ETV Bharat / bharat

15 অগাস্টের মধ্যে কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়ালের ফল - কোভাক্সিন

ভারতে তৈরি প্রথম কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন ‘কোভ্যাকসিন’-র ক্লিনিকাল ট্রায়াল দ্রুত সম্পন্ন করতে BBIL-কে চিঠি লিখেছে ICMR । 15 আগস্টের মধ্য়ে পরীক্ষার ফলাফল জানা যায় সেজন্য একথা জানিয়েছে তারা ৷

ICMR
ICMR
author img

By

Published : Jul 3, 2020, 10:33 AM IST

Updated : Jul 3, 2020, 7:22 PM IST

দিল্লি, 3 জুলাই : 15 অগাস্টের মধ্যে ভারতের বাজারে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র ৷ ICMR ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে কোরোনা ভাইরাসের সম্ভাব্য ওষুধ কোভ্যাকসিন দ্রুত বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে ৷ ইতিমধ্যেই স্টেকহোল্ডারদের ওষুধটিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তবে দীর্ঘ ট্রায়াল প্রক্রিয়ার বিষয়টি নজরে রেখে বিশেষজ্ঞদের মতে, 15 আগস্টের মধ্যে ভ্যাকসিনটি বাজারে আনা বাস্তবে সম্ভব নয় ৷ বছর শেষে হয়তো ভ্যাকসিনটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে উপলব্ধ হবে ৷

ICMR-র ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব চিঠিতে লেখেন, ‘‘ভারতে এই প্রথম ভ্যাকসিন তৈরি করা হল এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প । যার উপর সরাসরি নজর রাখছে সরকার ৷ পুনের ICMR ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে ভাইরাসের স্ট্রেইনটি সংরক্ষণ করা হয়েছে ৷ পুনের ICMR ও BBIL যৌথ উদ্যোগে প্রি ক্লিনিকাল ট্রায়াল ও ক্লিনিকাল ডেভেলপমেন্টের জন্য কাজ করছে ৷’’

ICMR
ICMR-র চিঠি

এই ওষুধের ক্লিনিকাল ট্রায়ালের জন্য ICMR 12টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে ৷ প্রতিষ্ঠানগুলিকে এই বিষয় সম্পর্কিত একটি চিঠি পাঠিয়ে ICMR জানিয়েছে, জনসাধারণের কাছে ওষুধটি 15 অগাস্টের মধ্যে উপলব্ধ করার লক্ষ্য রাখা হয়েছে ৷

BBIL 15 অগাস্টের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হলেও ক্লিনিকাল ট্রায়ালের পরই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে৷ প্রতিষ্ঠানগুলিকে পাঠানো চিঠিতে ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব লেখেন, ‘‘ BBV152 কোভিড ভ্যাকসিনের ক্লিনিকাল পরীক্ষার জন্য আপনাদের সংস্থাকে নির্বাচন করা হয়েছে ৷ বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে এই ওষুধ সম্পর্কিত যাবতীয় সম্মতিপত্র দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে । যাতে 7 জুলাইয়ের মধ্যে বিষয়টি নথিভুক্ত করা হয় ৷ ’’

ভারত বায়োটেককে পাঠানো চিঠিতে ICMR-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব 12 টি হাসপাতালে COVAXIN-এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করার কথা বলেছেন । এই হাসপাতালগুলির মধ্যে বিশাখাপটনমের কিং জর্জ হাসপাতাল, রোহতকের ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্স, দিল্লি AIIMS, হায়দরাবাাদের নিজ়ামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ভুবনেশ্বরের গঙ্গাধর সাহো হাসপাতাল, ফুলওয়ারিশরিফের AIIMS হাসপাতালসহ আরও বেশ কয়েকটি হাসপাতাল ।

দিল্লি, 3 জুলাই : 15 অগাস্টের মধ্যে ভারতের বাজারে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র ৷ ICMR ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে কোরোনা ভাইরাসের সম্ভাব্য ওষুধ কোভ্যাকসিন দ্রুত বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে ৷ ইতিমধ্যেই স্টেকহোল্ডারদের ওষুধটিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তবে দীর্ঘ ট্রায়াল প্রক্রিয়ার বিষয়টি নজরে রেখে বিশেষজ্ঞদের মতে, 15 আগস্টের মধ্যে ভ্যাকসিনটি বাজারে আনা বাস্তবে সম্ভব নয় ৷ বছর শেষে হয়তো ভ্যাকসিনটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে উপলব্ধ হবে ৷

ICMR-র ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব চিঠিতে লেখেন, ‘‘ভারতে এই প্রথম ভ্যাকসিন তৈরি করা হল এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প । যার উপর সরাসরি নজর রাখছে সরকার ৷ পুনের ICMR ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে ভাইরাসের স্ট্রেইনটি সংরক্ষণ করা হয়েছে ৷ পুনের ICMR ও BBIL যৌথ উদ্যোগে প্রি ক্লিনিকাল ট্রায়াল ও ক্লিনিকাল ডেভেলপমেন্টের জন্য কাজ করছে ৷’’

ICMR
ICMR-র চিঠি

এই ওষুধের ক্লিনিকাল ট্রায়ালের জন্য ICMR 12টি প্রতিষ্ঠান নির্বাচন করেছে ৷ প্রতিষ্ঠানগুলিকে এই বিষয় সম্পর্কিত একটি চিঠি পাঠিয়ে ICMR জানিয়েছে, জনসাধারণের কাছে ওষুধটি 15 অগাস্টের মধ্যে উপলব্ধ করার লক্ষ্য রাখা হয়েছে ৷

BBIL 15 অগাস্টের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হলেও ক্লিনিকাল ট্রায়ালের পরই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে৷ প্রতিষ্ঠানগুলিকে পাঠানো চিঠিতে ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব লেখেন, ‘‘ BBV152 কোভিড ভ্যাকসিনের ক্লিনিকাল পরীক্ষার জন্য আপনাদের সংস্থাকে নির্বাচন করা হয়েছে ৷ বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে এই ওষুধ সম্পর্কিত যাবতীয় সম্মতিপত্র দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে । যাতে 7 জুলাইয়ের মধ্যে বিষয়টি নথিভুক্ত করা হয় ৷ ’’

ভারত বায়োটেককে পাঠানো চিঠিতে ICMR-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব 12 টি হাসপাতালে COVAXIN-এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করার কথা বলেছেন । এই হাসপাতালগুলির মধ্যে বিশাখাপটনমের কিং জর্জ হাসপাতাল, রোহতকের ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্স, দিল্লি AIIMS, হায়দরাবাাদের নিজ়ামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ভুবনেশ্বরের গঙ্গাধর সাহো হাসপাতাল, ফুলওয়ারিশরিফের AIIMS হাসপাতালসহ আরও বেশ কয়েকটি হাসপাতাল ।

Last Updated : Jul 3, 2020, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.