ETV Bharat / bharat

বালাকোটে বায়ুসেনার অভিযানে নিকেশ 130-170 জন জঙ্গি : ইতালীয় সাংবাদিক

প্রতিবেদনে প্রকাশ, ভারতের এই অভিযানের প্রায় দু'ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ছটা নাগাদ পাকিস্তানের একটি আর্মি ইউনিট ঘটনাস্থানে পৌঁছায় । সেখান থেকে জখম জঙ্গিদের শিনকিয়ারির হারকাত-উল-মুজাহিদ্দিন ক্যাম্পে নিয়ে যায় । ওই ক্যাম্পে পাকিস্তানি সেনা ডাক্তাররা জঙ্গিদের চিকিৎসা শুরু করে ।

শিনকিয়ারির হারকাত-উল-মুজাহিদ্দিন ক্যাম্প
author img

By

Published : May 9, 2019, 3:06 AM IST

দিল্লি, 9 মে : বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানে 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয়েছে । এক ইতালীয় সাংবাদিক তাঁর লেখা এক প্রতিবেদনে এই কথা লেখেন । গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জন জওয়ান শহিদ হন । এর 13 দিন পর ভারতীয় বায়ুসেনার তরফে বালাকোটে জঙ্গিনিধন অভিযান চালানো হয় ।

stringerasia.it নামক ওয়েবসাইটে বালাকোট অভিযানের উপর একটি প্রতিবেদন লেখেন ইতালীয় সাংবাদিক ফ্রান্সেস্কা মেরিনো । সেই প্রতিবেদনে প্রকাশ, বালাকোট হামলায় 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয় । এদের মধ্যে 11 জন প্রশিক্ষক ছিল । এরা বোমা তৈরি থেকে অস্ত্র সরবরাহ, সবকিছুরই প্রশিক্ষণ দিত । এদের মধ্যে 2 জন আফগানিস্তান থেকে বালাকোটে এসেছিল । তিনি আরও লেখেন, ভারতের এই অভিযানে অনেক জঙ্গি জখমও হয় । তাদের মধ্যে চিকিৎসা চলাকালীন 20 মারা যায় । 45 জনেরও বেশি জঙ্গির এখনও চিকিৎসা চলছে ।

প্রতিবেদনে প্রকাশ, ভারতের এই অভিযানের প্রায় দু'ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ছটা নাগাদ পাকিস্তানের একটি আর্মি ইউনিট ঘটনাস্থানে পৌঁছায় । সেখান থেকে জখম জঙ্গিদের শিনকিয়ারির হারকাত-উল-মুজাহিদ্দিন ক্যাম্পে নিয়ে যায় । ওই ক্যাম্পে পাকিস্তানি সেনা ডাক্তাররা জঙ্গিদের চিকিৎসা শুরু করে । 45 জন জঙ্গির এখনও চিকিৎসা চলছে । গুরুতর জখম 20 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । চিকিৎসায় সেরে ওঠা জঙ্গিরা এখনও পাকিস্তানি সেনার হেপাজতে রয়েছে ।

“Balakot : more details revealed” নামের ওই প্রতিবেদনে ফ্রান্সেস্কা মেরিনো লেখেন, মৃত জঙ্গিদের পরিজনদের মুখ বন্ধ রাখতে জইশ-ই-মহম্মদের তরফে টাকা দেওয়া হয় ।

দিল্লি, 9 মে : বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানে 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয়েছে । এক ইতালীয় সাংবাদিক তাঁর লেখা এক প্রতিবেদনে এই কথা লেখেন । গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জন জওয়ান শহিদ হন । এর 13 দিন পর ভারতীয় বায়ুসেনার তরফে বালাকোটে জঙ্গিনিধন অভিযান চালানো হয় ।

stringerasia.it নামক ওয়েবসাইটে বালাকোট অভিযানের উপর একটি প্রতিবেদন লেখেন ইতালীয় সাংবাদিক ফ্রান্সেস্কা মেরিনো । সেই প্রতিবেদনে প্রকাশ, বালাকোট হামলায় 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয় । এদের মধ্যে 11 জন প্রশিক্ষক ছিল । এরা বোমা তৈরি থেকে অস্ত্র সরবরাহ, সবকিছুরই প্রশিক্ষণ দিত । এদের মধ্যে 2 জন আফগানিস্তান থেকে বালাকোটে এসেছিল । তিনি আরও লেখেন, ভারতের এই অভিযানে অনেক জঙ্গি জখমও হয় । তাদের মধ্যে চিকিৎসা চলাকালীন 20 মারা যায় । 45 জনেরও বেশি জঙ্গির এখনও চিকিৎসা চলছে ।

প্রতিবেদনে প্রকাশ, ভারতের এই অভিযানের প্রায় দু'ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ছটা নাগাদ পাকিস্তানের একটি আর্মি ইউনিট ঘটনাস্থানে পৌঁছায় । সেখান থেকে জখম জঙ্গিদের শিনকিয়ারির হারকাত-উল-মুজাহিদ্দিন ক্যাম্পে নিয়ে যায় । ওই ক্যাম্পে পাকিস্তানি সেনা ডাক্তাররা জঙ্গিদের চিকিৎসা শুরু করে । 45 জন জঙ্গির এখনও চিকিৎসা চলছে । গুরুতর জখম 20 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । চিকিৎসায় সেরে ওঠা জঙ্গিরা এখনও পাকিস্তানি সেনার হেপাজতে রয়েছে ।

“Balakot : more details revealed” নামের ওই প্রতিবেদনে ফ্রান্সেস্কা মেরিনো লেখেন, মৃত জঙ্গিদের পরিজনদের মুখ বন্ধ রাখতে জইশ-ই-মহম্মদের তরফে টাকা দেওয়া হয় ।

Patna (Bihar), May 07 (ANI): Amid the Lok Sabha elections, while speaking to media in Patna today, Former Bihar chief minister Rabri Devi launched a scathing attack on Prime Minister Narendra Modi, comparing him with a "jallad" (an executioner). Replying to a question from the media about Priyanka Gandhi Vadra calling the Prime Minister 'Duryodhana' (a villainous character from mythological Mahabharata), Rabri Devi said, "Priyanka Gandhi should have called the Prime Minister an jallad (executioner) because he has been responsible for killing judges and journalists." Total seven phases of elections will end in Bihar with polling in the remaining two phases (sixth and seventh) on May 12 and May 19. The counting of votes will take place on May 23.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.