ETV Bharat / bharat

কোরোনা ভ্যাকসিন তৈরিতে ভারত বায়োটেকের সঙ্গে গাঁটছড়া বাঁধল ICMR - covid 19 news

ভারত বায়োটেকের এই হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডি প্রকল্পের লক্ষ্য, SARS-CoV2 ভাইরাসকে নিষ্ক্রিয় করতে একটি অত্যন্ত কার্যকর এবং মানবশরীর ভিত্তিক মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা, যা এই জাতীয় চিকিৎসার ক্ষেত্রে যথোপযোগী বিকল্প হিসেবে কাজ করতে পারে ।

ছবি
ছবি
author img

By

Published : May 8, 2020, 8:23 PM IST

Updated : May 9, 2020, 8:43 PM IST

হায়দরাবাদ, 8 মে : কোরোনা সংক্রমণের চিকিৎসায় হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হতে চলেছে । এই প্রকল্পটির নেতৃত্বে রয়েছে ভারত বায়োটেক । কোরোনা ভ্যাকসিন তৈরির এই প্রকল্পে এবার ভারত বায়োটেকের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । ইতিমধ্যেই দা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) তার অধীনস্থ NMITLI প্রোগ্রামে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে ।

ভ্যাকসিন ও বায়ো-থেরাপিউটিকস উৎপাদনের ক্ষেত্রে অন্যতম শীর্ষ সংস্থা ভারত বায়োটেক । বিশ্বের 65-টিরও বেশি দেশে এজাতীয় নানা পণ্য সরবরাহ করে এই সংস্থা। এই প্রকল্পটির বাস্তবায়নে ন্যাশনাল সেন্টার ফর সেল সাইন্স(NCCS), পুনে অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্দোর অ্যান্ড ইন্ডাস্ট্রি- প্রেডোমিক্স টেকনোলজিজ় ও ভারত বায়োটেক সংযুক্ত হয়ে কাজ করছে ।

যদিও কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ওষুধ এবং ভ্যাকসিন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । তবে এই প্রক্রিয়াগুলি খুব ধীরগতিসম্পন্ন এবং ব্যয়বহুল । পাশাপাশি এর কোনও নিশ্চয়তাও নেই । তাই, ভাইরাস সংক্রমণ প্রতিরোধে একটি বিকল্প থেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । আর সেই কাজই এবার শুরু হতে চলেছে । এই হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডি প্রকল্পের লক্ষ্য, SARS-CoV2 ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম একটি অত্যন্ত কার্যকর এবং মানবশরীর ভিত্তিক মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা, যা এই জাতীয় চিকিৎসার ক্ষেত্রে বিকল্প হিসেবে কাজ করতে পারে । ভাইরাস নিষ্ক্রিয়কারী এই অ্যান্টিবডিগুলি ভাইরাসের সঙ্গে আবদ্ধ হয়ে তার সংক্রমণের গতিকে প্রতিরোধ করে ।

CSIR-NMITLI-র অনুমোদন পাওয়ার বিষয়ে ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডঃ কৃষ্ণ এলা বলেন, "টীকাকরণের উদ্দেশ্য হল ভবিষ্যতের সংক্রমণের বিরুদ্ধে মানব শরীরকে রক্ষা করা । কিন্তু শুধুমাত্র এই টীকাকরণ সম্পূর্ণ সমাধান হতে পারে না। আমরা মনে করি, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি একটি যথোপযোগী বিকল্প হিসেবে কাজ করতে পারে।"

এবিষয়ে ডঃ এলার বক্তব্য, " ইতিমধ্যে যাঁরা সংক্রমিত হয়েছেন, কীভাবে তাঁদের চিকিৎসা করা যাবে, এখন সেটাই প্রশ্ন । তা ছাড়া, আমরা এখনও জানি না, একজন বয়স্ক ব্যক্তি ও রোগীদের মধ্যে এই অ্যান্টি-SARS-CoV2 ভ্যাকসিন কীভাবে কাজ করবে। বেশিরভাগ ভারতীয়ই উচ্চ রক্তচাপ, মধুমেহ এবং হৃদরোগে ভুগতে থাকেন । এক্ষেত্রে এই ভ্যাকসিন কীভাবে কাজ করবে, তা দেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ।"

ডঃ এলা আরও বলেন, "ইজ়রায়েল ও নেদারল্যান্ডস উভয়ই ভাইরাস নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি তৈরির কথা ঘোষণা করেছে । আমরা চাইছি অ্যান্টিবডিগুলিকে নিষ্ক্রিয় করার জন্য একটি শক্তিশালী ভাইরাস নিষ্ক্রিয়কারী ককটেল তৈরি করতে, যা মানব শরীরে ভাইরাসের বারবার গঠনগত পরিবর্তনকেও প্রতিরোধ করবে । আগামী 6 মাসের মধ্যে এই অ্যান্টিবডিগুলি যাতে উপলব্ধ হয়, সেজন্য অ্যান্টিবডি তৈরির কাজ দ্রুততার সঙ্গে চলছে ।"

সম্ভাব্য ভাইরাস সংক্রমণ চিহ্নিত করতে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে ভারত বায়োটেক । ইতিমধ্যেই সফলভাবে 10 টি ভিন্ন ভাইরাল ভ্যাকসিন তৈরি করেছে এই সংস্থা। অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন সহ ভাইরাল ভ্যাকসিনগুলির 5 বিলিয়নের বেশি ডোজ় সরবরাহ করে ফেলেছে এই সংস্থা । একটি উদ্ভাবনী সংস্থা হিসেবে নানা ধরনের থেরাপি ও নিত্যনতুন ভ্যাকসিনের সাহায্য়ে ভাইরাসজনিত রোগের সামাধান ও জনস্বাস্থ্য সুরক্ষিত করতে সদা তৎপর এই সংস্থা । এক্ষেত্রে ভারত বায়োটেক নিজে এবং নানা বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই প্রয়াস চালিয়ে যাচ্ছে ।

