ETV Bharat / bharat

যাত্রা শুরু তেজস যুদ্ধ বিমানের দ্বিতীয় স্কোয়াড্রনের - 18 নম্বর স্কোয়াড্রন

তেজস যুদ্ধ বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন । এটিকে 18 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হল । এর নাম ফ্লাইং বুলেটস ।

ছবি
ছবি
author img

By

Published : May 27, 2020, 11:35 PM IST

দিল্লি, 27 মে : তামিলনাড়ুর সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে যাত্রা শুরু করল তেজস যুদ্ধ বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন। উড়ানের নেতৃত্বে ছিলেন এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া। এটিকে 18 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হল । এর নাম ফ্লাইং বুলেটস । প্রথম তেজস স্কোয়াড্রনের নাম ছিল ফ্লাইং ড্যাগার । এটি 45 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল ।

1965 সালে গঠিত হয়েছিল 18 স্কোয়াড্রন। তখন ছিল মিগ-27। ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এই 18 স্কোয়াড্রনের। 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এবং ভারতের জয়ে বড় ভূমিকা ছিল এর । স্কোয়াড্রন পাইলট ফ্লাইং অফিসার নির্মল জিৎ সিং পেয়েছিলেন মরণোত্তর পরমবীরচক্র । পাকিস্তানের যুদ্ব বিমানগুলিকে যোগ্য জবাব দিয়েছিলেন তিনি । ধীরে ধীরে এই স্কোয়াড্রনের কার্যক্ষমতা হারিয়ে যায় । 2018 সালের এপ্রিল মাসে পুরোপুরি বসে যায় এই স্কোয়াড্রন। আবার নতুন যাত্রা শুরু হল 18 স্কোয়াড্রনের ।

জানা গেছে, এই 18 স্কোয়াড্রনের হাতে 16টি তেজস যুদ্ধ বিমান থাকবে। এই বছরের এপ্রিল মাসে তার দুটি এসে গেছে ।

দিল্লি, 27 মে : তামিলনাড়ুর সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে যাত্রা শুরু করল তেজস যুদ্ধ বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন। উড়ানের নেতৃত্বে ছিলেন এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া। এটিকে 18 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হল । এর নাম ফ্লাইং বুলেটস । প্রথম তেজস স্কোয়াড্রনের নাম ছিল ফ্লাইং ড্যাগার । এটি 45 নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল ।

1965 সালে গঠিত হয়েছিল 18 স্কোয়াড্রন। তখন ছিল মিগ-27। ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এই 18 স্কোয়াড্রনের। 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এবং ভারতের জয়ে বড় ভূমিকা ছিল এর । স্কোয়াড্রন পাইলট ফ্লাইং অফিসার নির্মল জিৎ সিং পেয়েছিলেন মরণোত্তর পরমবীরচক্র । পাকিস্তানের যুদ্ব বিমানগুলিকে যোগ্য জবাব দিয়েছিলেন তিনি । ধীরে ধীরে এই স্কোয়াড্রনের কার্যক্ষমতা হারিয়ে যায় । 2018 সালের এপ্রিল মাসে পুরোপুরি বসে যায় এই স্কোয়াড্রন। আবার নতুন যাত্রা শুরু হল 18 স্কোয়াড্রনের ।

জানা গেছে, এই 18 স্কোয়াড্রনের হাতে 16টি তেজস যুদ্ধ বিমান থাকবে। এই বছরের এপ্রিল মাসে তার দুটি এসে গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.