করলে জয় আসবে বলে নিশ্চিত করেন তিনি । দেশে কোরোনা সংক্রমণে মৃত্যুর হার কম । এই কথা আগেও জানিয়েছিলেন মোদি । আজ আবার সেই কথাই উল্লেখ করেন । প্রধানমন্ত্রী বলেন, মৃত্যুর হার আগেও কম ছিল । আরও কম হচ্ছে । তবে, মৃত্যুর হার এক শতাংশেরও নিচে আনতে হবে ।

একইসঙ্গে সুস্থতার হারও বাড়ছে বলে আশ্বাস দেন । মোদি বলেন, "সুস্থতার হার বাড়ছে । আমরা সফল হচ্ছি । মানুষের মধ্যে ভরসা বাড়ছে । ভয় কমেছে । পরীক্ষা বাড়লে সাফল্য বাড়বে । "

তবে 10টি সর্বাধিক সংক্রমিত রাজ্যকে নিয়ে বেশ চিন্তায় কেন্দ্র । সংক্রমণে রাশ টানতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । এই মুহূর্তে আনলকের তৃতীয় পর্যায় চলছে । সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে রাজ্যগুলিকে । গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই । অগাস্টের নির্দিষ্ট কয়েকদিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে । এই পদ্ধতি সংক্রমণে রাশ টানতে সক্ষম বলে মনে করছে রাজ্য বিশেষজ্ঞ মহল । তবে আজ প্রধানমন্ত্রীর সতর্কতা পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যগুলিকে আরও কিছুটা হুঁশিয়ার করল বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.