ETV Bharat / bharat

মিশন গগনায়ন : পোলাও থেকে হালুয়া, মহাকাশচারীদের খাদ্য তালিকায় আর কী কী ? - foods

ইডলি থেকে এগরোল, মহাকাশচারীদের খাদ্য তালিকায় রয়েছে আরও মুখোরচক খাবার ৷ সঙ্গে তাঁদের জল বা জুস খেতে যাতে অসুবিধা না হয়, তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ পাত্রও ৷

মহাকাশচারীদের খাদ্য তালিকা
মহাকাশচারীদের খাদ্য তালিকা
author img

By

Published : Jan 7, 2020, 9:57 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : মিশন 'গগনায়ন'-র জন্য প্রস্তুত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন (ISRO) ৷ 2021-এর ডিসেম্বর এই মিশনের জন্য মহাকাশচারী পাঠাবে ISRO ৷ মাইসোরের প্রতিরক্ষা মন্ত্রকের খাদ্য বিষয়ক গবেষণাগার এই মহাকাশচারীর জন্য বিশেষ খাবার ও তরল প্যাকেজ তৈরি করছে ৷

মহাকাশচারীর জন্য তৈরি খাবারের মেনুতে থাকছে এগরোল, ভেজরোল, ইডলি, মুগ ডালের হালুয়া ও ভেজ পোলাও ৷ মহাকাশচারীর স্পেসে তরল জাতীয় খাবার খেতে যাতে অসুবিধা না হয়, তার জন্য মন্ত্রকের তরফে জল ও জুস রাখার বিশেষ পাত্র তৈরি করা হয়েছে ৷

ISRO-র তরফে বলা হয়েছে, 2021-র ডিসেম্বরে স্পেসে একজনকে পাঠানোর লক্ষ্য নিয়েছে ভারত ৷ গগনায়ন হল এমন একটি অর্বাইটাল স্পেসক্র্যাফট, যেটি কমপক্ষে সাতদিনের জন্য তিনজন মহাকাশচারীকে বহন করতে পারবে ৷ 2018 সালে স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে এই প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই 'গগনায়ন' মিশনের জন্য খরচ হবে আনুমানিক 10 হাজার কোটি টাকা ৷ ISRO-র চেয়ারম্যান জানান, তাঁরা চারজন মহাকাশচারীকে চিহ্নিত করে রেখেছেন ৷ এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাশিয়াতে তাঁদের প্রশিক্ষণ শুরু করা হবে ৷

দিল্লি, 7 জানুয়ারি : মিশন 'গগনায়ন'-র জন্য প্রস্তুত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন (ISRO) ৷ 2021-এর ডিসেম্বর এই মিশনের জন্য মহাকাশচারী পাঠাবে ISRO ৷ মাইসোরের প্রতিরক্ষা মন্ত্রকের খাদ্য বিষয়ক গবেষণাগার এই মহাকাশচারীর জন্য বিশেষ খাবার ও তরল প্যাকেজ তৈরি করছে ৷

মহাকাশচারীর জন্য তৈরি খাবারের মেনুতে থাকছে এগরোল, ভেজরোল, ইডলি, মুগ ডালের হালুয়া ও ভেজ পোলাও ৷ মহাকাশচারীর স্পেসে তরল জাতীয় খাবার খেতে যাতে অসুবিধা না হয়, তার জন্য মন্ত্রকের তরফে জল ও জুস রাখার বিশেষ পাত্র তৈরি করা হয়েছে ৷

ISRO-র তরফে বলা হয়েছে, 2021-র ডিসেম্বরে স্পেসে একজনকে পাঠানোর লক্ষ্য নিয়েছে ভারত ৷ গগনায়ন হল এমন একটি অর্বাইটাল স্পেসক্র্যাফট, যেটি কমপক্ষে সাতদিনের জন্য তিনজন মহাকাশচারীকে বহন করতে পারবে ৷ 2018 সালে স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে এই প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই 'গগনায়ন' মিশনের জন্য খরচ হবে আনুমানিক 10 হাজার কোটি টাকা ৷ ISRO-র চেয়ারম্যান জানান, তাঁরা চারজন মহাকাশচারীকে চিহ্নিত করে রেখেছেন ৷ এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাশিয়াতে তাঁদের প্রশিক্ষণ শুরু করা হবে ৷

New Delhi, Jan 06 (ANI): Prime Minister Narendra Modi met Singapore's Senior Minister and Coordinating Minister for Social Policies, Tharman Shanmugaratnam in Delhi on January 06. Both the leaders discussed several matters of mutual interest in the sphere of economic cooperation.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.