দিল্লি, 27 ডিসেম্বর : জাতীয় জনসংখ্যা পঞ্জি বা NPR হলে বাড়তি করের বোঝা চাপবে গরিবদের উপর । একথা বলার পরই রাহুল গান্ধিকে কটাক্ষ করল BJP । মিথ্যেবাদীর বিভাগ থাকলে 2019 সালে সবচেয়ে বড় মিথ্যাবাদী প্রমাণিত হবে সেই একথা বললেন প্রকাশ জাওড়েকর । রাহুল গান্ধি মিথ্যে কথা বলে তাঁর দল ও পরিবারকে অস্বস্তিতে ফেলেছেন বলেও দাবি করেন তিনি ।
আজ রায়পুরে ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যালে গেছিলেন রাহুল গান্ধি । অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, "NRC হোক বা NPR, করের বোঝা চাপবে গরিবের উপরই । নোট বাতিলের সময়ও সেটাই হয়েছিল ।" এই মন্তব্যের পরই BJP তাঁকে মিথ্যেবাদী বলতে শুরু করে । প্রকাশ জাওড়েকর অভিযোগ করেন, কংগ্রেস দেশে অস্থিরতা তৈরি করতে চায় । NPR সমর্থনের জন্য তিনি জনসাধারণের কাছে আবেদন জানান । বলেন, "NPR-এর জন্য কারও থেকে টাকা নেওয়া হবে না । এর মাধ্যমে শুধু চিহ্নিত করা হবে কে বা কারা গরিব । সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি যাতে তাদের কাছে পৌঁছায়, সেজন্যই NPR করা হচ্ছে ।" একইসঙ্গে উল্লেখ করেন, 2010 সালেও NRP হয়েছিল ।
এতেই শেষ নয়, রাহুল গান্ধি সম্পর্কে বলতে গিয়ে জাওড়েকর আরও বলেন, "রাহুল যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন সবসময় মিথ্যেই বলতেন । এখন সভাপতি নেই তাও মিথ্যে কথা বলছেন । যদি বছরের সেরা মিথ্যাবাদী হিসেবে কাউকে পুরস্কার দিতে হত, তাহলে তা পেতেন রাহুল গান্ধি ।"