হায়দরাবাদ, 8 মে : কোরোনা সংক্রমণের চিকিৎসায় হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হতে চলেছে । এই প্রকল্পটির নেতৃত্বে রয়েছে ভারত বায়োটেক । কোরোনা ভ্যাকসিন তৈরির এই প্রকল্পে এবার ভারত বায়োটেকের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । ইতিমধ্যেই দা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) তার অধীনস্থ NMITLI প্রোগ্রামে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে ।

ভ্যাকসিন ও বায়ো-থেরাপিউটিকস উৎপাদনের ক্ষেত্রে অন্যতম শীর্ষ সংস্থা ভারত বায়োটেক । বিশ্বের 65-টিরও বেশি দেশে এজাতীয় নানা পণ্য সরবরাহ করে এই সংস্থা। এই প্রকল্পটির বাস্তবায়নে ন্যাশনাল সেন্টার ফর সেল সাইন্স(NCCS), পুনে অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্দোর অ্যান্ড ইন্ডাস্ট্রি- প্রেডোমিক্স টেকনোলজিজ় ও ভারত বায়োটেক সংযুক্ত হয়ে কাজ করছে ।

যদিও কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ওষুধ এবং ভ্যাকসিন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । তবে এই প্রক্রিয়াগুলি খুব ধীরগতিসম্পন্ন এবং ব্যয়বহুল । পাশাপাশি এর কোনও নিশ্চয়তাও নেই । তাই, ভাইরাস সংক্রমণ প্রতিরোধে একটি বিকল্প থেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । আর সেই কাজই এবার শুরু হতে চলেছে । এই হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডি প্রকল্পের লক্ষ্য, SARS-CoV2 ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম একটি অত্যন্ত কার্যকর এবং মানবশরীর ভিত্তিক মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা, যা এই জাতীয় চিকিৎসার ক্ষেত্রে বিকল্প হিসেবে কাজ করতে পারে । ভাইরাস নিষ্ক্রিয়কারী এই অ্যান্টিবডিগুলি ভাইরাসের সঙ্গে আবদ্ধ হয়ে তার সংক্রমণের গতিকে প্রতিরোধ করে ।

CSIR-NMITLI-র অনুমোদন পাওয়ার বিষয়ে ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডঃ কৃষ্ণ এলা বলেন, "টীকাকরণের উদ্দেশ্য হল ভবিষ্যতের সংক্রমণের বিরুদ্ধে মানব শরীরকে রক্ষা করা । কিন্তু শুধুমাত্র এই টীকাকরণ সম্পূর্ণ সমাধান হতে পারে না। আমরা মনে করি, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি একটি যথোপযোগী বিকল্প হিসেবে কাজ করতে পারে।"

এবিষয়ে ডঃ এলার বক্তব্য, " ইতিমধ্যে যাঁরা সংক্রমিত হয়েছেন, কীভাবে তাঁদের চিকিৎসা করা যাবে, এখন সেটাই প্রশ্ন । তা ছাড়া, আমরা এখনও জানি না, একজন বয়স্ক ব্যক্তি ও রোগীদের মধ্যে এই অ্যান্টি-SARS-CoV2 ভ্যাকসিন কীভাবে কাজ করবে। বেশিরভাগ ভারতীয়ই উচ্চ রক্তচাপ, মধুমেহ এবং হৃদরোগে ভুগতে থাকেন । এক্ষেত্রে এই ভ্যাকসিন কীভাবে কাজ করবে, তা দেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ।"

ডঃ এলা আরও বলেন, "ইজ়রায়েল ও নেদারল্যান্ডস উভয়ই ভাইরাস নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি তৈরির কথা ঘোষণা করেছে । আমরা চাইছি অ্যান্টিবডিগুলিকে নিষ্ক্রিয় করার জন্য একটি শক্তিশালী ভাইরাস নিষ্ক্রিয়কারী ককটেল তৈরি করতে, যা মানব শরীরে ভাইরাসের বারবার গঠনগত পরিবর্তনকেও প্রতিরোধ করবে । আগামী 6 মাসের মধ্যে এই অ্যান্টিবডিগুলি যাতে উপলব্ধ হয়, সেজন্য অ্যান্টিবডি তৈরির কাজ দ্রুততার সঙ্গে চলছে ।"

সম্ভাব্য ভাইরাস সংক্রমণ চিহ্নিত করতে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে ভারত বায়োটেক । ইতিমধ্যেই সফলভাবে 10 টি ভিন্ন ভাইরাল ভ্যাকসিন তৈরি করেছে এই সংস্থা। অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন সহ ভাইরাল ভ্যাকসিনগুলির 5 বিলিয়নের বেশি ডোজ় সরবরাহ করে ফেলেছে এই সংস্থা । একটি উদ্ভাবনী সংস্থা হিসেবে নানা ধরনের থেরাপি ও নিত্যনতুন ভ্যাকসিনের সাহায্য়ে ভাইরাসজনিত রোগের সামাধান ও জনস্বাস্থ্য সুরক্ষিত করতে সদা তৎপর এই সংস্থা । এক্ষেত্রে ভারত বায়োটেক নিজে এবং নানা বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই প্রয়াস চালিয়ে যাচ্ছে ।

Last Updated : May 9, 2020, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.