দিল্লি, 22 মে : আমফানের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি । এপর্যন্ত 80 জনের মৃত্যু হয়েছে । গৃহহীন অসংখ্য় । গাছ উপড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে, ঘর-বাড়ি ভেঙে কার্যত স্তব্ধ বহু এলাকা । এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষজনকে ত্রাণ পৌঁছাতে প্রস্তুত রাখা হচ্ছে বায়ুসেনার 25টি যুদ্ধবিমান ও 31টি চপার । আজ বায়ুসেনার তরফে একথা জানানো হয়েছে ।
আজ বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ত্রাণকার্যের জন্য 25টি যুদ্ধবিমান ও 31টি চপারকে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা হয়েছে । একই সঙ্গে IAF-র বন্দরগুলিতে বিমানকর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে, যাতে উদ্ধারকার্যে ভূমিকা নিতে পারেন তাঁরা ।
বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান । এর জেরে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতার একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । আজ রাজ্য়ের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে 2 লাখ ও আহতদের জন্য 50,000 হাজার টাকা করে দেওয়ার কথা বলেন তিনি । পাশাপাশি পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের জন্য 1000 কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেন তিনি ।