ETV Bharat / bharat

বছরের সেরা মিথ্যেবাদী রাহুল, কটাক্ষ জাওড়েকরের - Rahul Gandhi

"NRC হোক বা NPR, করের বোঝা চাপবে গরিবের উপরই ।" রাহুলের এই মন্তব্যকে কটাক্ষ করে প্রকাশ জাওড়েকর বলেন, "যদি বছরের সেরা মিথ্যাবাদী হিসেবে কাউকে পুরস্কার দিতে হত, তাহলে তা পেতেন রাহুল গান্ধি ।"

রাহুল
রাহুল
author img

By

Published : Dec 27, 2019, 11:08 PM IST

দিল্লি, 27 ডিসেম্বর : জাতীয় জনসংখ্যা পঞ্জি বা NPR হলে বাড়তি করের বোঝা চাপবে গরিবদের উপর । একথা বলার পরই রাহুল গান্ধিকে কটাক্ষ করল BJP । মিথ্যেবাদীর বিভাগ থাকলে 2019 সালে সবচেয়ে বড় মিথ্যাবাদী প্রমাণিত হবে সেই একথা বললেন প্রকাশ জাওড়েকর । রাহুল গান্ধি মিথ্যে কথা বলে তাঁর দল ও পরিবারকে অস্বস্তিতে ফেলেছেন বলেও দাবি করেন তিনি ।

আজ রায়পুরে ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যালে গেছিলেন রাহুল গান্ধি । অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, "NRC হোক বা NPR, করের বোঝা চাপবে গরিবের উপরই । নোট বাতিলের সময়ও সেটাই হয়েছিল ।" এই মন্তব্যের পরই BJP তাঁকে মিথ্যেবাদী বলতে শুরু করে । প্রকাশ জাওড়েকর অভিযোগ করেন, কংগ্রেস দেশে অস্থিরতা তৈরি করতে চায় । NPR সমর্থনের জন্য তিনি জনসাধারণের কাছে আবেদন জানান । বলেন, "NPR-এর জন্য কারও থেকে টাকা নেওয়া হবে না । এর মাধ্যমে শুধু চিহ্নিত করা হবে কে বা কারা গরিব । সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি যাতে তাদের কাছে পৌঁছায়, সেজন্যই NPR করা হচ্ছে ।" একইসঙ্গে উল্লেখ করেন, 2010 সালেও NRP হয়েছিল ।

এতেই শেষ নয়, রাহুল গান্ধি সম্পর্কে বলতে গিয়ে জাওড়েকর আরও বলেন, "রাহুল যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন সবসময় মিথ্যেই বলতেন । এখন সভাপতি নেই তাও মিথ্যে কথা বলছেন । যদি বছরের সেরা মিথ্যাবাদী হিসেবে কাউকে পুরস্কার দিতে হত, তাহলে তা পেতেন রাহুল গান্ধি ।"

দিল্লি, 27 ডিসেম্বর : জাতীয় জনসংখ্যা পঞ্জি বা NPR হলে বাড়তি করের বোঝা চাপবে গরিবদের উপর । একথা বলার পরই রাহুল গান্ধিকে কটাক্ষ করল BJP । মিথ্যেবাদীর বিভাগ থাকলে 2019 সালে সবচেয়ে বড় মিথ্যাবাদী প্রমাণিত হবে সেই একথা বললেন প্রকাশ জাওড়েকর । রাহুল গান্ধি মিথ্যে কথা বলে তাঁর দল ও পরিবারকে অস্বস্তিতে ফেলেছেন বলেও দাবি করেন তিনি ।

আজ রায়পুরে ন্যাশনাল ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যালে গেছিলেন রাহুল গান্ধি । অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, "NRC হোক বা NPR, করের বোঝা চাপবে গরিবের উপরই । নোট বাতিলের সময়ও সেটাই হয়েছিল ।" এই মন্তব্যের পরই BJP তাঁকে মিথ্যেবাদী বলতে শুরু করে । প্রকাশ জাওড়েকর অভিযোগ করেন, কংগ্রেস দেশে অস্থিরতা তৈরি করতে চায় । NPR সমর্থনের জন্য তিনি জনসাধারণের কাছে আবেদন জানান । বলেন, "NPR-এর জন্য কারও থেকে টাকা নেওয়া হবে না । এর মাধ্যমে শুধু চিহ্নিত করা হবে কে বা কারা গরিব । সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি যাতে তাদের কাছে পৌঁছায়, সেজন্যই NPR করা হচ্ছে ।" একইসঙ্গে উল্লেখ করেন, 2010 সালেও NRP হয়েছিল ।

এতেই শেষ নয়, রাহুল গান্ধি সম্পর্কে বলতে গিয়ে জাওড়েকর আরও বলেন, "রাহুল যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন সবসময় মিথ্যেই বলতেন । এখন সভাপতি নেই তাও মিথ্যে কথা বলছেন । যদি বছরের সেরা মিথ্যাবাদী হিসেবে কাউকে পুরস্কার দিতে হত, তাহলে তা পেতেন রাহুল গান্ধি ।"

New Delhi, Dec 27 (ANI): Daawat Kameda India Pvt Ltd, 51:49 joint venture between LT Foods and Kameda Seika of Japan, inaugurated a new manufacturing facility at Sonepat on Friday. LT Foods is a leading rice-based food company with global brands of Basmati like Daawat and Royal, and other specialty rice, organic foods, and rice-based convenience products. Kameda Seika, a Japanese snack food major, had formed the joint venture in 2017 to manufacture rice-based premium snacks in India. Based on changing consumer needs, preferences and demand for healthy snacks, Kameda Seika ventured into the premium snacks category with its rice-based snacks 'Kari Kari.' After the test launch in Delhi-NCR, Mumbai, and Bangalore across Modern Trade Stores, the joint venture company will now manufacture these rice-based snacks India at the new facility in Sonepat. The company will use locally-sourced ingredients and raw materials besides expanding its distribution pan India, it said in a statement. On BSE Ltd, LT Foods stock closed 6.43 per cent higher on Friday at Rs 22.35 apiece.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.